Dearness Allowance: অবশেষে আরও 5% DA ঘোষণা রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের। কবে থেকে চালু? কাদের জন্য এই বিজ্ঞপ্তি?

DA Hike

দীর্ঘ দাবীর পর কার্যত নতি স্বীকার রাজ্য সরকারের। ফের বাড়ল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা Dearness Allowance. উৎসবের মধ্যেই এলো বড় সুখবর। রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে এবারে আর ৩ শতাংশ নয়, বরং ৫ শতাংশ বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা। সেই সঙ্গে বাড়বে ডিআর বা মহার্ঘ ত্রাণের পরিমাণও। যার ফলে এক ধাক্কায় অনেকটা বেতন বৃদ্ধি (Salary Hike) ঘটতে চলেছে রাজ্যের কর্মচারী ও পেনশন ভোগীদের। উৎসবের আমেজে এমন ঘোষণা স্বাভাবিকভাবেই খুশি ডবল করেছে তাদের।

Dearness Allowance hike for Government Employees

কাদের ডিএ বাড়ছে?

ত্রিপুরা রাজ্যের অর্থ দফতর সূত্রে জানা যাচ্ছে, ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এই বাড়তি মহার্ঘ ভাতা ও ত্রাণ কার্যকর হবে। ত্রিপুরার খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, এবারে রাজ্যের প্রায় ১.৮৮ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীরা এই বাড়তি ডিএ থেকে উপকৃত হবেন। মন্ত্রী পরিষদের এই সিদ্ধান্ত অনুসারে, সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে ৫ শতাংশ ডিএ বৃদ্ধির জন্য বছরে প্রায় ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। যদিও এবারের বন্যা পরিস্থিতি এবং পুনরুদ্ধার কাজে সরকারের বড়সড় আর্থিক খরচ হয়েছে, তবুও কর্মচারীদের সুবিধার জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ও রাজ্যের ডিএ ব্যবধান কমছে

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন, সেখানে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা কম পেতেন। সেই ব্যবধান কিছুটা হলেও কমাতে ত্রিপুরা সরকার ৫ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মীদের মধ্যে ডিএ ব্যবধান কিছুটা কমবে, যা দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল রাজ্যের সরকারি চাকরিজীবীদের। রাজ্যের কর্মীদের মতে, এই বৃদ্ধির (DA Hike) ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচ কিছুটা হলেও সহজ হবে।

আরও পড়ুন, দারুন খবর! পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ঘোষণা করল রাজ্য সরকার।

আর্থিক চ্যালেঞ্জের মাঝেই বড় সিদ্ধান্ত

ত্রিপুরা সরকারের এই পদক্ষেপটি একদিকে যেমন কর্মচারীদের আনন্দ দিয়েছে, অন্যদিকে এটি সরকারের জন্য আর্থিক দায়িত্বও। ত্রিপুরার অর্থ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বন্যা পরবর্তী পুনরুদ্ধার কাজ এবং কঠোর আর্থিক পরিস্থিতির মধ্যে থেকেও সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বক্তব্য, কর্মচারীদের প্রতি দায়িত্বশীল থাকতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন, পুরনো আধার কার্ডের বদলে, চালু হচ্ছে নতুন নীল আধার কার্ড। এই কার্ড করলে প্রচুর সুবিধা

উপকৃত হবেন প্রায় ২ লক্ষ কর্মী ও পেনশনভোগী

ত্রিপুরা রাজ্যের ১.৬ লক্ষ সরকারি কর্মী এবং প্রায় ৮২ হাজার পেনশনভোগী এই নতুন ডিএ থেকে উপকৃত হবেন বলে জানিয়েছেন মন্ত্রী। সরকারের এই ঘোষণা রাজ্যের কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে একটি নতুন আশার আলো জ্বালিয়েছে। উৎসবের এই সময়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায়, পরিবার পরিজনের সঙ্গেও তারা আনন্দের সঙ্গে উৎসব পালন করতে পারবেন।

সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া:

ত্রিপুরা সরকারের এই মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, উৎসবের এই সময়ে এটি তাদের জন্য একটি বড় আর্থিক সুরাহা। রাজ্য সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মীদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং তারা সরকারের প্রতি কৃতজ্ঞ। দীপাবলি এবং ভাইফোঁটার এই আনন্দঘন সময়ে এই ঘোষণা তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Back to top button