West Bengal – ১০ জেলায় বন্যা পরিস্থিতিতে বন্ধ স্কুল। একাদশ শ্রেণীর পরীক্ষা ব্যাহত। কি নির্দেশ এলো শিক্ষা দপ্তর থেকে?

Flood in West Bengal

পশ্চিমবঙ্গের ১০ জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। বাড়ি ঘর ডুবে গিয়েছে হাওড়া (West Bengal), হুগলী, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা জলমগ্ন। আস্ত পাকা বাড়ি ধসে গিয়েছে পাশকুড়ায়। এই পরিস্তিতিতে সেই সমস্ত এলাকায় মানুষজন বানভাসি। ঘর বাড়ি হারিয়ে আশ্রয়ের খোজে কখনও রাস্তায় আবার কখনও আশ্রয় কেন্দ্রে দিন যাপন করছেন। আর উঁচু এলাকার স্কুল গুলোতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। আর সেই সমস্ত এলাকায় স্কুল কার্যত অনির্দিষ্টকালের জন্য বন্ধ। শুধু তাই নয়, একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা ও স্কুলের পরীক্ষায় ও ছেদ পড়েছে।

School and Exam stopped due to Flood in West Bengal

মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছেন রাজ্যের স্কুল পড়ুয়ারা। এ বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষার ঘোষণা আগেই করেছে সংসদ। এ বছর থেকে নতুন নিয়মে পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা।

একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

এরই মাঝে সংসদের নতুন ঘোষণা। বদলে যাচ্ছে একাদশ শ্রেণির পরীক্ষার তারিখ। সম্প্রতি একাদশ শ্রেণির সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। তবে এরই মাঝে বাংলার বন্যা পরিস্থিতি (Flood in West Bengal) অশনি মেঘ ডেকে এনেছে। রাজ্যের বহু এলাকা প্লাবিত। বন্যা কবলিত এলাকায় গিয়ে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্লাবিত হয়েছে বিভিন্ন স্কুল ও বিদ্যালয়। এরই মাঝে শোনা যাচ্ছে, বন্যার কারণেই একাদশ শ্রেণির পরীক্ষার (WB Class 11 Semester Exam) তারিখ বদলাতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

প্লাবিত এলাকায় বসবাসকারী অভিভাবক এবং পরীক্ষার্থীদের বক্তব্য, বর্তমানে বন্যা পরিস্থিতির মধ্যে কিভাবে পরীক্ষা দেবেন ছাত্র-ছাত্রীরা? আর তাই West Bengal WBBCHSE শিক্ষা সংসদের তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলেই জানা যাচ্ছে। পিছিয়ে যেতে পারে একাদশ শ্রেণীর পরীক্ষা (WB Class 11 Semester). এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে জানানো হয়েছে পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে একাদশ শ্রেণির পরীক্ষার তারিখ বদলাতে পারে। এদিকে স্কুলের সমস্ত ক্লাসের সাময়িক পরীক্ষার সময় সূচীর ব্যাপারে স্কুলগুলির ওপর পরীক্ষা নেওয়ার দায়িত্ব অর্পণ করছে শিক্ষা সংসদ। পরিস্থিতি বুঝে পরীক্ষা নিতে পারবে স্কুলগুলি। তবে সংসদের তরফে এ কথাও স্পষ্ট করা হয়েছে যে, এখনই এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করবে না শিক্ষা সংসদ।

প্রত্যেক বছর এই সময়টায় পশ্চিমবঙ্গের (Flood in West Bengal) বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। এর মধ্যেই একাদশ শ্রেণির পরীক্ষা সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর তার ফলে জটিলতা আরো বেড়েছে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তন কিংবা দিনক্ষণ বদলের জন্য কোন বিজ্ঞপ্তি দেবে না সংসদ। আর তা নিয়েই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিভিন্ন স্কুলগুলির মধ্যে। ঠিক একইভাবে জটিলতার সম্মুখীন ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা। পরীক্ষার স্থগিত হবে না তারিখ বদলাবে তাই নিয়ে সকলের মনেই রয়েছে প্রশ্ন।

gamezop ad

পুজোর মাসে দেরিতে বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। DA নিয়েও খারাপ খবর, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়খন্ড রাজ্য নিম্নচাপের জেরে অতিবৃষ্টির ফলে মাইথন-পাঞ্চেতের মতো DVC এর অন্তর্গত জলাধারগুলি থেকে ক্রমাগত জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বঙ্গের বিভিন্ন জেলার অন্তর্গত বিশেষ কিছু অংশ। আর সেই জায়গাগুলি থাকা উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের মধ্যে পরীক্ষা দেওয়া নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার পাশাপাশি মালদা ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কাদের স্কুল ছুটি থাকবে?

যদিও সারা রাজ্য ব্যাপী স্কুল ছুটির কোন নির্দেশ নেই। যেসমস্ত এলাকায় বন্যা পরিস্তিতি সৃষ্টি হয়েছে, এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকবে। এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে পরিস্থিতি বুঝে শিক্ষা দপ্তর ও WBCHSE সংসদ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। তবে এই বন্যার কারনে পড়ুয়াদের পড়াশোনার যে ক্ষতি হচ্ছে সে কথা আর বলার অপেক্ষা রাখেনা।

 

Related Articles

Back to top button