Bangla Academy Scholarship: দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের 30000 টাকা স্কলারশিপ দিচ্ছে বাংলা একাডেমি। কিভাবে আবেদন করবেন?
Overseas Scholarship
শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও প্রান্তিক নাগরিকদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে Bangla Academy Scholarship চালু হলো। এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? কারা আবেদন করতে পারবেন? বাংলা একাডেমি স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র সম্মন্ধে বিস্তারিত জেনে নিন।
Bangla Academy Scholarship 2024
বাংলা একাডেমী বৃত্তির বিবরণ:
বাংলা একাডেমি, বাংলাদেশের অন্যতম প্রখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সম্প্রতি বাংলা ভাষায় গবেষণা-প্রবন্ধ রচনা এবং গবেষণার কাজের জন্য বৃত্তি প্রদান করবে। মাসিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা হারে বৃত্তি দেওয়া হবে। বাংলা একাডেমির এই বৃত্তি প্রকল্পটি বাংলা ভাষায় গবেষণা এবং লেখালেখির চর্চা বৃদ্ধি করার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
বলা হয়েছে, এই বৃত্তি প্রকল্পে মোট ৫০ জন প্রাবন্ধিক এবং ১০ জন গবেষককে নির্বাচিত করা হবে। গবেষণা-প্রবন্ধ রচনার জন্য নির্বাচিত প্রাবন্ধিকদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মাসিক বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত প্রাবন্ধিকদের জন্য একটি প্রবন্ধ-তত্ত্বাবধায়ক এবং একটি সম্পাদক (কপি এডিটর) নিযুক্ত করা হবে, যারা তাদের প্রবন্ধ রচনায় সহায়তা করবেন। এই প্রবন্ধটি সংশ্লিষ্ট প্রাবন্ধিককে ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন, আবেদন করুন আব্দুল কালাম স্কলার শিপে। বছরে ২০০০০ টাকা পাবেন।
অন্যদিকে, গবেষণার জন্য নির্বাচিত ১০ জন গবেষককে মাসিক ৩০ হাজার টাকা হারে বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত গবেষকদের জন্য একটি গবেষণা-তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হবে, যারা গবেষণা প্রক্রিয়ার তত্ত্বাবধানে সহায়তা করবেন। গবেষকদের অবশ্যই এক বছরের মধ্যে একটি গবেষণা-প্রবন্ধ প্রকাশ করতে হবে।
আবেদন শর্তাবলি
১. আবেদনকারী প্রার্থীদের বয়স, লিঙ্গ বা গবেষণার বিষয় নিয়ে কোনো নির্দিষ্ট শর্ত নেই,
২. তবে অবশ্যই বাংলা ভাষায় প্রবন্ধ লেখা বা গবেষণা করতে হবে।
৩. সকল ধরনের সম্মানি থেকে আয়কর কাটা হবে সরকারি নিয়ম অনুযায়ী।
৪. যেকোনো দেশের বাঙালীরা এই স্কলার শিপে আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?
আবেদনকারী প্রার্থীরা সরাসরি বাংলা একাডেমির গবেষণা উপবিভাগে আবেদনপত্র জমা দিতে পারবেন, অথবা ই-মেইল বা কুরিয়ার মারফত আবেদন পাঠানো যেতে পারে। গবেষণা-প্রবন্ধের জন্য প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে একটি সারসংক্ষেপ এবং প্রবন্ধ রচনার পদ্ধতির বিস্তারিত বিবরণ জমা দিতে হবে। এছাড়া, গবেষণা-বৃত্তির জন্য নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন, ওয়েসিস স্কলার শিপ এর টাকা কবে ঢুকবে? এইভাবে স্ট্যাটাস চেক করুন
আবেদনের সময়সীমা
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের শেষ তারিখ হিসেবে ১৫ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত আবেদন জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
বাংলা একাডেমীর উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা ১০০০ বরাবর জমা দিতে হবে অথবা ই-মেইলে [email protected] ঠিকানায় পাঠানো যাবে।
এছাড়া ছাত্র ছাত্রীদের আরও প্রয়োজনীয় তথ্য পেতে বাংলা একাডেমী পোর্টাল ফলো করুন।