স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গ্রাহকদের জন্য এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হল।

প্রচুর গ্রাহক নিজেদের সোনা, গয়না সহ অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র রাখার জন্য বাড়ির থেকে ব্যাংক লকারকেই বেশি সুরক্ষিত মনে করেন। তবে ব্যাংক লকারে যেকোনো বস্তু রাখার ক্ষেত্রে গ্রাহকদের লকার চুক্তি মেনে চলতে হয়। আর বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য লকার চুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এসবিআই -এর তরফে। যার ফলে এই নতুন লকার চুক্তি নিয়ে এক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফে জারি করা নতুন নির্দেশিকায় কি জানানো হয়েছে?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফে এক টুইটের মাধ্যমে ব্যাংকের নতুন লকার চুক্তি সম্পর্কে উল্লেখ করে জানানো হয়েছে যে, গ্রাহকদের যে শাখায় লকার রয়েছে তারা যেন সেই শাখায় যোগাযোগ করে নতুন প্রযোজ্য সংশোধিত/পরিপূরক লকার চুক্তি স্বাক্ষর করে আসেন। মূলত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা এই নির্দেশিকার মাধ্যমে আরো জানানো হয়েছে যে, যেসমস্ত গ্রাহক ব্যাংক লকারের সুবিধা নিয়ে থাকেন তাদের অগ্রাধিকার প্রদানের জন্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই নতুন লকার চুক্তি কার্যকর করা হয়েছে। আর এই নতুন লকার চুক্তির সুবিধা গ্রহণের ক্ষেত্রে লকার হোল্ডার গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দিষ্ট শাখায় যোগাযোগ করে এই নতুন সংশোধিত বা সম্পূরক লকার চুক্তি সম্পাদন করতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নির্দেশিকা অনুসারে, যত দ্রুত সম্ভব নতুন লকার চুক্তি সম্পর্কে দেশের সমস্ত ব্যাংক গ্রাহকদের জানাতে হবে এবং ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে নতুন লকার চুক্তি সম্পাদন করতে হবে সমস্ত ব্যাংকগুলিকে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নোটিশে সুপারভাইজারি পোর্টালে কমপ্লায়েন্স স্টেটাস রিপোর্ট করারও নোটিশ দেওয়া হয়েছে।

মূলত লকারের আকারের ওপর নির্ভর করে দেশের বিভিন্ন ব্যাংকগুলির তরফে লকারের ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছোট এবং মাঝারি আকারের লকারের জন্য বার্ষিক ৫০০ টাকা + জিএসটি ভাড়া নেওয়া হয়ে থাকে। অন্যদিকে বড় এবং অতিরিক্ত বড় লকারের জন্য বার্ষিক ১০০০ টাকা + জিএসটি ভাড়া নেওয়া হয়ে থাকে। তবে আপনি মেট্রো শহরে লকার ভাড়া নিচ্ছেন নাকি গ্রামীণ এলাকায় তার ওপর নির্ভর করেও আপনার লকারের বার্ষিক ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনি যদি কোনো মেট্রো শহরে বা শহরে SBI -এর ছোটো লকার ভাড়া নিয়ে থাকেন তবে আপনাকে ২০০০ টাকা + জিএসটি বার্ষিক ভাড়া দিতে হবে। অন্যদিকে আপনি যদি যেকোনো গ্রামীণ কিংবা আধা গ্রাম এলাকায় ছোট লকার ভাড়া নিয়ে থাকেন তবে আপনাকে ১৫০০ টাকা + জিএসটি বার্ষিক ভাড়া দিতে হবে।

আরও পড়ুন:- একই সাথে করা যাবে দুটি বিষয়ে PHD, নতুন শিক্ষানীতির আরো এক নতুন নিয়ম।

যেকোনো গ্রাহক যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে যেকোনো শহর কিংবা মেট্রো শহর এলাকায় মাঝারি আকারের লকার ভাড়া নেন তবে তাকে ৪০০০ টাকা + জিএসটি ভাড়া দিতে হবে। আবার গ্রামীণ অথবা আধা শহর এলাকায় মাঝারি আকারে লকার ভাড়া নিলে ৩০০০ টাকা + জিএসটি ভাড়া দিতে হবে। যেকোনো মেট্রো শহর কিংবা শহর এলাকায় কোনো ব্যক্তি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আওতায় বড় আকারের লকার ভাড়া নিতে চান তবে ৮০০০ টাকা + জিএসটি ভাড়া দিতে হবে। আবার গ্রাম কিংবা আধা শহর এলাকায় বড় আকারের লকার ভাড়া নিলে ৬০০০ টাকা + জিএসটি ভাড়া দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুসারে, যেকোনো মেট্রো শহর কিংবা শহর এলাকায় অতিরিক্ত বড় আকারের লকার ভাড়া নিলে ১২০০০ টাকা + জিএসটি ভাড়া গুনতে হবে। অন্যদিকে যেকোনো আধা শহর কিংবা গ্রামীণ এলাকায় অতিরিক্ত বড় আকারের লকার ভাড়া নিলে ৯০০০ টাকা + জিএসটি ভাড়া গুনতে হবে।

gamezop ad

Related Articles

Back to top button