PM Kisan: নারী পুরুষ উভয়কে 6000 টাকা দিচ্ছে মোদী সরকার। এই প্রকল্পে আজই আবেদন করুন

PM Kisan Yojana

কেন্দ্র সরকারের এই প্রকল্পে, নারী পুরুষ উভয়ই বছরে ৬০০০ টাকা পাবেন। এবং সেই পরিমান ৮০০০ টাকাও হতে পারে। PM Kisan Yojana তথা প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় আবেদন করলেই পাবেন এই সুবিধা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নয়নের জন্য আগেই চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme). যার মাধ্যমে প্রতি মাসে ১,০০০ এবং ১,২০০ টাকা করে দেওয়া হয় কয়েক লক্ষ মহিলার ব্যাংক একাউন্টে। তবে এবার কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়ার সাথে সাথে ১,০০০ নয়, ৬,০০০ টাকা করে পাবেন সুবিধাভোগীরা। আর সবচেয়ে বড় কথা, নারী পুরুষ নির্বিশেষে যে কেউ করতে পারে এখানে আবেদন।

Central Government Scheme PM Kisan Yojana

কৃষি ভারতের অর্থনীতির ভীত। আর কৃষকেরাই (Farmers) এই ভিত মজবুত করেন এবং ধরে থাকেন। তাই কৃষকদের স্বার্থে এখনো অনেক ধরনের প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে কিষান সম্মান নিধির (PM Kishan Samman Nidhi) নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে চালু করেন। এই প্রকল্পের আওতায় কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে, যা তিনটি কিস্তিতে প্রদান করা হয়। প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়। কৃষকদের জন্য এই অর্থ তাদের চাষের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্যক্তিগত জীবনযাত্রাকেও উন্নত করে।

আবেদন করার যোগ্যতা

এ প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে।
১. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
২. আবেদনকারী কৃষকের নিজের নামে জমি থাকতে হবে
৩. একই পরিবার থেকে একজন কৃষকই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
৪. যার কর প্রদান করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন, কালীপুজোয় জরুরীভিত্তিতে টাকা দিচ্ছে সরকার। টাকার প্রয়োজন হলেই এইভাবে আবেদন করুন

আবেদন প্রক্রিয়া

১. প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট দেখুন
২. হোমপেজে “New Farmers Registration” লিঙ্কে ক্লিক করুন।
৩. প্রয়োজনীয় বিবরণ লিখুন যেমন আধার নম্বর, নাম এবং মোবাইল নম্বর।
৪. ওটিপির মাধ্যমে আধার ও মোবাইল নম্বর যাচাই করা হবে।
৫. প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদন ফর্ম আসবে, সেটিকে সঠিকভাবে পূরণ করুন।
৬. প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৭. সাবমিট করে দিন। আবেদন প্রক্রিয়া শেষ।

gamezop ad

এই কাজ না করলে টাকা ঢুকবে না অ্যাকাউন্টে

মনে রাখবেন কিষাণ যোজনার কিস্তির টাকা পেতে হলে কিন্তু eKYC সম্পন্ন করা আবশ্যক কৃষকদের। যারা এই কেওয়াইসি জমা করবেন না তাদের টাকাও দেবে না কেন্দ্রীয় সরকার। PM Kisan Portal পোর্টালের মাধ্যমে eKYC প্রক্রিয়া করতে পারা যাচ্ছে। এজন্য লাগবে নিজের আধার লিংকড মোবাইল নম্বর এবং তার ওটিপি। এছাড়া, বায়োমেট্রিক ভিত্তিক eKYC-এর জন্য, নিকটতম CSC কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে৷

কিষাণ যোজনার ১৮ তম কিস্তির টাকা

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৮ তম কিস্তির টাকা যারা এখন পাননি, তাঁদের এই মাসেই টাকা ঢুকে যাবে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। আরো আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button