SVMCM: লক্ষ্মীপুজোর পরই অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। কিভাবে আবেদন করবেন, জেনে নিন
Swami Vivekananda Scholarship 2024-25
পশ্চিমবঙ্গের শিক্ষার মান আরো উন্নত করতে এবং পড়ুয়াদের আর্থিক সাহায্য করতে চালু হয়েছে SVMCM তথা Swami Vivekananda Scholarship. এই স্কীমের মাধ্যমে রাজ্যের পড়ুয়ারা আবেদন করলেই একাউন্টে টাকা পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাবরই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার এক নতুন পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার ১২ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত অর্থসাহায্য দেবে। লক্ষ্মী পুজোর পরেই এই স্কিমের জন্য আবেদন শুরু হবে। আর তারপর কিছুদিনের মধ্যেই ঢুকবে অ্যাকাউন্টে টাকা। যারা আবেদন করতে ইচ্ছুক আর দেরি না করে এসম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।
SVMCM Swami Vivekananda Scholarship fresh and renewal
কাদের জন্য এই অর্থসাহায্য?
রাজ্য সরকারের এই উদ্যোগে মূলত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য প্রদান করা হবে। শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের একাধিক সহায়ক প্রকল্প রয়েছে যার মধ্যে অন্যতম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটি ইতিমধ্যেই শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় একটি স্কলারশিপ। প্রতি বছর লক্ষাধিক ছাত্রছাত্রী এই স্কলারশিপের মাধ্যমে উপকৃত হয়। এবারও এই স্কলারশিপের পোর্টাল রিওপেন করার প্রস্তুতি চলছে, যাতে পুজোর পর থেকেই শিক্ষার্থীরা সেখানে আবেদন করতে পারে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শর্তাবলী
এই স্কলারশিপ পাওয়ার জন্য,
১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
২. মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৩. শিক্ষার্থীর পরিবারে বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
৪. এই স্কলারশিপের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরাই নয়, উচ্চ মাধ্যমিক, স্নাতক, ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে।
How to apply Swami Vivekananda Scholarship?
কিভাবে আবেদন করবেন?
যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তারা কিছুদিনের মধ্যেই টাকার সুবিধা পেয়ে যাবেন। তবে যারা এখনও আবেদন করেননি, তাদের জন্য সুখবর রয়েছে। একটি নতুন পোর্টাল তৈরির কাজ চলছে, যেখানে লক্ষ্মী পুজোর পর থেকে আবেদন করার সুযোগ মিলবে। ছাত্রছাত্রীরা সেই পোর্টালের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে অবশ্যই কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে, যেমন আধার কার্ড, মোবাইল নম্বর, এবং একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট।
এই Swami Vivekananda Scholarship প্রকল্পের সম্পর্কে আরও বিশদ জানতে এবং আবেদন করতে, এই লিঙ্ক ভিজিট করতে পারেন। এছাড়া শিক্ষা ও চাকরি ও প্রকল্প সংক্রান্ত আরো খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।