E Shram Card: প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কারা পাবেন? কিভাবে পাবেন?
E Shram Card Benefits
দরিদ্র অসহায় মানুষদের জন্য ইতিমধ্যেই অনেক ধরনের আর্থিক সহায়ক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। আবার E Shram Card নামে নতুন প্রকারের শ্রমিক কার্ড (Labour card) দিচ্ছে মোদী সরকার। আর এই ই শ্রম কার্ড থাকলে প্রত্যেক মাসে ৩০০০ টাকা পেতে পারেন তারা। সাথে থাকবে আরো সুযোগ সুবিধা। কাদের জন্য এই প্রকল্প? কিভাবে আবেদন করবেন এখানে? বিস্তারিত খুটিনাটি সমস্ত তথ্য জেনে নিন।
E Shram Card self registration online
কী এই ই শ্রম কার্ড
ই-শ্রম কার্ড প্রকল্পটি মূলত দিনমজুর এবং অস্থায়ী শ্রমিকদের জন্য আনা হয়েছে, যারা সাধারণত কোনো সঞ্চয় বা আর্থিক নিরাপত্তার সুযোগ পান না। ২০২১ সালের অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কার্ডটির সূচনা করেন। বর্তমানে আমাদের দেশের প্রায় ৪০ কোটি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যার মধ্যে ইতিমধ্যেই ২৯ কোটি মানুষ ই-শ্রম কার্ডের সুবিধা গ্রহণ করেছেন।
E Shram Card benefits
ই-শ্রম কার্ড এর সুবিধা
ই-শ্রম কার্ডধারীরা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। এছাড়া কর্মরত অবস্থায় দুর্ঘটনার ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা এবং মৃত্যুজনিত বীমা হিসেবে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও এই কার্ড থাকলে PMAY (প্রধানমন্ত্রী আবাস যোজনা), PMJAY (প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা), PM Kisan সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
কারা আবেদন যোগ্য?
ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে আপনাকে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক হতে হবে। এছাড়া, বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। তবে যাঁরা EPF বা ESI এর সুবিধা পান, তাঁরা এই কার্ডের আওতায় আসবেন না।
আরও পড়ুন, গাড়ি কিনতে 1 লাখ টাকা দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে আবেদন করবেন এই নতুন প্রকল্পে? জেনে নিন
কীভাবে আবেদন করবেন?
যদি আপনি যোগ্য হন এবং এখনও E Shram Card এর জন্য আবেদন না করে থাকেন, তবে ঘরে বসেই স্মার্টফোন দিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য eshram.gov.in ওয়েবসাইটে গিয়ে “Register On e-Shram” অপশনে ক্লিক করুন। আধার লিঙ্ক মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে রেজিস্ট্রেশন শুরু করুন। এরপর OTP যাচাইয়ের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
যদি নিজে আবেদন করতে সমস্যা হয়, তাহলে নিকটবর্তী CSC (কমন সার্ভিস সেন্টার) থেকে আবেদন করতে পারেন। আবেদন করার সময় প্রয়োজন হবে আধার কার্ড, আধার লিঙ্ক মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য।