Ration Items List: কালি পুজো উপলক্ষ্যে স্পেসাল রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সাথে পাবেন ১০০০ টাকা।
Special ration for Diwali
বিশেষ শ্রেণীর রেশন কার্ড গ্রাহকদের (Ration card Holder) দীপাবলি তথা কালীপূজা উপলক্ষ্যে বিশেষ রেশন সামগ্রী বা Special Ration Items List দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের (Central Government) বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে রেশনিং ব্যবস্থা হচ্ছে অন্যতম। দেশের মানুষদের মধ্যে এখনো দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা অনেক। তাদের পক্ষে দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য অনেকটাই কঠোর পরিশ্রম করতে হয়, তাই তাদের জন্য ন্যূনতম কম দামে এবং ফ্রি রেশনের ব্যাবস্থা করেছেন কেন্দ্রীয় সরকার। পরিবারের আয়ের ভিত্তিতে রেশনিং কার্ড বিভিন্ন ক্যাটাগরির হয়। ক্যাটাগরি অনুযায়ী রেশনজাত দ্রব্যের পরিমাণও ভিন্ন হয়।
Diwali Special Ration Items List in All Ration Card
তবে Ration Card ব্যবহারকারীদের জন্য দারুন খবর, দীপাবলি উপলক্ষ্যে বাড়তি রেশন দেওয়া হবে যার মাধ্যমে উপকৃত হবে রাজ্যের মানুষ। কারণ, রাজ্য সরকার একটি অভিনব উদ্যোগ নিয়েছেন রাজ্যের মানুষের জন্য। দীপাবলি উপলক্ষ্যে বিশেষ কিছু দ্রব্য দেওয়া হবে রেশনে। সেইসাথে পরিমাণও থাকবে অনেক বেশি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর যুগ্মভাবে এই অভিনব পদক্ষেপ নিয়েছেন।
কোন ক্যাটাগরির রেশন কার্ড ব্যবহারকারীরা কত পরিমাণ রেশন পাবেন? কি কি অতিরিক্ত দ্রব্যাদি পাবেন? সবই রইবে এই প্রতিবেদনে। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
ক্যাটাগরি ভিত্তিক নরমাল সময়ে কত পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন সবাই তার একটা তালিকা আগে দেখে নেওয়া যাক, এরপর দীপাবলি উপলক্ষ্যে বাড়তি রেশন সামগ্রী কি এবং কত পরিমাণ পাবেন সেটা পরে আলোচনা করা হলো:
রেশনে কি কি দেবে?
যদিও প্রত্যেক মাসে প্রায় একই ধরনের রেশন সামগ্রী দেওয়া হয়। তবে বিশেষ বিশেষ সময়ে রেশনে বিশেষ আইটেম বা অতিরিক্ত রেশন দেওয়া হয়। গত মাসে যে সমস্ত রেশন পেয়েছেন, সেই রেশন সামগ্রী গুলো হলোঃ
অন্ত্যোদয় রেশন কার্ড (AAY)
সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন যে সামগ্রী গুলো –
১) পরিবার পিছু ২১ কেজি চাল
২) পুষ্টিযুক্ত আটা ১৩ কেজি ৩০০ গ্রাম
৩) চিনি ১ কেজি
আরও পড়ুন, প্রত্যেক পরিবারকে একটি করে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
অগ্রাধিকার প্রাপ্ত PHH ration card
১) প্রতি কার্ডে ৩ কেজি চাল।
২) প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম।
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কার্ড (SPHH):
১) প্রতি কার্ডে ৩ কেজি চাল।
২) প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম।
RKSY-1 কার্ড:
১) প্রতি কার্ডে ৫ কেজি চাল।
RKSY-2 কার্ড:
১) প্রতি কার্ডে ২ কেজি চাল।
আরও পড়ুন,
দীপাবলি উপলক্ষ্যে বাড়তি রেশন সামগ্রী
AAY এবং SPHH রেশন কার্ডধারীদের জন্য:
১) অতিরিক্ত ১ কেজি ভর্তুকিযুক্ত ময়দা দেওয়া হবে ৩০ টাকা কেজি দরে।
২) অতিরিক্ত ১ কেজি চিনি দেওয়া হবে ৩২ টাকা কেজি দরে।
তবে এই বিশেষ সুবিধা PHH, RKSY-১, এবং RKSY-২ কার্ড ব্যবহারকারীরা পাবেন না।
অতিরিক্ত সামগ্রীর সুবিধা আপনি পেয়ে যাবেন ৬ই অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। তাই যে সমস্ত রেশন গ্রাহকদের AAY এবং SPHH ক্যাটাগরির কার্ড রয়েছে তারাই দীপাবলি উপলক্ষ্যে এই বাড়তি রেশনজাত দ্রব্যের সুবিধা পাবেন।
পুজোর মরসুমে পাবেন ১০০০ ও ১২০০ টাকা
ইতিমধ্যেই রাজ্যের কয়েক কোটি মহিলা লক্ষিরর ভান্ডার ও বিধবা ভাতায় আবেদন করেছেন। তারা পুজোর মাসে ১০০০ টাকা ও তপসিলি SC ST মহিলারা ১২০০ টাকা করে পাবেন। এছাড়া পশ্চিমবঙ্গের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সচিম্বঙ্গেরমাধ্যমে নভেম্বরের প্রথম সপ্তাহেই ১০০০ টাকা করে ভাতা পাবেন।
এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন বাংলা একাডেমীতে।