Holiday: ডিসেম্বর মাসে আপনি পেতে চলেছেন ৫ দিনের অতিরিক্ত সরকারি ছুটি। কোন কোন দিন ছুটি পাবেন জেনে নিন।

শীত মানেই বাঙালির কাছে উৎসবের মরশুম। শীতের শুরুতেই স্কুলের বাৎসরিক পরীক্ষার শেষে পালা পার্বণ, মেলা থেকে শুরু করে পিঠে, পিকনিক, এমনকি রাজ্য থেকে শুরু করে দেশের নানান প্রান্তে ঘুরতে যাওয়া সমস্ত নিয়েই বাঙালির আনন্দের কোনো শেষ নেই। আর আজ নভেম্বর মাসের শেষ দিন, আগামীকাল থেকেই শুরু হতে চলেছে ডিসেম্বর মাস, আর নতুন মাস মানেই নতুন উৎসব, নতুন ছুটি, নতুন আনন্দ। রাজ্য সরকারের তরফে বছরের শুরুতেই বিভিন্ন স্কুল সহ নানাবিধ সরকারি প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হলেও, অনেক ক্ষেত্রেই সেই ছুটির তালিকায় নতুন ছুটির দিন যোগ করা হয়ে থাকে। আর রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগত ডিসেম্বর মাসে সাপ্তাহিক ছুটির দিন সহ নানাবিধ উৎসব অনুষ্ঠানের কারণে ৫ দিন অতিরিক্ত ছুটি (Holiday) পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

প্রথমেই আসা যাক রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের কথায়। ডিসেম্বর মাসের শুরুতেই রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের বাৎসরিক পরীক্ষা সম্পন্ন হবে এবং বাৎসরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর জানুয়ারি মাস শুরু না হওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীরা টানা ছুটি পাবেন। ইতিমধ্যেই এই বিশেষ তথ্য প্রকাশ্যে আসায় ছাত্র-ছাত্রীসহ অভিভাবকেরা যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেহেতু পরিবারের ক্ষুদে সদস্যদের ছাড়া ঘুরতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, তাই বছরের এই সময়টা নিজের কাজ থেকে খানিকটা অবসর নিয়ে দেশের কিংবা রাজ্যের যেকোনো প্রান্ত থেকে ঘুরে আসা যেতেই পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়ুন:- উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য জারি করা হলো নতুন নির্দেশিকা, পুনরায় জমা করতে হবে বায়োমেট্রিক।

রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, আগত ডিসেম্বর মাসের ২০ তারিখ অর্থাৎ ২০শে ডিসেম্বর, ২০২৩ তারিখে মহর্ষী বাল্মিকী জয়ন্তীর কারণে ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীরা। ২৪শে ডিসেম্বর, ২০২৩ তারিখ রবিবার এবং ২৫শে ডিসেম্বর, ২০২৩ তারিখে ক্রিসমাস ইভের কারণে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, ২৭শে ডিসেম্বর, ২০২৩ তারিখে গুরু নানক জয়ন্তীর কারণে ছুটি থাকতে চলেছে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি। এছাড়া এই বছরের শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর, ২০২৩ তারিখে নিউ ইয়ার ইভ এবং ১লা জানুয়ারি, ২০২৪ তারিখে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ছুটি পাবেন রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা। অন্যদিকে রবিবার হওয়ার কারণে ৩রা ডিসেম্বর, ১০ই ডিসেম্বর এবং ১৭ই ডিসেম্বর তারিখে তিনটি সাপ্তাহিক ছুটি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়ুন:- শিক্ষকের জন্য জারি হলো নতুন নিয়ম। না মানলেই খোয়া যাবে চাকরি।

gamezop ad

সুতরাং, আপনিও যদি ডিসেম্বর মাসে পরিবারের সঙ্গে বেশ খানিকটা সময় কাটাতে চান তবে ২৬শে ডিসেম্বর তারিখে ছুটি ম্যানেজ করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি ২৪শে ডিসেম্বর থেকে শুরু করে ২৭শে ডিসেম্বর পর্যন্ত টানা ছুটি পেয়ে যাবেন। অন্যদিকে, একাধিক না নেওয়া ছুটি জমে থাকলে ২৬শে ডিসেম্বরের পাশাপাশি ২৮শে ডিসেম্বর, ২৯শে ডিসেম্বর এবং ৩০শে ডিসেম্বর তারিখেও ছুটির জন্য আবেদন জানাতে পারেন তাহলে ২৪ তারিখ থেকে শুরু করে ৩১ তারিখ পর্যন্ত টানা ছুটি পেয়ে যাবেন এবং কোনোরকম সমস্যা ছাড়াই দেশের যেকোনো ক্ষেত্রে ঘুরতে যাওয়ার প্ল্যান সফল করতে পারবেন।

Related Articles

Back to top button