একই সাথে করা যাবে দুটি বিষয়ে PHD, নতুন শিক্ষানীতির আরো এক নতুন নিয়ম।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, আগামী দিনে রাজ্যজুড়ে নতুন শিক্ষানীতি কায়েম হতে চলেছে। আর এই নতুন শিক্ষানীতির প্রথম পদক্ষেপ হিসেবে সমগ্র রাজ্যব্যাপী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে চার বছরের স্নাতক স্তরের কার্যক্রম কার্যকর করা হয়েছিল। ইতিমধ্যেই চার বছরের স্নাতক স্তরের কার্যক্রম নিয়ে সদ্য স্নাতক স্তরে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে যথেষ্ট চর্চা এবং আলাপ আলোচনার সূত্রপাত ঘটেছে। এমনকি শিক্ষকদের মধ্যেও চার বছরের স্নাতক স্তরের কার্যক্রম এবং কিভাবে এই চার বছরের পাঠ্যক্রম পরিচারিত হবে তা নিয়েও নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে। চার বছরের স্নাতক স্তরের কার্যক্রমের ধাক্কা সামলে উঠতে না উঠতে নতুন শিক্ষানীতির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আরো এক নতুন নিয়ম প্রণয়ন করা হলো।

জাতীয় শিক্ষানীতি অনুসারে কোন নতুন নিয়ম কার্যকর করা হয়েছে?

নতুন শিক্ষানীতি জারি হওয়ার সাথে সাথেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC -এর তরফে জানানো হয়েছিল যে, আগামী দিনে শিক্ষা সংক্রান্ত বিষয়ের একাধিক নিয়মে পরিবর্তন আনা হবে। নতুন শিক্ষানীতির কারণে প্রথমে স্নাতক স্তরের কার্যক্রমে পরিবর্তন আনা হলেও এবারে পিএইচডি স্তরে শিক্ষার্থীদের জন্য নতুন পদক্ষেপ জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে একই সঙ্গে দুটি বিষয় নিয়ে পিএইচডি সম্পন্ন করা যাবে। এমনকি চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই ছাত্র-ছাত্রীরা একইসঙ্গে দুটি বিষয় পিএসডি সম্পন্ন করার সুযোগ পাবেন, এমনটাই জানা গিয়েছে ইউজিসি -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে। তবে পিএইচডি স্তরে সুযোগ পাওয়ার জন্য যেকোনো ছাত্র বা ছাত্রীকে নতুন শিক্ষানীতির অধীনে চার বছরের স্নাতক স্তরের পড়াশোনা এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পন্ন করতে হবে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সুত্রের তরফে প্রকাশিত রিপোর্টে।

আরও পড়ুন:- দুটি বাল্ব জ্বালিয়েই বিদ্যুৎ বিল পৌঁছালো ১ লাখে।

UGC -এর তরফে প্রকাশিত নিয়মে আরো জানা গিয়েছে যে, বর্তমানে বাণিজ্য এবং কলা বিভাগের যেকোনো দুটি বিষয়ের উপর একইসঙ্গে পিএইচডি সম্পূর্ণ করার সুযোগ দেওয়া হবে ইউজিসি -এর পক্ষ থেকে। UGC -এর নির্দেশিকা অনুসারে আরো জানা গিয়েছে যে, যেসমস্ত চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সমস্ত চাকরির প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে।

অন্যদিকে যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখনো পর্যন্ত ইউজিসি নেট পরীক্ষা দেয়নি তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ উভয়ই গ্রহণ করা হবে। এক্ষেত্রে ৭০ নম্বরে লিখিত পরীক্ষার গ্রহণ করা হবে এবং ৩০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ৭০ নম্বরে লিখিত পরীক্ষার মধ্যে ছাত্র-ছাত্রীদের ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে, তবে পিএইচডি করার সুযোগ পাওয়া সম্ভব। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে পিএইচডি সংক্রান্ত এই সমস্ত নিয়মগুলি মেনে চলতে হবে, এমনটাই জানানো হয়েছে ইউজিসি -এর চেয়ারম্যান জগদিশ কুমার-এর তরফে। এমনকি তিনি এও জানিয়েছেন যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যদি পিএইচডি স্তরে ভর্তির ক্ষেত্রে সঠিক নিয়ম না মানা হয় তবে আগামী দিনে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।

gamezop ad

Related Articles

Back to top button