Bangla Shashya Bima – বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের টাকা দেবে রাজ্য সরকার। বাংলা শস্য বীমা টাকা কবে দেবে জেনে নিন

Bangla Shashya Bima Payment

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। বাংলা শস্য বীমার টাকা তথা Bangla Shashya Bima Payment এবার কৃষকদের (Farmers) ব্যাংক একাউন্টে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি এবং বন্যার কারণে রাজ্যের ১২টি জেলার ধানিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল নষ্ট হয়ে গেছে। যা হতাশ করে তুলেছে চাষীদের। এমতাবস্থায় শস্যবিমার টাকা দিয়ে সেই ক্ষতি পূরণ করার ঘোষণা করেছে রাজ্য সরকার। কারা এই টাকা পাবেন, কবে থেকে টাকা একাউন্টে ঢুকবে, বিস্তারিত জেনে নিন।

West Bengal Bangla Shashya Bima Payment date

রাজ্য সরকারের হাতে যে রিপোর্ট এসেছে তাতে দেখা গেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, হাওড়া, বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ অন্যান্য কিছু জেলায় ধান জমি বন্যার জলে তলিয়ে গিয়েছে। এর ফলে প্রায় দু’লক্ষ হেক্টর জমিতে ধানচাষের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পুরো চিত্র পরিষ্কার হতে আরও কয়েকদিন সময় লাগবে। জল পুরোপুরি না সরা পর্যন্ত সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বন্যাকবলিত অঞ্চলের (Flood Affected) ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা নিশ্চিতভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলা শস্য বীমার টাকা পাবেন।

আরও পড়ুন, পুজোয় টাকা দিচ্ছে সরকার, অগ্রীম পেতে এখানে আবেদন করুন।

ইতোমধ্যে কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কৃষকদের নাম নথিভুক্ত করতে এবং শস্য বিমার টাকা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া, প্রয়োজনে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশেষ ক্যাম্প করার কথাও বলা হয়েছে।

gamezop ad

বাংলা শস্য বীমা টাকা কবে দেবে

পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বিমা প্রকল্প (Bangla Shashya Bima) কৃষকদের ক্ষতির পরিমাণ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছিল। খরা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে, ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রকল্প কার্যকর হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এই প্রকল্পের অধীনে খুব শীঘ্রই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পাঠানো হবে।

রাজ্য সরকার শুধু ধানচাষেই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের পাশেও দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। রাজ্য কৃষকদের ক্ষতির পরিমাণ কমাতে এবং ফসল পুনরুদ্ধারের জন্য বিকল্প চাষের পদক্ষেপও গ্রহণ করছে। রবি মরশুমে সর্ষে এবং ডাল বীজ বিতরণের কাজও শুরু হবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। বাংলা শস্য বীমার টাকা কবে দেবে জানতে হলে Shasya Bima application ID দিয়ে লগিন করে দেখে নিতে পারবেন।

এদিকে কৃষকদের টাকা দেওয়া শুরু করলো কেন্দ্র সরকার। কারা টাকা পাবেন, দেখতে হলে এখানে ক্লিক করুন।
আবাশ যোজনায় যারা আবেদন করেছেন, তাদের একাউন্টে ও টাকা ঢুকছে। কারা টাকা পেলেন ও যারা নতুন আবেদন করবেন তারা এখানে ক্লিক করুন।
নিয়মিত সরকারি প্রকল্পের খবর পেতে এখানে ক্লিক করুন।

Related Articles

Back to top button