Durga Puja 2025 – আগামী বছরের দুর্গা পূজার সময়সূচী। প্রচুর ছুটি নষ্ট হবে। ২০২৫ সালের দুর্গা পুজা কবে ও সম্ভাব্য ছুটির তালিকা
Durga Puja 2025 date
প্রকাশিত হলো আগামী বছর, অর্থাৎ ২০২৫ সালের দুর্গা পূজার নির্ঘণ্ট। Durga Puja 2025 অর্থাৎ দুর্গা পূজার শুরুর দিন থেকে শেষ পর্যন্ত তালিকা (Durga Puja 2025 Holiday List) দেখলে বোঝাই যাচ্ছে কবে থেকে ছুটি পড়বে? এবং কবে ছুটি শেষ হবে। আর সেই সম্ভাব্য ছুটির তালিকা দেখেই মাথায় হাত চাকরিজীবী থেকে শুরু করে কর্মজীবী মানুষের।
Durga Puja 2025 Date and Holiday List
বাঙালির সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। বছর শুরু হতে না হতেই সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা সকলে মুখিয়ে থাকেন পুজোর ছুটির (Durga Puja Holiday) অপেক্ষায়। এবারের অর্থাৎ ২০২৪ সালের দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত একটানা ১৪ দিন ছুটি পাচ্ছেন সকলে। কিন্তু আগামী বছরের ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে, পুজোর ছুটি সম্পূর্ণ নষ্ট হতে চলেছে সকলের। যাতে স্বাভাবিকভাবেই হতাশ হবার জোগাড়।
২০২৫ সালের দুর্গা পুজোর ছুটির তালিকা (সম্ভাব্য)
দুর্গাপুজো শুধু ছুটি বা বিশ্রামের সময় নয়, এটি বাঙালির সামাজিক, সাংস্কৃতিক, এবং ধর্মীয় উৎসবের সেরা সময়। পূজোর সময় পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, প্যান্ডেলের থিম দেখে মুগ্ধ হওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সবই মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। কিন্তু পূজোর দিনগুলো শনি ও রবিবারে পড়ায়, অনেকের কাছে ছুটির সেই আনন্দ হারিয়ে যেতে বসেছে।
২০২৫ সালে মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর রবিবারে, যা পিতৃপক্ষের শেষ দিন। তবে, সেটি রবিবার হওয়ায় কোনো বাড়তি ছুটি পাওয়া যাচ্ছে না। তার পরের সপ্তাহে, ২৮ সেপ্টেম্বর রবিবারে ষষ্ঠী পড়েছে, যেদিন দেবীর বোধন হবে। ফলে সেই দিনও ছুটির সুযোগ নেই। এরপর দশমী, যা পড়েছে ২ অক্টোবর, গান্ধীজয়ন্তী। এমনিতেই সরকারি ছুটি, তাই পূজোর জন্য আলাদা কোনো ছুটি পাওয়া যাবে না।
এভাবে পরপর রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির সঙ্গে দুর্গাপুজোর দিনগুলো মিলে যাওয়ায়, স্বভাবতই ছুটির মোট ছুটির সংখ্যা কমে যাবে, যার ফলে দুর্গা পুজো ২০২৫ সালের ছুটির আনন্দ বেশ ক্ষুণ্ণ হতে চলেছে। সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সকলেই দীর্ঘ অপেক্ষার পর পুজোর ছুটি পান, যা তাদের সারাবছরের অন্যতম আকাঙ্ক্ষিত সময়। কিন্তু ২০২৫ এর ক্যালেন্ডার অনুযায়ী ছুটির দিনগুলো যেভাবে জমা পড়েছে, তা দেখে অনেকেই মনমরা হয়ে পড়ছে।
তবে ২০২৫ সালে দুর্গাপূজার ছুটি নিয়ে হতাশা থাকলেও, লক্ষ্মীপুজোতে কিছুটা আশার আলো আছে। ৬ অক্টোবর সোমবার লক্ষ্মীপুজো পড়েছে, ফলে সেই দিন একদিনের জন্য হলেও টানা ২দিন ছুটি উপভোগ করতে পারবেন অনেকেই। যদিও একটানা দীর্ঘ ছুটির মজা মিস হবে, তবে পুজোর আনন্দকে কেন্দ্র করে উচ্ছ্বাস বা উদ্দীপনা কোনো অংশেই কমবে না। যদিও পঞ্জিকা মতে দুর্গা পূজার নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। সবে সরকারি ছুটির তালিকা (Government Holiday List 2025) প্রকাশিত হলে, ছুটি মার যাচ্ছে কিনা সেটা নিশ্চিন্ত হওয়া যাবে।