UPI Payment Charge – এবার থেকে Phonepe Google Pay Paytm ব্যাবহারে চার্জ লাগবে। 75% গ্রাহক কমে যাওয়ার আশংকা

UPI: Unified Payments Interface

UPI বা Unified Payments Interface সারা দেশের লেনদেন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। এবার তাতেই চার্জ বা UPI Payment Charge বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই খবরে অনেকেরই মাথায় হাত। কারন এখন অনেকে ১০ টাকার একটি জিনিস কিনতে গেলেও খুচরোর দিকে না তাকিয়ে, ফোন থেকে স্ক্যান করে দিলেই পেমেন্ট হয়ে যায়। আর এবার যদি তাতেও টাকা দিতে হয়। তবে বেশিরভাগ মানুষই এর ব্যাবহার বন্ধ করবে, বলছে ফিনান্সিয়াল রিপোর্ট।

UPI Payment Charges new rules

ইউপিআই আর্থিক লেনদেনের একটি গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক মাধ্যম। লোকাল সার্কলস এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, যদি ইউপিআই লেনদেনের ওপর অতিরিক্ত চার্জ বা UPI Payment Charge বসানো হয়, তাহলে ৭৫ শতাংশ ব্যবহারকারী এই পরিষেবা ছেড়ে দিতে পারেন। যারা এতদিন ইউপিআই এর মাধ্যমে দ্রুত ও সহজে লেনদেন করেছেন, তাঁদের জন্য এটা একটা বড় ধাক্কা। বিশেষ করে যারা ছোট ছোট লেনদেন করেন, তাঁদের পকেটে এবার চাপ বাড়বে।

গত কয়েক বছরে ইউপিআই সারা দেশে ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠেছে। আর UPI Apps গুলোর মধ্যে PhonePe, Google Pay, Paytm, Axis Pay, BHIM প্রভৃতি জনপ্রিয়। আর এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ছাড়াই, শুধু মোবাইল নম্বর বা নাম ব্যবহার করে ফোনের মাধ্যমে লেনদেন করা যায়। এতে যেমন সময় বাঁচে, তেমনই লেনদেনের খরচও কম।

ক্রেডিট, ডেবিট কার্ড (Credit Card Debit Card) বা নেট ব্যাঙ্কিংয়ের তুলনায় UPI Payment অনেক বেশি সহজ এবং সুলভ। NPCI এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে ইউপিআই এর মাধ্যমে লেনদেনের সংখ্যা ৫৭ শতাংশ বেড়েছে এবং টাকার অঙ্কে প্রায় ১৩৯.১ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে।

আরও পড়ুন, পুজোর সময় টাকা দিচ্ছে সরকার। আধার কার্ড চালু থাকলেই পাবেন।

কিন্তু এত সুবিধার পরেও, সরকারের নতুন সিদ্ধান্ত ইউপিআই ব্যবহারকারীদের (UPI Users) জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ৩০৮টি জেলায় ৪২,০০০ জনের ওপর করা সমীক্ষায় জানা গেছে, বেশিরভাগ মানুষ ইউপিআই এর মাধ্যমে মাসিক খরচের অর্ধেকেরও বেশি লেনদেন করেন। কিন্তু যদি UPI Payment Charge বসানো হয়, তাহলে অনেকেই এই মাধ্যমটি ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। ৭৫ শতাংশ মানুষ সরাসরি বলেছেন, চার্জ চাপালে তারা ইউপিআই ব্যবহার বন্ধ করবেন।

সুতরাং অর্থ মন্ত্রক এবংভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এর উচিত এখন সাবধানে পদক্ষেপ নেওয়া। ইউপিআই লেনদেনের ওপর চার্জ বসাতে গেলে তার আগে অবশ্যই ব্যবহারকারীদের সুবিধা অসুবিধা বিচার করতে হবে। আর হটাত করে গ্রাহক সংখ্যাও কমে গেলে সমস্যায় পড়বে ব্যাঙ্কিং ও লেনদেন সংস্থাগুলো। এদিকে বাজারে খুচরো পয়সার সমস্যা ও প্রকট হবে। এই ব্যাপারে আপনার মতামত কি? UPI Payment Charge কি বসানো উচিত? নিচে কমেন্ট করে জানাতে পারেন। অর্থনৈতিক আরো খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button