পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটি টাইম বেড়ে গেল! কখন অফিসে ঢুকবেন, কখন ছুটি হবে?

Central Government Employees Working Hours

বাংলা অ্যাকাডেমি ডেস্ক : সরকারি অফিসের চাকরি মানেই এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে বায়োমেট্রিক হাজিরা। তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার তারা আছে বলে বিকেল চারটের মধ্যে চেয়ার ছেড়ে উঠে চলে যাওয়ার আর কোনো উপায় নেই সরকারি অফিসগুলোতে। পাল্টাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটি টাইম! বাংলায় কতক্ষণ কাজ করতে হবে জানেন? সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত এবার ডিউটি করতে হবে কেন্দ্রীয় সরকারের কর্মীদের (Central Government Employees)। বাংলায় কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্যই এমন নতুন নিয়ম চালু হয়েছে।

Central Government Employees office time

কাজের সময় বাড়ছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের

তবে এই নিয়ম শুধুমাত্র এই রাজ্যের (West Bengal) জন্যই। জিএসটি থেকে ইনকাম ট্যাক্স কিংবা কাস্টমস রাজ্যের যেকোনো সরকারি অফিস এবার থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকবে। সন্ধে সাড়ে ছটা পর্যন্ত সরকারি পরিষেবার মিলবে কেন্দ্রীয় অফিস গুলিতে। কেন্দ্রীয় দপ্তরগুলিতে আধঘন্টা সারাদিনে কাজের নির্দেশিকা আগে থেকেই ছিল। তবে সকাল থেকে সন্ধ্যার মধ্যে নির্দিষ্ট কোন সময় সেই নির্ঘণ্ট প্রযোজ্য সেই বিষয়ে জানতেন না কেউ। এবার সে বিষয়ে স্পষ্ট করে জানানো হলো।

শুরু হল মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন! মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম জেনে নিন

সরকারি চাকরিজীবীদের (Central Government Employees) সপ্তাহে ছয় দিন কাজ করার নিয়ম জারি ছিল আগে থেকেই। চতুর্থ বেতন কমিশন লাগু হওয়ার পর তা কমিয়ে ৫ দিন করা হয়। বাড়িয়ে দেওয়া হয় কাজের সময়। সারাদিনের প্রত্যেকটি কর্মী এবং অফিসারদের আধঘন্টা করে কাজ করতে হয়। আধ ঘন্টার জন্য মেলে টিফিন বিরতি। সবমিলিয়ে সাড়ে আট ঘন্টা করে এবার অফিস আওয়ার। কিন্তু কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সাড়ে আট ঘণ্টা সময়সীমা নির্বাচিত হবে, তা ঘোষণা করা হয়নি ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং এর পক্ষ থেকে।

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার কো-অর্ডিনেশন কমিটিগুলি। খোদ কেন্দ্রীয় কর্মিবর্গ বিভাগের পক্ষ থেকে অবশ্য দিল্লিতে কেন্দ্রীয় কর্মচারীদের (Central Government Employees) কাজের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে সকাল ৯ঃ৩০ থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত অফিস খোলা থাকবে। সকাল সওয়া ন’টা থেকে কাজ শুরু হয়ে যাবে মন্ত্রক গুলিতে। তবে অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে ডিউটি আওয়ারের নির্ঘণ্টা তৈরীর অধিকার কো-অর্ডিনেশন কমিটির উপর দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button