Ration Card: প্রত্যেক রেশন দোকানে নতুন স্লিপ দিচ্ছে। রেশন পেতে হলে এই স্লিপ সংগ্রহ করতে হবে। নিয়ম কানুন জেনে নিন

Ration Card Slip

রাজ্যের বিনামূল্যে রেশন ব্যবস্থায় আসছে বিরাট পরিবর্তন। যাতে সরাসরি প্রভাবিত হতে চলেছেন গরিব মানুষ তথা Ration Card গ্রাহকেরা। সরকার সূত্রে খবর, এতদিন পর্যন্ত উপভোক্তারা রেশন দোকানে রেশন তোলার সময়ে যেমন স্লিপ (Ration Card Slip) পেতেন তা সরিয়ে ফেলা হচ্ছে। পরিবর্তে চালু হতে চলেছে নতুন ধরনের স্লিপ। সরকার তরফে জানা গেছে, এই নতুন স্লিপে আরও বেশি সুবিধা পাবেন রেশন গ্রাহকরা। কবে থেকে চালু হচ্ছে এই নতুন স্লিপ? কি কি পরিবর্তন থাকছে এই স্লিপে

Ration Card Slip Download

সংবাদ মাধ্যমের এক রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৮.৮১ কোটি মানুষ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) এর আওতায় রেশন সুবিধা পান। তবে এতদিন কেন্দ্র ও রাজ্যের দেওয়া সামগ্রীর মধ্যে আলাদা কোনো বিভাজন থাকায় অনেক গ্রাহকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা (PMGKY) এর আওতায় যে সামগ্রী দেওয়া হয় এবং রাজ্য সরকার থেকে যে সামগ্রী সরবরাহ করা হয়, তাদের মধ্যে পার্থক্য নির্ধারণ না হওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

রেশন কার্ড স্লিপ

এই বিভ্রান্তি দূর করতেই রাজ্য সরকার ও কেন্দ্রের তরফে একটি সুনির্দিষ্ট স্লিপ ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে পিডিএস স্লিপে বিশেষ লোগোর সংযোজন করা হবে। এই লোগোর সাহায্যে গ্রাহকরা সহজেই বুঝতে পারবেন কোন সামগ্রী কেন্দ্র থেকে এবং কোনটি রাজ্যের তরফে আসছে। এর ফলে শুধুমাত্র সুবিধা ভোগীই নন, বরং রেশন দোকানের কর্মীরাও পরিষ্কার ধারণা পাবেন স্লিপের (Ration Card Slip) মাধ্যমে।

আরও পড়ুন, এই কাজ না করলে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আর পাবেন না।

প্রসঙ্গত, অতিমারির সময়ে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার (PMGKY) আওতায় কেন্দ্র থেকে দেওয়া খাদ্যসামগ্রী গ্রাহকদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছিল। তবে এই খাদ্য সামগ্রীর সরবরাহে বিভিন্ন সময় জটিলতা দেখা দেয় এবং রাজ্যের প্রাপ্ত সামগ্রীর সঙ্গে একত্রিত হয়ে যাওয়ায় গ্রাহকদের বিভ্রান্তি তৈরি হয়। তাই কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই এবার উদ্যোগ নিয়েছে এই জটিলতা দূর করতে এবং রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজবোধ্য করে তুলতে।

আরও পড়ুন, পুরনো আধার কার্ড অতীত, চালু হচ্ছে নতুন নীল আধার কার্ড। এই কার্ড করলে পাবেন প্রচুর সুবিধা

কতটা সুবিধা হবে?

বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ব্যবস্থা চালু হলে রেশন দোকানে কোন প্রক্রিয়ায় সামগ্রী বিতরণ হচ্ছে এবং তা কতটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ও কতটা রাজ্য সরকারের তরফ থেকে মিলছে, তা Ration Card Slip এর ব্যবহারের ফলে গ্রাহকরা সহজেই বুঝতে পারবেন।

তারা আরো জানান, নতুন এই উদ্যোগ গ্রাহকদের মধ্যে আরও দায়িত্বশীলতার পরিচয় আনবে, কারণ যখনই কেন্দ্র বা রাজ্যের সরবরাহে কিছু সমস্যার সৃষ্টি হবে, তখন তারা তা নির্দিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করতে পারবেন। পশ্চিমবঙ্গের মতো জনবহুল রাজ্যে এমন উদ্যোগ কার্যকরী হলে পরবর্তীকালে এটি দেশের অন্যান্য রাজ্যেও অনুকরণীয় হতে পারে।

Related Articles

Back to top button