Teachers Day Speech: শিক্ষক দিবসের বক্তৃতা। শিক্ষক দিবসে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা কি বলবেন? সহজে মনে থাকবে?
Teachers Day Speech in Bengali
শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীরা কি বলবেন বা শিক্ষক দিবসের বক্তৃতা বা শিক্ষক দিবসের ভাষণ তথা Teachers Day Speech নিয়ে এই প্রতিবেদন। সহজে মনে রাখার মতো ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য শিক্ষক দিবস উপলখ্যে বক্তৃতা দেওয়া হলো। এবং শিক্ষকদের মোবাইলে পাঠানোর মতো বাংলায় শিক্ষক দিবসের মেসেজ ও কপি করে পাঠাতে পারবেন।
আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস (Teachers’ Day). এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকল ছাত্র-ছাত্রীসহ শিক্ষক শিক্ষিকারা। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিবস শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সারা দেশ জুড়ে। আজকের প্রতিবেদনে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য রইল এমন কিছু বক্তব্য যেই বক্তব্যগুলি তারা শিক্ষক দিবস (Teachers’ Day) উপলক্ষে সকলের সামনে রাখতে পারেন।
Teachers Day Speech for teachers and students
শিক্ষক দিবসের ভাষণ
ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষক দিবসের বক্তৃতা
আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস (Teachers’ Day). ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমাদের সকলের প্রিয় শিক্ষক-শিক্ষিকা সহ বন্ধু-বান্ধব এবং দাদা দিদিদের জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। মা-বাবার ঋণ যেমন শোধ করা যায় না, তেমনি শিক্ষক-শিক্ষিকাদের ঋণ শোধ করার চেষ্টা বৃথা।
৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাননের (Dr Sarvepalli Radhakrishnan) জন্ম দিবস কে কেন্দ্র করে যে শিক্ষক দিবসের (Teachers’ Day) আয়োজন করা হয় তার অনুমতি দিয়েছিলেন তিনি নিজেই। তিনি ছিলেন প্রকৃত শিক্ষক। এছাড়াও তিনি ছিলেন একজন দার্শনিক, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
একজন ছাত্র বা ছাত্রীর (Students) জীবনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। একজন মা সন্তানকে জন্ম দেন মানুষ করে তোলেন কিন্তু তাকে শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার একমাত্র কারিগর হলেন শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব তাই আমাদের সমাজের আগেও ছিল এখনো আছে এবং সারা জীবন থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
প্রতিমাসে একাউন্টে টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের সুখবর।
শিক্ষক শিক্ষিকাদের জন্য শিক্ষক দিবস উপলখ্যে বক্তৃতা
শুভ সকাল, প্রধান শিক্ষক মহাশয়, আমাদের প্রধান অতিথি মহাশয় সহ আমার সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্র-ছাত্রীদের শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ছাত্র ও শিক্ষক উভয়ের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ এই দিন। রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষক ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন আজ।
আজকের দিনেই তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ১৮৮৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। ১৯৬২ সালে রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর শিক্ষার্থীরা ও বন্ধুরা ৫ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করার ইচ্ছে প্রকাশ করলে তিনি তাতে বাধা দেন। পরিবর্তে ওই দিনটি যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তেমনটাই পেয়েছিলেন তিনি। সেই হিসেবে ১৯৬২ সালের পর থেকে ৫ই সেপ্টেম্বর দিনটি সারা দেশ জুড়ে শিক্ষক দিবসহিসেবে পালন করা হয়।
এই বক্তৃতা ও মেসেজ গুলো ভালো লাগলে সকলকে শেয়ার করার অনুরোধ রইলো।