LPG Price Hike – দুর্গাপুজোর আগেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। মধবিত্তের মাথায় হাত। পশ্চিমবঙ্গে গ্যাস সিলিন্ডারের দাম কত হলো?
LPG Price Hike in West Bengal
উৎসবের আবহে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তথা LPG Price Hike নিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। চুপিসারে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। অক্টোবর মাস পড়তে না পড়তেই কেন্দ্রীয় সরকারের তরফে নতুন মূল্য জানিয়ে দেওয়া হল LPG গ্যাস সিলিন্ডারের। নতুন দাম কত হলো, কবে থেকে নতুন দাম কর্যকর হবে, বিস্তারিত জেনে নিন।
LPG Price in West Bengal
সারা দেশজুড়েই বেড়েছে LPG গ্যাস সিলিন্ডারের দাম। তবে কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই এর মতো দেশের বড়ো বড়ো শহরে তা হয়েছে আকাশছোঁয়া। তবে উৎসবের মুহূর্তে এই হঠাৎ দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে নতুন চাপ সৃষ্টি হতে চলেছে, একথা নিশ্চিত।
রান্নার গ্যাসের দাম
কলকাতা সহ অন্যান্য মহানগরীতে এই নতুন দাম কার্যকর হয়েছে গত মধ্যরাত থেকে। গত সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৮০২.৫ টাকা, যা এখন ১,৮৫০.৫ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, এই মাসে দাম বৃদ্ধি হয়েছে ৪৮ টাকার মতো। একইভাবে, দিল্লি, মুম্বই এবং চেন্নাইতেও দাম বেড়েছে যথাক্রমে ৪৮.৫ টাকা এবং ৪৮ টাকা।
এখন কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে ১,৮৫০.৫ টাকা খরচ হবে, দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের জন্য খরচ হবে ১,৭৪০ টাকা, মুম্বইতে ১,৬৯২.৫ টাকা এবং চেন্নাইয়ে ১,৯০৩ টাকার মতো। এই বৃদ্ধি সারা দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় কিছুটা বেশি হলেও, সামগ্রিকভাবে দেশের বিভিন্ন স্থানে এই ধরনের দাম বৃদ্ধি চলছে।
Domestic LPG Cylinder Price
অন্যদিকে, বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা, যা পুজোর সময়কার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তারা ৩০০ টাকা কম দামে এই সিলিন্ডার কিনতে পারবেন।
আরও পড়ুন, এবার ছেলেরাও পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো প্রতিমাসে 1000 টাকা। নতুন প্রকল্পে আবেদন করুন
অর্থাৎ ভর্তুকিযুক্ত বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। শুধুমাত্র বানিজ্যিক সিলিন্ডার অর্থাৎ রেস্টুরেন্ট, অটো প্রভৃতি ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়ছে। যদিও, ঘুরিয়ে হলেও সেই খরচ বাড়ছে সাধার মানুষের। কারন বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়লে খাবারের দাম ও যানবাহনের ভাড়া বাড়বে। কারন পুজোর কদিন সকলেই কমবেশি রেস্টুরেন্টে খাবেন, কিম্বা বাইরে ঘুরতে যাবেন। দাম বাড়লেও ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়েই তা পুষিয়ে নেবে।
এদিকে উৎসবের মরসুমে এই দাম বৃদ্ধিতে সাধারন মানুষের নাভিশ্বাস, একথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বিদ্যুৎ বিলের দাম ও পুজো মিটলে বাড়তে চলেছে বলে শোনা যাচ্ছে। সেই ব্যাপারে আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।