Ration Items List: নভেম্বর মাসে বেশি রেশন দেওয়ার ঘোষণা। রেশনে কি কি দেবে, কোন কার্ডে কি কি রেশন সামগ্রী পাবেন, দেখে নিন
Ration Card
একদিকে চলছে দীপাবলি উৎসব। আর তার মধ্যেই নভেম্বর মাসের Ration Items List বা রেশন সামগ্রীর তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর। প্রতি মাসের শুরুতেই রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের ক্যাটেগরি অনুযায়ী বিনামূল্যে রেশন সামগ্রী বরাদ্দ করে তালিকা প্রকাশ করা হয়। এমাসেও রেশনে কোন কার্ডধারীরা কত রেশন পাবেন, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। দেখা গেছে যে কার্ড পিছু অতিরিক্ত রেশন সামগ্রীও পেতে চলেছেন Ration Card গ্রাহকেরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন।
Free Ration Items List in different ration card
নভেম্বর মাসে রেশন সামগ্রীর তালিকা
নভেম্বর মাসে পাঁচটি প্রধান ক্যাটেগরির রেশন কার্ডে যে পরিমাণ রেশন দেওয়া হবে তা হল,
১. অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড (Antyodaya Anna Yojana):
অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড গ্রাহকেরা এই মাসেও সর্বাধিক পরিমাণে রেশন সামগ্রী পাবেন। এই কার্ডের অধীনে প্রতি পরিবারকে ২১ কেজি চাল এবং ১৩.৩ কেজি আটা অথবা ১৪ কেজি গম বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও, পরিবার প্রতি ১ কেজি চিনি দেওয়ার কথা জানানো হয়েছে। চিনির মূল্য রেশন দোকান থেকে জানিয়ে দেওয়া হবে।
২. স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH & PHH):
এই প্রকার রেশন কার্ডধারীরা মাথাপিছু ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন। যদি কেউ আটা নিতে না চান, তাহলে তারা অতিরিক্ত ২ কেজি চাল পাবেন। এই সুবিধা নভেম্বর মাস জুড়ে দেওয়া হবে।
আরও পড়ুন, অবশেষে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে। এবার থেকে কত টাকা পাবেন? কবে থেকে পাবেন?
৩. খাদ্য সুরক্ষা যোজনা – RKSY-1 ও RKSY-2 Ration Card
RKSY-1 এবং RKSY-2 কার্ডধারীদের জন্যও বিনামূল্যে রেশন সামগ্রী বরাদ্দ রয়েছে, তবে এই মাসে সামান্য পরিবর্তন আনা হয়েছে। পূর্বে যেখানে মাথাপিছু ৫ কেজি চাল দেওয়া হতো, সেখানে এখন থেকে মাথাপিছু ২ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এই সুবিধা রাজ্য খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন, কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রতিমাসে 3000 টাকা পাবেন। এইভাবে আবেদন করুন
৪. জঙ্গল মহল ও পাহাড়ের প্যাকেজ:
নভেম্বর মাসে এই অতিরিক্ত প্যাকেজের আওতায় থাকা রেশন কার্ডধারীদেরও নির্দিষ্ট রেশন সামগ্রী বরাদ্দ করেছে সরকার। এই বিশেষ প্যাকেজের আওতায় জঙ্গল মহল, পাহাড়ি অঞ্চল এবং চা বাগানের কর্মী ও তাদের পরিবারদের অতিরিক্ত খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে।
রেশন সামগ্রী গ্রহণের প্রক্রিয়া
রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে জানানো হয়েছে, নভেম্বর মাসে রেশন তোলার আগে গ্রাহকরা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস পেয়ে যাবেন। এসএমএসে রেশন কার্ডের ক্যাটেগরি, রেশন সামগ্রীর পরিমাণ, বিনামূল্যে রেশন তোলার তারিখ ইত্যাদি উল্লেখ করে দেওয়া হবে। এরপর নির্দিষ্ট তারিখে রেশন দোকানে গিয়ে সামগ্রী সংগ্রহ করতে হবে। যারা রেশন নিতে যাবেন তারা দোকানে গিয়েই খাদ্য সামগ্রীর পরিমাণ এবং মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে পারবেন। খাদ্য দপ্তর তাদের লক্ষ্য করে এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে যাতে প্রত্যেক দরিদ্র পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায়।