Salary Hike: এবার পশ্চিমবঙ্গের কর্মীদেরও প্রচুর টাকা বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। কোন দপ্তরে কত টাকা বেতন বাড়ছে?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৈষম্য নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বেতন বৃদ্ধি তথা Salary Hike এর দাবিতে আন্দোলন, মামলা, অবরোধ, ধর্মঘট অনশন কিছুই করতে বাদ রাখেননি সরকারি কর্মী থেকে, SSK MSK, শিক্ষক শিক্ষিকা, VRP, পার্শ্বশিক্ষক থেকে বিভিন্ন প্রকল্পের কর্মীরা। এদিকে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বেতন সবচেয়ে কমের অভিযোগ ও রয়েছে কর্মীদের (West Bengal Government Employees) একাংশের। যদিও সারা দেশের মধ্যে কার্যত ছুটি সবচেয়ে বেশি ভোগ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীরা। তবে ছুটির আমেজে পকেট গরম হবে না, সেই আশায় সরকার যতই ছুটি বা সুযোগ সুবিধা (Employee Benefits) দিয়ে থাকেন না কেন, বেতন বৃদ্ধির দাবি চলতেই থেকে। এক দল আন্দোলন থামায়, আর এদিকে অন্য দল শুরু করে।

Allowance and Salary Hike for West Bengal Employees

দাবী ন্যায্য বা অন্যায্য সেতো সময় বলবে, বা আদালতের বিচারাধীন বিষয়। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপোষিত বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। আর শুধু ঘোষণাই নয়। সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যার জেরে অল্প হলেও খুশির আমেজ কর্মী মহলে। কাদের এই বেতন বাড়ছে, অত টাকা বেতন বাড়ছে, বিস্তারিত জেনে নিন।

কাদের বেতন বাড়ছে?

বেতন বৃদ্ধির দাবী রাজ্য সরকারি কর্মী থেকে চুক্তিভিত্তিক বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের হলেও, এই নির্দেশে শুধুমাত্র কর্মবন্ধু বেতন বৃদ্ধির (Karmabandhu Salary Hike) বিজ্ঞপ্তিই প্রকাশিত হয়েছে। যার জেরে এক ধাক্কায় প্রায় ৩০০০ টাকা বেতন বাড়ছে। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। কবে থেকে এই বর্ধিত বেতনের সুবিধা পাবেন, জেনে নিন।

আরও পড়ুন, নতুন বছর থেকে 13 টি ছুটি বাতিল ঘোষণা। সুপ্রীম কোর্টের নির্দেশে ছুটি কমে গেল

কর্মবন্ধু বেতনবৃদ্ধির নতুন আদেশ 2024

কর্মবন্ধু নিয়োগের পর দীর্ঘ ৬ বছর পর বেতন বাড়ছে। বেতন বৃদ্ধি পাচ্ছে একলাফে ৩০০০ টাকা। কর্মবন্ধু (Karmabandhu) বলতে বোঝায় মূল কর্মকর্তার সহকারী হিসেবে চুক্তিভিত্তিক পদে যাঁরা কাজ করেন। এরা মূলত নৈশপ্রহরী ও বিভিন্ন দপ্তরে সহযোগী হিসেবে কাজ করে থাকেন। এই ৬ বছর যাবত এই কর্ম বন্ধুদের মাসিক বেতন ছিল ২০০০ টাকা। রাজ্যের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, সম্প্রতি ৩০০০ টাকা বেতন বৃদ্ধি করা হলো, যার ফলে তাদের মাসিক বেতন হয়ে দাঁড়ালো ৫০০০ টাকা। এই বর্ধিত বেতন কার্যকরী হবে ১ লা সেপ্টেম্বর ২০২৪ থেকে। ৫০০০ টাকা করে মাসিক বেতন পেলে সেই হিসাবে বছরে বাংলার কর্মবন্ধুরা বাড়তি ২৪,০০০ টাকা থেকে ৩৬০০০ টাকা পর্যন্ত পাবেন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্যও অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি।

কর্মবন্ধু নতুন আদেশ 2024

রাজ্যের কর্ম বন্ধুদের অনেকদিনের দাবি ছিল বেতন বৃদ্ধি করা, অবশেষে রাজ্য সরকার কর্ম বন্ধুদের দাবি মেনে নেওয়াতে অনেকটাই স্বস্তির মুখ দেখছেন রাজ্যের অস্থায়ী কর্ম বন্ধুরা। কর্মবন্ধুদের যে হারে খাটনির কাজ করতে হতো, সেই অনুপাতে বেতন না হওয়ায় অনেকেই এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই কর্মবন্ধুদের জন্য বেতন বাড়ানোর পদক্ষেপ গ্রহন করায় অনেকটাই আনন্দিত তাঁরা, তবে বেতন বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র রাজ্যের অস্থায়ী কর্ম বন্ধুদের জন্য। রাজ্যের স্থায়ী সরকারি কর্মীরা আগের মতই বেতন পাবেন।

Karmabandhu New Order 2024 West Bengal

রাজ্য সরকারের নির্দেশ মতো, বেতন বৃদ্ধির ঘোষণা বা বিজ্ঞপ্তি নভেম্বর মাসে প্রকাশিত হলেও, এই বর্ধিত বেতন ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে। এবং এই ২ মাসের বকেয়া টাকা এরিয়ার হিসাবে একসাথে পাবেন। সুতরাং পুজোর ছুটির পর হটাত করে এই ঘোষণা সকলের কাছে সুখবর বয়ে আনবে, একথা বলার অপেক্ষা রাখে না।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পর্যবেক্ষণ

এদিকে রাজ্য সরকারি কর্মীরা যদিও একাধিকবার আন্দোলন, মিছিল করে শেষ পর্যন্ত ডিএ বৃদ্ধির (DA Hike) জন্য দাবি মতো ফল না পাওয়ায়, ২০১৬ সালে মামলা হয়। আর সেই মতো রাজ্য সরকারের সাথে ডিএ নিয়ে মামলা (DA Case) চলছে রাজ্যের সরকারি কর্মচারীদের (Government Employees). বর্তমানে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলা বিচারাধীন। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকার একের পর এক তাদের রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করে চলেছেন।

তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শেষ লোকসভা ভোটের আগে মাত্র ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন, যার ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের মোট ডিএ (Dearness Allowance) এর পরিমাণ ১৪ শতাংশ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সাথে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ পার্থক্য বেশ অনেকটাই হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় রাজ্য সরকার রাজ্যের অস্থায়ী কর্ম বন্ধুদের জন্য বেতন বৃদ্ধি করলেও স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য কোনো বেতন বৃদ্ধি করেননি। কবে রাজ্যের স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির সুখবর আসবে রাজ্যের সরকারের তরফ থেকে সেই দিকে তাকিয়ে রাজ্যস্থায়ী সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button