আধার কার্ড আসল কিনা কিভাবে বুঝবেন? আধার কার্ড চেকিং ও ভুল সংশোধন ফরম ফিলাপ কিভাবে করবেন?

Aadhaar Card Status Check

বাংলা অ্যাকাডেমি ডেস্ক : ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম পরিচয় পত্র হলো আধার কার্ড (Aadhaar Card). ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI (Unique Identification Authority of India) দেশের মানুষদের জন্য আধার কার্ড (Aadhaar Card) জারি করে। বারো সংখ্যার ইউনিক নম্বর থাকে আধার কার্ডে। ঠিকানো হোক কিংবা জন্মের প্রমাণপত্র সব ক্ষেত্রে আধার কার্ড অনিবার্য।

আধার কার্ড (Aadhaar Card) আসল-নকল

প্যান বিবরণ আপডেট থেকে জিএসটি রিটার্ন দাখিল সবেতেই প্রয়োজন আধার কার্ড। তবে আধার কার্ডের জালিয়াতির সংখ্যা কম নয়। তাই নিজের কাছে থাকা আধার কার্ড (Aadhaar Card) আসল নাকি ভুয়ো, তার পরীক্ষা করে নিন অনায়াসে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI এর পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের সবসময় সচেতন থাকার পাশাপাশি নিয়মিত আধার কার্ডের বৈধতা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আধার কার্ড (Aadhaar Card) চেনার বেশ কিছু নিয়ম 

প্রথম ধাপে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar -এ গিয়ে আধার এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপর 12 সংখ্যার আধার নম্বর লিখে, ক্যাপচা কোড দিয়ে পূরণ করে “‘লগ ইন উইথ ওটিপি” অপশনে ক্লিক করুন। সমস্ত তথ্য জমা দেওয়ার পর আপনার আধার নম্বরের বৈধতা যাচাই করবে সিস্টেম। এরপর সামনে আসবে ভেরিফিকেশন স্ট্যাটাস। এখান থেকেই নিজের আধার নম্বর আসল নাকি নকল তা বুঝে নিতে পারবেন।

এবার থেকে কেনা যাবে না একের বেশি সিম। নতুন নিয়ম আনলো কেন্দ্র।

শুধুমাত্র অনলাইন নয়, অফলাইনের মাধ্যমে আধার কার্ড বৈধ নাকি অবৈধতা যাচাই করা যায়। প্রত্যেকটা আধার কার্ডে (Aadhaar Card) কিউআর কোড থাকে। সেই কিউআর কোডের মধ্যে থাকে আধার কার্ড হোল্ডারের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, ফটোগ্রাফ সহ বিভিন্ন বিবরণ। কিউ আর কোডের যাবতীয় তথ্য সম্পূর্ণ নিরাপদ, টেম্পার প্রুফ। তাই জালিয়াতি করার উপায় নেই।

তাছাড়াও থাকে UIDAI এর (Unique Identification Authority of India) ডিজিটাল সই। ফটোগ্রাফ বদলালে বিবরণ পরিবর্তন করা যায় না। এছাড়াও প্লে স্টোরে গেলেই ‘আধার কিউআর স্ক্যানার’ অ্যাপ পাওয়া যায়। ওই অ্যাপ ইন্সটল করে আধার কার্ডের নম্বর এবং বিবরণ দিলেই কিউআর কোডে থাকা সমস্ত তথ্য সামনে আসবে। এভাবেও আধার কার্ড আসল নাকি নকল, তা জানা যায়।

gamezop ad

Related Articles

Back to top button