ভারতের সেরা স্কুলের তালিকা প্রকাশ। পশ্চিমবঙ্গের সেরা স্কুল কোনগুলো?
Top Schools in India For Best Education 2024-25
সন্তানকে সকলেই ভালো স্কুলে ভর্তি করাতে চান। তবে সেরা স্কুল তথা Top Schools in India নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। আর প্রতিবছর এই তালিকা বা সেরা স্কুল বিভিন্ন হতে পারে। তাই এই প্রতিবেদনে ভারতের সেরা স্কুলের তালিকা ও সেই সাথে পশ্চিমবঙ্গে সেরা স্কুল (Top best schools) কি কি রয়েছে, সেই নিয়ে আজকের প্রতিবেদন।
ভারতে সরকারি স্কুলগুলোর (Top Schools in India) মান নিয়ে অনেকেরই সংশয় আছে। সাধারণভাবে মনে করা হয়, সরকারি স্কুল মানেই নিম্নমানের শিক্ষা, অপ্রতুল সুযোগ-সুবিধা, এবং দায়িত্বজ্ঞানহীন প্রশাসন। কিন্তু এই ধারণা যে সম্পূর্ণ ভুল, তার প্রমাণ ভারতে থাকা কিছু শীর্ষ সরকারি স্কুল। ভারতের সেরা স্কুলের তালিকা (Top best Schools List) প্রকাশ। পশ্চিমবঙ্গের সেরা স্কুল কোনগুলো? সেরা স্কুলের নাম? এই স্কুলগুলোর শিক্ষার মান, পরিকাঠামো, এবং সুযোগ-সুবিধা দেশের বেসরকারি স্কুলগুলোর সঙ্গে সমানতালে পাল্লা দিতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে তাদের ছাপিয়েও যায়। শিক্ষক দিবসের প্রেক্ষিতে চলুন দেখে নেওয়া যাক ভারতের শীর্ষ পাঁচটি সরকারি স্কুল।
Top Schools in India
সেরা স্কুলের নামের তালিকা ও বিবরণ
কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya)
তালিকার (Top Schools in India) শীর্ষস্থানে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন দ্বারা পরিচালিত এই স্কুলগুলির তত্ত্বাবধান করে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক। বর্তমানে সারা দেশে ১২৫০টির বেশি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। শুধু ভারতেই নয়, ভারতের বাইরে কাঠমান্ডু, মস্কো, এবং তেহরানেও একটি করে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে। স্কুলে ভর্তি প্রক্রিয়া বেশ কঠিন। প্রবেশিকা পরীক্ষা এবং লটারির মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষার মান এবং অন্যান্য সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী এবং গুণগতমান সম্পন্ন।
রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয় (Rajkiya Pratibha Vikas Vidyalaya)
দ্বিতীয় স্থানে (Top Schools in India) রয়েছে দিল্লি সরকারের অধীনস্থ রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়, যা বর্তমানে “স্কুল অফ স্পেশালাইজড এক্সিলেন্স” নামে পরিচিত। এই স্কুলগুলি দিল্লির শিক্ষা অধিদফতরের অধীনে পরিচালিত হয় এবং ষষ্ঠ এবং একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। স্কুলের (School) শিক্ষার মান এবং শিক্ষার্থীদের সফলতার হার উল্লেখযোগ্যভাবে উচ্চ। ২০২১-২২ সালের নাম পরিবর্তনের পর থেকে এই স্কুলগুলি আরও উন্নত শিক্ষাব্যবস্থা এবং সুবিধা প্রদানে এগিয়ে এসেছে।
জওহর নবোদয় বিদ্যালয় (Jawahar Navodaya Vidyalaya)
তৃতীয় স্থানে সেরা স্কুলের তালিকায় (Top Schools in India) রয়েছে, জহর নবোদয় বিদ্যালয়। এই স্কুলগুলি সম্পূর্ণ আবাসিক এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। ষষ্ঠ, সপ্তম, এবং অষ্টম শ্রেণি বিনামূল্যে পড়ানো হয়, এবং নবম শ্রেণি থেকে মাসিক ৬০০ টাকা ফি নেওয়া হয়। এই স্কুলগুলির পরিচালনা ট্রাস্টির তত্ত্বাবধানে হয় এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর অধীনে শিক্ষাদান করা হয়। এই স্কুলগুলি মূলত গ্রামীণ এলাকায় প্রতিভাবান শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ প্রদানের জন্য প্রতিষ্ঠিত।
ফার্মাসিস্ট কি? ফার্মাসিস্ট এর কাজ কি? ফার্মেসি কোর্স করতে কি কি লাগে? ফার্মেসী কোর্সে ভর্তি, যোগ্যতা ও কাজের সুযোগ কেমন?
স্কুল অফ এক্সিলেন্স, দিল্লি (School of Excellence, Delhi)
চতুর্থ স্থানে রয়েছে দিল্লির স্কুল অফ এক্সিলেন্স। দিল্লির কেজরিওয়াল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ১০০টি নতুন স্কুল স্থাপন করার। বর্তমানে পাঁচটি স্কুল চালু হয়েছে—রোহিণী, খিচদিপুর, কালকাজি, মদনপুর খাদার এবং দ্বারকায়। এই স্কুলগুলিতে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়। ছাত্রছাত্রীদের যোগ্যতার ভিত্তিতে ভর্তি নেওয়া হয়, এবং শিক্ষার মান অত্যন্ত উচ্চমানের।
সৈনিক স্কুল (Sainik School)
তালিকার (Top Schools in India) পঞ্চম স্থানে রয়েছে সৈনিক স্কুল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে পরিচালিত এই স্কুলগুলি মূলত সামরিক প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে। ১৯৬১ সালে প্রতিরক্ষামন্ত্রী কৃষ্ণ মেনন এই স্কুলগুলি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আগে শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারত, তবে ২০২১-২২ সাল থেকে মেয়েদেরও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নেওয়া শুরু হয়েছে। সৈনিক স্কুলের শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা, এবং সামরিক জীবনের উপযোগী শিক্ষা গ্রহণ করে থাকে।
সরকারি ব্যাংকে চাকরির জন্য কি কি যোগ্যতা লাগে? কিভাবে পড়লে সহজে চাকরি পাবেন?
পশ্চিমবঙ্গের কয়েকটি সেরা স্কুল
সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল
রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন নরেন্দ্রপুর
দিল্লি পাবলিক স্কুল নিউটাউন
বিবেকানন্দ মিশন স্কুল, জোকা
স্বামী বিবেকানন্দ শতবর্ষী বিদ্যালয়, কল্যাণী
সাউথ পয়েন্ট হাই স্কুল
নারায়ণ স্কুল, কালিম্পং
বারাসত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল
নারায়ণ স্কুল, দুর্গাপুর
এছাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন শাখা, দিল্লী পাবলিক স্কুল, আর্মি স্কুল, রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় খুবই ভালো পড়াশোনা হয়। এই স্কুলগুলি শুধু ভালো শিক্ষার মান নয়, নানা ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করে। অভিভাবকরা তাই সন্তানদের এই স্কুলগুলিতে ভর্তি করাতে পারলে নিজেদের ভাগ্যবান মনে করেন। সরকারি স্কুল নিয়ে যে ধারণা প্রচলিত রয়েছে, এই পাঁচটি স্কুল তার সম্পূর্ণ বিপরীত। আপনি যদি ভালো স্কুল খুঁজছেন তাহলে এই ৫ টা স্কুলে ভর্তি করতে পারেন আপনার ছেলে মেয়েকে। উপরের কন স্কুল আপনার পছন্দের, মন্তব্য করতে ভুলবেন না।