Ration Card – পুজো উপলক্ষ্যে রেশনে দিচ্ছে নতুন উপহার। চাল গমের সাথে পাবেন বাড়তি সামগ্রী। কতদিন থাকবে এই সুবিধা

Ration Items List

পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) পুজোর মাসে রেশন গ্রাহকদের জন্য এক বিশেষ ঘোষণা করেছে। যেসমস্ত গ্রাহকদের Digital Ration Card রয়েছে, তারা এ বছর অক্টোবর মাসে, চাল এবং গমের পাশাপাশি আরও দু’টি অতিরিক্ত সামগ্রী পাবেন। এই সিদ্ধান্তে রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল বহু পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। পুজোর সময় সাধারণ মানুষের খরচ বেড়ে যায়। তাই এমন উদ্যোগে অনেক পরিবারই কিছুটা স্বস্তি পাবে।

Ration items list in all Ration Card in October 2024

কি কি সামগ্রী থাকছে রেশনে?

রাজ্যের খাদ্য সুরক্ষা দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীদের জন্য এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে। যারা এই কার্ডের আওতায় আছেন তারা কি কি পাবেন জেনে নিন।

তারা অক্টোবর মাসে চাল ও গমের পাশাপাশি আরও দু’টি সামগ্রী – ময়দা এবং চিনি রেশনে পাবেন।
প্রতিটি কার্ডধারী পরিবার ১ কেজি ময়দা এবং ১ কেজি চিনি পাবেন।
বাজারের তুলনায় খুবই সস্তায় এই সামগ্রী পাওয়া যাবে – ১ কেজি ময়দা মাত্র ৩০ টাকায় এবং ১ কেজি চিনি ৩২ টাকায়।

আরও পড়ুন, পুজোয় চালু হলো মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প। এবার সবাই টাকা পাবে। বাংলার বাড়ি প্রকল্পে এইভাবে আবেদন করুন

কাদের জন্য এই সুবিধা?

Free Ration এর এই সুবিধা শুধুমাত্র অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীদের জন্য প্রযোজ্য। এই কার্ডগুলি প্রধানত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য দেওয়া হয়। যেসব পরিবার এই কার্ডের আওতায় আসে, তারা খুবই কম মূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। সাধারণত, রেশন কার্ডধারীরা চাল, গমের মতো মৌলিক সামগ্রী পান, যা তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে সহায়ক হয়। কিন্তু এই বছর, পুজোর মরশুমে অতিরিক্ত এই দু’টি সামগ্রী প্রদান করার ফলে বহু পরিবার আরও বেশি উপকৃত হবে।

কীভাবে পাওয়া যাবে এই সুবিধা?

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই সুবিধা শুধুমাত্র ৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। এই সময়কালে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীরা তাদের নিকটবর্তী রেশন দোকান থেকে এই অতিরিক্ত সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তবে, সময়সীমা পেরিয়ে গেলে আবার পুরনো নিয়মে রেশন দেওয়া হবে। তাই, কার্ডধারীদের এই সময়ের মধ্যে রেশন সামগ্রী সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button