Voter Card: নতুন ভোটার কার্ড তৈরি এবং ভোটার কার্ড সংশোধন অনলাইন প্রক্রিয়া শুরু হল, কত তারিখ পর্যন্ত চলবে? কিভাবে করবেন?

Voter Card New Apply and Correction

নতুন ভোটার কার্ড তৈরি করতে চান? বা নিজের কার্ড আপডেট (Voter Card Correction) করতে চান? সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার সেই প্রক্রিয়া শুরু করেছে অনলাইনে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে নির্দিষ্ট তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এই বছর। যাদের দরকার, তারা জেনে নিন কিভাবে অনলাইনে এজন্য আবেদন করবেন ও কত তারিখ পর্যন্ত করা যাবে।

ভোটার কার্ড তৈরি বা আপডেট করা কেন প্রয়োজনীয়?

ভোটার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ নাগরিক পরিচয় পত্র। যদিও বর্তমানে বেশিরভাগ সরকারি কাজে আধার কার্ডই লাগে তবে কিছু কিছু ক্ষেত্রে Voter Card ও দরকার পড়ে। ব্যাংক একাউন্ট খুলতে, আধার কার্ডের সাথে সংযুক্ত করতে, এবং অন্যান্য সরকারি সুবিধা পেতে Voter কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে কাজ করে। এছাড়া নির্বাচনের সময়ে ভোট দেওয়ার জন্য তো EPIC কার্ড থাকা একান্ত প্রয়োজন। তাই আপনার যদি কার্ড না থাকে অথবা কার্ডে কোন ভুল ভ্রান্তি থাকে তবে নতুনভাবে তা করে নেওয়া অত্যন্ত দরকার।

ভোটার কার্ড ফর্ম ফিলাপ

নতুন কার্ড তৈরি এবং আপডেটের জন্য কাকে কোন ফর্ম ফিলাপ করতে হবে?

নতুন আবেদন

ফর্ম ৬: যাদের ১৮ বছর বয়স পূর্ণ হয়েছে, তারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম ৬ ফিলাপ করবেন। এছাড়াও, প্রবাসী ভারতীয় নাগরিকদের জন্যও এই ফর্মটি প্রযোজ্য।

আরও পড়ুন, কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু প্রকল্প ফর্ম আইডি স্ট্যাটাস চেক 2024

ভোটার কার্ড সংশোধন

ফর্ম ৭: যদি কোন নাম তালিকা থেকে বাদ দিতে হয় বা তালিকা সংশোধন (Voter Card Correction) করতে হয়, তবে ফর্ম ৭ ফিলাপ করতে হবে।
ফর্ম ৮: যদি কোনো তথ্য সংশোধন করতে হয়, যেমন নামের বানান ঠিক করা, নতুন ঠিকানা যোগ করা বা প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হওয়া, তবে ফর্ম ৮ ফিলাপ করতে হবে।

অনলাইনে কিভাবে আবেদন করবেন?

যারা ভোটার কার্ড সংশোধন বা নতুন আবেদন করতে চান, তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া, নিকটস্থ গ্রাহক সেবা কেন্দ্রে বা যে সব জায়গায় অনলাইনে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হয়, সেখানে গিয়েও আবেদন করতে পারেন।

আরও পড়ুন, টাকার দরকার হলে, সরকারের এই প্রকল্পে আবেদন করুন।

আবেদনের সময়সীমা এবং তারিখ:

সরকার জানিয়েছে, সাধারণভাবে এ বছর নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন অথবা কার্ড আপডেটের অনলাইন প্রক্রিয়া চালু থাকবে ১২ ই নভেম্বর ২০২৪ থেকে ১২ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। তবে অনলাইনে ফর্ম জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু তারিখ নির্ধারণ করা হয়েছে, যেগুলো বাদ দিয়ে অন্য তারিখে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। এই তারিখ গুলি হল,

১. নভেম্বর ২০২৪: ১৬, ১৭, ২৩, ২৪, ৩০
২. ডিসেম্বর ২০২৪: ১, ৭, ৮

যারা যারা নতুন কার্ডের অ্যাপ্লিকেশন অথবা সংশোধন করতে ইচ্ছুক তারা এই তারিখগুলিতে নিকটস্থ বুথ লেভেল অফিসারের কাছে গিয়ে ফর্ম জমা দিতে পারবেন। তবে, শেষ তারিখের আগে আবেদন জমা দেয়া উত্তম।

Related Articles

Back to top button