Ration card: গ্রীন রেশন কার্ড দিচ্ছে সরকার। প্রতিমাসে 2 বার রেশন পাবেন ও 3 মাসের রেশন একবার তুলতে পারবেন।
Green Ration card Benefits
দুর্গোৎসবের মধ্যেই নতুন ধরনের রেশন কার্ড দিচ্ছে সরকার। Green Ration Card থাকলে এখন থেকে প্রতি মাসে একবার নয়, দুইবার বিনামূল্যে রেশন বা Free Ration পাওয়া যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্প্রতি ঝাড়খণ্ডে গ্রীন রেশন কার্ড যাদের রয়েছে, তাদের জন্য বড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। যার মাধ্যমে মাসে দু’বার রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের বহু দরিদ্র মানুষ উপকৃত হবেন। যদিও পশ্চিমবঙ্গ সরকার ও পুজোর সময়ে খাদ্যসাথী প্রকল্পে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করেছে। তবে মাসে দুবার রেশন দেওয়া নজিরবিহীন। এবার এই স্কীমে কি কি সুবিধা পাবেন, বিস্তারিত জেনে নিন।
Green Ration card holders to get ration twice monthly
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকার সম্প্রতি রেশন ব্যবস্থায় বড়সড় কয়েকটি পরিবর্তন আনার ঘোষণা করেছে। উৎসবের সময়ে সবার ঘরে খাদ্যসামগ্রী পর্যাপ্ত থাকা দরকার। আর তা নিশ্চিত করতেই রাজ্যের দরিদ্র পরিবারগুলোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা।
গ্রীন রেশন কার্ড কি?
ঝাড়খণ্ড সরকার আগেই রেশন কার্ডের নিয়মে পরিবর্তন এনে ১ টাকা প্রতি কেজি দামে চাল ও অন্যান্য খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করেছিল। এই সুবিধা পেতে “গ্রীন রেশন কার্ড” চালু করা হয়। এই কার্ডের মাধ্যমে রাজ্যের দরিদ্র পরিবারগুলো প্রতি মাসে ১ টাকা দামে খাদ্যশস্য পাওয়ার সুবিধা পান।
সরকার ঘোষণা করেছে, তারা আরও ৫ লাখ নতুন গ্রিন রেশন কার্ড বিতরণ করবে, যা বিদ্যমান ১৭ লাখ কার্ডধারীর সংখ্যা ২০ লাখে উন্নীত করবে। এরপর এটি আরও ২৫ লাখে পৌঁছানোর লক্ষ্যে কাজ করা হবে। এর ফলে, আরও বেশি সংখ্যক মানুষ এই সুবিধার আওতায় আসতে পারবেন।
আরও পড়ুন, পুজোর মরশুমে আধার কার্ডের নিয়ম বদলে গেল। সুবিধা নাকি অসুবিধা হবে? বিস্তারিত জেনে নিন
ব্যাকলগ রেশন সুবিধা
ডিসেম্বর ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য যারা রেশন পাননি, তারা অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে অতিরিক্ত রেশন পেয়ে যাবেন। এই সময়ে ব্যাকলগ হিসেবে রেশন সরবরাহ করা হবে। এই বিশেষ পদক্ষেপের কারণে, যাদের রেশন বকেয়া ছিল, তারা অতিরিক্ত রেশন পেয়ে যাবেন এবং ভবিষ্যতে রেশন বিতরণে কোনো বিঘ্ন ঘটবে না।
Green Ration card benefits
মাসে দুইবার রেশন পাবেন
সোরেন সরকারের সাম্প্রতিক বৈঠকে রেশন সরবরাহ (Rationing System) ব্যবস্থায় এই পরিবর্তন আনা হয়েছে। অক্টোবর মাসে, ১ থেকে ১৫ তারিখের মধ্যে ডিসেম্বর ২০২৩ মাসের রেশন এবং ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলতি বছরের অক্টোবর মাসের রেশন দেওয়া হবে।
নভেম্বর মাসে, ১ থেকে ১৫ তারিখের মধ্যে জানুয়ারি ২০২৪ মাসের রেশন এবং ১৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নভেম্বর ২০২৪ মাসের রেশন বিতরণ করা হবে। একইভাবে, ডিসেম্বর মাসে ফেব্রুয়ারি ২০২৪ এবং ডিসেম্বর ২০২৪ মাসের রেশন দেওয়া হবে। অর্থাৎ এই গ্রীন কার্ডের একাধিক সুবিধা রয়েছে। প্রথমত ২ বার রেশন তোলা যাবে। এবং দ্বিতীয়ত কোন মাসে রেশন না তুলতে পারলে পরের মাসে তুলতে পারবেন।