কলেজের প্রফেসর হওয়ার যোগ্যতা? কলেজের প্রফেসরের বেতন কত? প্রফেসর পদের পরীক্ষার ফরম ফিলাপ চলছে, জানুন বিস্তারিত
WB SET College Professor Eligibility and Exam
বাংলা অ্যাকাডেমি ডেস্ক : পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ করা হবে প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (WB SET). প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। কলেজের প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইচ্ছে থাকলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের WB SET পরীক্ষা দিতে হয়। কলেজ সার্ভিস কমিশনের WB SET পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।
WB SET College Professor Exam
পরীক্ষার বিশদ বিবরণ
তার জন্য আগে শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন। WB SET পরীক্ষায় মূলত পরীক্ষার দিতে হয় দুইটি পেপারের। প্রথম পেপারটি সাধারণের জন্য। তৃতীয় পেপার এর ওপর ভিত্তি করে ৩৩ টি বিষয়ে পরীক্ষা দিতে হয়। দুটি পেপারে চাকরিপ্রার্থীরা যে নম্বর পাবেন তার ভিত্তি গণনা করে মেরিট লিস্ট প্রকাশ করা হয়। তার ভিত্তিতে হয় নিয়োগ।
পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটি টাইম বেড়ে গেল! কখন অফিসে ঢুকবেন, কখন ছুটি হবে?
আবেদন শেষ তারিখ:- ১০ই সেপ্টেম্বর ২০২৪ রাত ১২ টা থেকে।
এডমিট কার্ড প্রকাশের তারিখ পরীক্ষার সম্ভাব্য তারিখ:- ১২ ডিসেম্বর ২০২৪।
পরীক্ষার সম্ভাব্য তারিখ:- ১৫ ই ডিসেম্বর ২০২৪।
আবেদনের যোগ্যতা:- ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী কোর্স সম্পন্ন করার পাশাপাশি তাতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত প্রার্থী এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণী, তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেলে আবেদন করা যাবে। মাস্টার্স কোর্সের অন্তিম বর্ষে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করলে ও ফলাফল প্রকাশিত হয়নি এমন পরীক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
সরকারের এই প্রকল্পে প্রতিমাসে পাবেন হাজার হাজার টাকা। কিভাবে পাবেন, নিয়ম কানুন জেনে নিন
আবেদন প্রক্রিয়া:-পরীক্ষায় আবেদন জানানোর জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর নিজের নাম বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত আবেদন মূল্য অনলাইনেই জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে আবেদনপত্রের প্রিন্ট আউট কপি নিজের কাছে রেখে দিতে হবে।
পরীক্ষার আবেদন মূল্য:-
জেনারেল ক্যাটাগরি:- ১৩০০ টাকা
নন ক্রিমি লেয়ার ওবিসি ক্যাটাগরি/ ইকনোমিকালি উইকার সেকশন:- ৬৫০ টাকা
তপশিলি জাতিরা উপজাতি/শারীরিকভাবে প্রতিবন্ধী:- ৩২৫ টাকা