Aadhaar Card: আধার কার্ডের নতুন নিয়ম। আপনার আধার কার্ড দেখতে বাড়িতে আসবে সরকারি আধিকারিক

Aadhaar Card Home Service

ভারতবর্ষের জনসাধারণের জন্য আধার কার্ড (Aadhaar Card) কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার নয়। সর্বত্র প্রয়োজন হয় আধার কার্ড। পরীক্ষা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সাহায্য আধার কার্ড ছাড়া কোন কিছুই সম্ভব নয়। তবে মাঝেমধ্যেই আধার কার্ড নিয়ে দেশের সরকার নানান ধরনের নিয়ম নীতি চালু করে। এবার জানা যাচ্ছে আপনার আধার কার্ডের জন্য বাড়ি বাড়ি আসবে আধিকারিক। কেন? আগের থেকে নিয়ম না জানলে বিপদে পড়বেন। অবশ্যই জেনে নেওয়া দরকার আধার কার্ডের নতুন নিয়ম।

UIDAI Aadhaar Card Home Service

দেশের সাধারন মানুষের জন্য আধার কার্ড সম্পর্কিত দারুন সুখবর। আপনার বাড়ির কোন সদস্যের নতুন Aadhaar Card এবার সরাসরি আপনার বাড়িতে এসে তৈরি করে দিয়ে যাবে। অর্থাৎ সবথেকে ভালো ব্যাপার হলো আপনি বাড়িতে বসেই তৈরি করে ফেলতে পারবেন নতুন আধার কার্ড। তাই বর্তমানে যাদের আধার কার্ড নেই, তাদের আর ছোটাছুটি করতে হবে না। আধার কার্ড বানানোর জন্য আধার পরিষেবা কেন্দ্র অথবা CSC তে লম্বা লাইনের অপেক্ষার দিন শেসেস

আধার কার্ডের এই নতুন পরিষেবা চালু করেছে সম্প্রতি। উদ্যোগ নিল UIDAI কর্তৃপক্ষ। কিন্তু একটি বিষয়ে মনে রাখবেন এই পরিষেবায় সকলে সুযোগ পাবেন না। প্রধানত পরিষেবা চালু হয়েছে, শারীরিক অক্ষমতা অথবা বয়স্ক ব্যক্তিদের জন্য (Aadhaar Card home service for senior citizens) যারা বাড়ির বেরিয়ে অর্থের বিনিময়ে আধার পরিষেবা কেন্দ্র বা সিএসসিতে গিয়ে আধার কার্ড তৈরি করা সম্ভব হচ্ছে না।

How to get benefits for Aadhaar Card Home Service

আরেকটি বিষয় মনে রাখবেন, আধার কার্ডের এই পরিষেবা কিছুটা খরচ সাপেক্ষ। আপনাকে প্রথমে বিভিন্ন নথি নিয়ে সরাসরি আধার কর্তৃপক্ষকে মেল করতে হবে। এবার আপনার পরিবারের কোনো সদস্যের শারীরিক অক্ষমতা, বয়সজনিত বিষয়ের তথ্যগুলি তুলে ধরতে হবে। তারপর তারা একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে আপনাকে। এরপর, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে নির্দিষ্ট তারিখে আপনার বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দেবে। তবে আপনার কত টাকা খরচ হবে, আপনি
কিভাবে এই পরিষেবা পেতে পারেন, সেই বিষয়ে আরো ডিটেলসে জানুন।

আরও পড়ুন, দিওয়ালির আগে স্টেট ব্যাঙ্কের নতুন সুদের হার প্রকাশ। তালিকা দেখুন।

gamezop ad

কত টাকা খরচ হবে?

আধার কার্ডের হোম সার্ভিস পরিষেবা নিতে হলে আপনাকে খরচ করতে হবে ৭০০ টাকা। তবে যদি দেখা যায়, একই সময়ে এক পরিবারের একাধিক ব্যক্তি এই পরিষেবার সুবিধা পেতে চান আর এই সুবিধা একই ঠিকানায় নিতে চান তবে আপনাকে ৭০০ টাকা দিতে হবে প্রথমজনের ক্ষেত্রে। আর বাকিদের ক্ষেত্রে দিতে হবে ৩৫০ টাকা করে। আর এই করে টাকার অংক কিছুটা কম হবে।

আরও পড়ুন, বিনা সুদে 5 লাখ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরও একটি বিষয় জানুন যে, আপনাকে আগাম দিতে হবে না এই টাকা। যেদিন আধার কর্তৃপক্ষ আধার কার্ড বানাতে আপনার বাড়িতে আসবেন সেদিনই সেই টাকা আপনাকে তাদের হাতে হাতে দিতে হবে। তিনি আপনার থেকে টাকা নিয়ে বিনিময়ে একটা রশিদ দেবেন। আর যদি গ্রাহকের কোনও সমস্যা হয়, তার এই পরিষেবা গ্রহণ করা সম্ভব না হয় তবে নির্ধারিত চার্জ আধার কর্তৃপক্ষকে দিতে বাধ্য থাকবেন তিনি।

আধার কার্ড আসল কিনা কিভাবে বুঝবেন?

আধার কার্ড চালু রয়েছে কিনা? বা আধার কার্ড আসল কিনা জানতে হলে অফিসিয়াল UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ভেরিফাই করতে পারবেন। অথবা আধার কার্ডে যে QR Code দেওয়া আছে, সেখানে স্ক্যান করেও জাচাই করতে পারবেন।

আধার কার্ড চেকিং ও ভুল সংশোধন ফরম ফিলাপ কিভাবে করবেন?

আধার কার্ড এর ভুল সংশোধন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইট থকে অনলাইনে সংশোধন করা যাবে। তবে এখানে নিজের মোবাইল নম্বর, নাম প্রভৃতি পরিবর্তন করা যায়না। তারজন্য নিকটস্থ আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে।

Related Articles

Back to top button