Blue Aadhaar Card: পুরনো আধার কার্ড অতীত, চালু হচ্ছে নতুন নীল আধার কার্ড। এই কার্ড করলে পাবেন প্রচুর সুবিধা

Blue Aadhaar Card Benefits

পুরনো আধার কার্ড অতীত, কেন্দ্রীয় সরকার চালু করছে Blue Aadhaar Card বা নতুন নীল রঙের আধার কার্ড। এই কার্ডে থাকবে বিশেষ সুবিধা। বরং না করালেই চরম ক্ষতি। আধার কার্ড সমগ্র ভারতবাসীর কাছে এক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংক একাউন্ট খোলা, প্যান কার্ড তৈরি, মোবাইল ফোনের সঙ্গে সংযোগ স্থাপন, এবং রেশন ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই নথি আবশ্যক। তাই এই নতুন নীল আধার কার্ড কি? কাদের করাতে হবে? না করালে কি ক্ষতি? সেগুলি জেনে নেওয়া অত্যন্ত জরুরী।

UIDAI – How to Apply and its Benefits

নীল আধার কার্ড কি?

বর্তমানে শিশুদের জন্য চালু করা হয়েছে নীল রঙের আধার কার্ড (Blue Aadhaar Card), যা চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত। এই আধার কার্ডের বিশেষত্ব হল, এটি নীল রঙের হওয়ায় এর নাম রাখা হয়েছে ব্লু আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ২০১৮ সালে এই কার্ডের মাধ্যমে শিশুদের পরিচয় সংক্রান্ত সুবিধা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন, ফ্রিতে রান্নার গ্যাস দিচ্ছে সরকার! কিভাবে আবেদন করবেন জেনে নিন

যেমন সাধারণ আধার কার্ডে ১২ সংখ্যার একটি ইউনিক আইডি নম্বর থাকে, সেরকম নীল আধারেও থাকবে। এই কার্ডটি অন্যান্য কার্ডের মতোই গুরুত্বপূর্ণ, কিন্তু এতে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত হয় না। আইরিস স্ক্যান বা আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক তথ্য যোগ করতে হয় না বলেই এই কার্ডটি তৈরির প্রক্রিয়া সহজ এবং সময় সাশ্রয়ী।

ব্লু আধার কার্ড কাদের জন্য প্রযোজ্য?

এই নীল রঙের আধার কার্ড মূলত ৫ বছরের নিচে শিশুর জন্য প্রযোজ্য। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া থেকে জানানো হয়েছে, শিশুদের ক্ষেত্রে পিতামাতার আধার কার্ড এবং শিশুর জন্ম শংসাপত্র জমা দিয়ে এই কার্ড তৈরি করা যাবে। তবে ৫ বছর বয়সের পরে কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে, এবং সেই সময়ে বায়োমেট্রিক তথ্য সংযোজন করতে হবে। চাইল্ড বা বাল আধার কার্ডের (Baal Aadhaar Card) জন্য বিশেষভাবে কোনো ফি দিতে হয় না, এবং এটি আপডেটের জন্যও কোনো চার্জ নেওয়া হয় না।

আরও পড়ুন, বাংলার নাগরিকদের 2 কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে আবেদন করুন

ব্লু আধার কার্ড না করালে কি হতে পারে?

বর্তমানে আধার কার্ড শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য নয়, শিশুদের জন্যও এক অত্যাবশ্যকীয় নথি। এটি অভিভাবকদের জন্য সহায়ক হিসেবে প্রমাণিত হবে কারণ ভবিষ্যতে শিশুদের পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয়তায় নীল রঙের আধার কার্ড ব্যবহার করা যাবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুর এই আধার কার্ড তৈরি করা না হয় তবে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারে ওই শিশু এবং তার পরিবার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, এবং সরকারি সুবিধাগুলি ভবিষ্যতে আধারের সঙ্গে সংযুক্ত থাকায় ব্লু আধার না থাকলে সরকারি সুযোগ গ্রহণে সমস্যার সম্মুখীন হতে পারে পরিবারগুলো।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র:

ব্লু আধার কার্ডের জন্য আবেদন করতে হলে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিকটবর্তী আধার কেন্দ্র খুঁজে নিতে হবে এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। এর জন্য শিশুর জন্ম শংসাপত্র, পিতামাতার একজনের আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, এবং যদি শিশু স্কুলে ভর্তি থাকে তবে স্কুল আইডি লাগবে। মূল নথির পাশাপাশি জেরক্স কপি জমা দেওয়াও প্রয়োজনীয়।

Related Articles

Back to top button