RBI Rules: নিয়ম না মানায় জনপ্রিয় 5 টি ব্যাংকের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। গ্রাহকের টাকার কি হবে?

Bank Penalty News

ব্যাংকিং ব্যবস্থা স্বচ্ছ রাখার জন্য এবং RBI Rules ভঙ্গের জন্য এর আগেও দেশের বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI. এবার সেই তালিকায় নাম এল আরো পাঁচটি জনপ্রিয় ব্যাংকের। ব্যাংকিং নিয়মনীতি সঠিকভাবে না মানার জন্য মোটা টাকা জরিমানা চাপানো হয়েছে সেই ব্যাংকগুলোর ওপর। যাতে তাদের সম্পত্তিতে পড়েছে ব্যাপক প্রভাব। এই পরিস্থিতিতে জমা রাখা টাকা পয়সা সুরক্ষিত তো? কোনভাবে মার যাবে না তো সেগুলো? এই নিয়ে উদ্বেগের শেষ নেই গ্ৰাহকদের মধ্যে। এব্যাপারে রিজার্ভ ব্যাংক কি বলেছে, দেখা যাক।

5 popular Bank has been penalized for voiding RBI Rules

১. SG ফিনসার্ভ লিমিটেড:

প্রথমত, SG ফিনসার্ভ লিমিটেড নামক আর্থিক প্রতিষ্ঠানটি RBI-এর নজরে এসেছে। ২০২২-২৩ অর্থবছরে এই প্রতিষ্ঠানটি নিবন্ধন শংসাপত্রের শর্তাবলী পালন করেনি এবং নিয়ম ভেঙে জনগণের কাছ থেকে অবৈধভাবে আমানত ও ঋণ সংগ্রহ করেছে। RBI এর নিয়ম অনুযায়ী, অনুমোদন ব্যতীত সাধারণ জনগণের কাছ থেকে আমানত বা ঋণ নেওয়া একটি গুরুতর অপরাধ। তাই SG ফিনসার্ভ লিমিটেডকে এই অপরাধের জন্য ২৮.৩০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। RBI এর তরফ থেকে জানানো হয়েছে যে এই পদক্ষেপ সাধারণ মানুষের অর্থ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম মানার ব্যাপারে সতর্ক বার্তা দেওয়ার জন্য।

আরও পড়ুন, স্টেট ব্যাংকে একাউন্ট থাকলে আপনার জন্য দারুন খবর। জানতে হলে এখানে দেখুন।

২. অরুণাচল প্রদেশ গ্রামীণ ব্যাংক:

দ্বিতীয়ত, Banking Rules না মানায় অরুণাচল প্রদেশ গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংকটি “Know Your Customer” (KYC) নিয়মের যথাযথ প্রয়োগ করেনি, যা RBI Rules তথা নিয়ম লঙ্ঘন করেছে। KYC বা গ্রাহকের পরিচয় যাচাই করা, সাধারণভাবে ব্যাংকিং সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি প্রতিটি গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে এবং অর্থনৈতিক অপরাধ রোধ করতে ব্যবহৃত হয়। RBI আগেই অরুণাচল প্রদেশ গ্রামীণ ব্যাংককে KYC নিয়ম মেনে চলার জন্য সতর্ক করেছিল, কিন্তু ব্যাংকটি তা অনুসরণ করেনি। এই নিয়ম লঙ্ঘনের জন্য ব্যাংকটিকে ১৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।

৩. তিনটি কো-অপারেটিভ ব্যাংক:

তৃতীয়ত, তিনটি কো-অপারেটিভ ব্যাংককেও নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানার আওতায় আনা হয়েছে। মধ্যপ্রদেশের ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ সেন্ট্রাল ব্যাংক লিমিটেড, মহারাষ্ট্রের দরঙ্গাও আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এবং অন্ধ্রপ্রদেশের শ্রী কালাহস্তি কো-অপারেটিভ টাউন ব্যাংক লিমিটেড এই তালিকায় রয়েছে। এই ব্যাংকগুলোও গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম লঙ্ঘন করেছে, যা গ্রাহকদের স্বার্থের প্রতি অবহেলা প্রদর্শন করে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) এই প্রতিষ্ঠানগুলির উপর বড় অঙ্কের জরিমানা আরোপ করেছে এবং জানিয়েছে যে এটি কোনও চুক্তিভিত্তিক পদক্ষেপ নয় বরং নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা।

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন নিয়ম চালু হলো। এই কাজ না করলে আর টাকা পাবেন না

গ্রাহকের টাকার কি হবে?

Banking Rules বা ব্যাংকিং ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যাংক গুলিকে এই সব শাস্তি দিয়েছে রিজার্ভ ব্যাংক। ভবিষ্যতেও নিয়ম লঙ্ঘন হলে একই রকমভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে এর জন্য গ্রাহকদের কোনরকম ক্ষয়ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছে আরবিআই। ব্যাংক গুলির উপর জরিমানা থাকলে সাময়িক টাকা পয়সা প্রদানে অসুবিধা হতে পারে। কিন্তু এই জন্য কোন গ্রাহকেরই টাকা মার যাওয়ার ভয় নেই।

Related Articles

Back to top button