Government Scheme – এবার ছেলেরাও পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো প্রতিমাসে 1000 টাকা। এইভাবে নতুন প্রকল্পে আবেদন করুন

Krishak Bhata Scheme

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে এখনো অনেক ধরনের জনমুখী প্রকল্প তথা Government Scheme চালু হয়েছে। যেগুলোর মাধ্যমে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কোন না কোন ভাবে উপকৃত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Scheme), যার মাধ্যমে মহিলারা প্রতিমাসে ১০০০ এবং ১৫০০ টাকা ভাতা পান। তবে মহিলাদের জন্য এই সুবিধা থাকলেও পুরুষদের এ ধরনের কোন প্রকল্প ছিল না এতদিন রাজ্যে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করলেন নতুন প্রকল্পের মাধ্যমে ছেলেদেরও প্রতি মাসে ১০০০ টাকা করে অ্যাকাউন্টে দেবার। তাদের জন্যেও চালু হবে নতুন প্রকল্প। যেখানে মিলবে এই সুবিধা।

New Government Scheme in West Bengal

প্রকল্পের নাম – কৃষক ভাতা প্রকল্প

এই প্রকল্পের নাম “কৃষক ভাতা প্রকল্প” বা Krishak Bhata Scheme. এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ, যেখানে রাজ্যের কৃষকরা (Indian Farmer) মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এটি কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ অনেক কৃষক বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন। এই প্রকল্পের মাধ্যমে সরকার তাদের জন্য একটি স্থায়ী আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়েছে। বিশেষত, পুরুষেরা মাসে ১০০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসিক ১২০০ টাকা করে পাবেন।

কৃষক ভাতা প্রকল্পের যোগ্যতা

কৃষক ভাতা প্রকল্পে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে:
১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত ১০ বছর রাজ্যে বসবাস করতে হবে।
২. আবেদনকারীর বয়স ৬০ বছরের অধিক হতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতির কৃষকদের জন্য বয়সের সীমা ৫৫ বছর।

৩. আবেদনকারী কৃষকের নামে সর্বাধিক ১ একর কৃষিজমি থাকতে হবে।
৪. ভূমিহীন কৃষকরাও এই প্রকল্পের (Krishak Bhata Scheme) আওতায় আবেদন করতে পারবেন।
৫. আগে যদি আবেদনকারী কৃষক কেন্দ্র অথবা রাজ্য সরকারের তরফ থেকে কোনো ভাতা পান, তাহলে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

আবেদন পদ্ধতি

কৃষকভাতা প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া সহজ এবং সুবিধাজনক। কৃষকরা আবেদন করতে পারবেন অফলাইনে।
১. প্রথমে ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
২. সেটি একটি A4 কাগজে প্রিন্ট করে সঠিকভাবে নিজের হাতে পূরণ করে ফেলতে হবে।
৩. তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি একত্রিত করে একটি খামে ভরে নিতে হবে।
৪. এরপর সেটি এসে স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিসে জমা করে যেতে হবে।

gamezop ad

আরও পড়ুন, পুজোর আগে টাকা দিচ্ছে, এইভাবে আবেদন করুন।

প্রয়োজনীয় নথিপত্র

কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে। নথিপত্রের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে:
১. আধার কার্ড বা রেশন কার্ড
২. জমির মালিকানার তথ্য
৩. শারীরিক অক্ষমতার শংসাপত্র
৪. স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র
৫. ব্যাঙ্কের পাসবই
৬. অ্যাক্টিভ মোবাইল নম্বর

আরও পড়ুন, ব্যবসা করতে চাইলে টাকা দিচ্ছে সরকার। আবেদন পদ্ধতি জেনে নিন

আবেদন করার পর অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার আবেদন গৃহীত হলে মোবাইলে মেসেজ চলে আসবে। আর প্রতিমাসে ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে। এই সংক্রান্ত আরো তথ্যের জন্য সরকারি ওয়েবসাইটে দেখুন। আর প্রকল্পের আরো খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button