PMUY Scheme: প্রত্যেক পরিবারকে একটি করে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কারা এই সুবিধা পাবেন?
Pradhan Mantri Ujjwala Yojana
দেশের বিভিন্ন রাজ্যের দরিদ্র পরিবার যারা PMUY Scheme এর সুবিধা পাচ্ছেন, তাঁদের মধ্যে বিশেষ বিশেষ রেশন কার্ড যাদের রয়েছে, বিনামূল্যে দেওয়া হবে রান্নার গ্যাস সিলিন্ডার (Free LPG gas Cylinder). যা উৎসবের সময় তাদের খরচ এবং রান্নার কষ্ট দুই কমাতে সাহায্য করবে। দিওয়ালির আগে দেশবাসীর জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi). এর আগেও দেশের দরিদ্র জনগণের জন্য একাধিক সুবিধা চালু করেছে কেন্দ্র সরকার, তবে এই উদ্যোগের মাধ্যমে দেশের এক বিরাট সংখ্যার জনগণ হতে চলেছেন চরমভাবে উপকৃত।
PMUY Pradhan Mantri Ujjwala Yojana Free Gas Cylinder Scheme
PMUY প্রকল্পের সুবিধা?
২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন, যাতে দরিদ্র পরিবারগুলোর রান্নার জন্য LPG গ্যাসের (Liquefied Petroleum Gas) সুবিধা সহজলভ্য করা যায়। এটি দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফের একবার এই যোজনার মাধ্যমে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যারা এখনো প্রকল্পে আবেদন করেননি বা আবেদন করেছেন, গ্যাস সিলিন্ডার পাননি তাদের সবাইকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র।
কারা আবেদন করতে পারবেন?
১. আবেদনকারীকে উত্তর প্রদেশের বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারী কে অবশ্যই একজন মহিলা হতে হবে।
৩. শুধুমাত্র বিপিএল বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যাক্তিরাই এখানে আবেদন করতে পারবেন।
৪. যারা ইতিমধ্যে উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছেন কিন্তু এখনো বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাননি, তারাই কেবল আবেদন করতে পারবেন।
আরও পড়ুন, রান্নার LPG গ্যাসের দাম বাড়ছে, মহা চিন্তায় পশ্চিমবঙ্গের মানুষ।
আবেদন প্রক্রিয়া
যারা PMUY প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অফলাইনে সেই প্রক্রিয়া সারতে হবে। এজন্য প্রথমে সংশ্লিষ্ট গ্রাম বা জেলা বিভাগের দপ্তরে গিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
Free LPG gas cylinder প্রকল্পে আবেদন প্রক্রিয়ায় যে সমস্ত নথি প্রয়োজন হবে সেগুলি হল,
১. আধার কার্ড (Aadhaar Card),
২. বিপিএল রেশন কার্ড (BPL Ration Card),
৩. আধার লিঙ্ক করা মোবাইল নম্বর, এবং
৪. ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস।
আরও পড়ুন, টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এইভাবে আবেদন করুন। এই ফর্মটি জমা করলেই পাবেন
জেলায় জনসচেতনতা শিবিরের আয়োজন
উত্তর প্রদেশ সরকারের এই সুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলায় জেলায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। এসব শিবিরে সুবিধাভোগীদের সরাসরি আবেদন করতে এবং কাগজপত্র প্রমাণীকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করা হবে। জেলা সরবরাহ আধিকারিক শশীকান্ত বাবু জানিয়েছেন, “আমরা চাই সকল যোগ্য পরিবার এই সুবিধা থেকে সম্পূর্ণরূপে উপকৃত হন। তাই, আমাদের পক্ষ থেকে দ্রুত প্রমাণীকরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সহায়তা করা হচ্ছে।”