LIC Policy গ্রাহকদের বিরাট সুখবর। আজ থেকে এই নতুন নিয়মে দ্বিগুণ টাকা একাউন্টে ঢুকবে

LIC Policy Surrender

জীবনের সুরক্ষা এবং তার সাথে সঞ্চয়ের জন্য সকলে LIC Policy করে থাকেন। জীবন বীমা বা Life Insurance এর অনেক কোম্পানীর মধ্যে ভারতীয় জীবন বীমা নিগম বা Life Insurance Corporation of India সবচেয়ে জনপ্রিয়। এছাড়া SBI Life insurance, Max Life Insurance, Bharati AXA, ICICI, HDFC সহ বিভিন্ন ব্যাংকের ও জীবন বীমা পলিসি রয়েছে। আর সমস্ত জীবন বীমা কোম্পানীর জন্য নতুন নিয়ম চালু হলো। যার ফলে গ্রাহকদের ডবল মুনাফা হতে চলেছে। কি সেই পরিবর্তন, এবং গ্রাহকের কতটা লাভ হবে, জেনে নিন।

LIC Policy Surrender Value

এবছর ১ অক্টোবর থেকে জীবন বিমার নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে LIC Policy Surrender বা পলিসির প্রিমিয়াম আর না দিয়ে পলিসি বন্ধ করতে চাইলে গ্রাহকরা অনেক বেশি পরিমাণ রিফান্ড পাবেন। ভারতীয় বিমা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI) এই নতুন নিয়ম চালু করেছে, যা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এর আগে জীবন বিমার পলিসি প্রথম বছরের মধ্যেই সারেন্ডার বা এলআইসি পলিসি সমর্পণ করলে কোনও রিফান্ড পাওয়া যেত না, কিন্তু এখন তাও পাওয়া যাবে। IRDAI-এর নতুন সার্কুলার অনুযায়ী, সমস্ত বিমা সংস্থাকে গ্রাহকদের স্পেশাল সারেন্ডার ভ্যালু অনুযায়ী অর্থ ফেরত দিতে হবে।

LIC Policy Surrender Value Calculation

প্রথম বছরের সারেন্ডারেও মিলবে রিফান্ড

আগের নিয়ম অনুযায়ী, যেকোন কোম্পানীর জীবন বীমা পলিসি প্রথম বছরের মধ্যেই বন্ধ করলে গ্রাহকরা কোনও অর্থ ফেরত পেতেন না। কিন্তু এখন থেকে, প্রথম বছরেই যদি পলিসি সারেন্ডার করা হয়, তাহলেও বিমা সংস্থার পক্ষ থেকে কিছু রিফান্ড পাবেন গ্রাহক। এই সুবিধা বিশেষভাবে এনডাওমেন্ট পলিসিগুলির জন্য প্রযোজ্য হবে। বিমা সংস্থাগুলিকে তাদের স্পেশাল সারেন্ডার ভ্যালু (Special Surrender Value) বাড়াতে হবে, যাতে গ্রাহকরা বেশি অর্থ ফেরত পান।

একটি উদাহরণ দেওয়া যেতে পারে, আগে পলিসি চালুর ৩ বছরের আগে সারেন্ডার করলে এক টাকাও ফেরত পাওয়া জেত না। আর ৬-৭ বছরের মধ্যে সারেন্ডার করলে শুধুমাত্র জমা করা প্রিমিয়ামের ৫০ শতাংশ ফেরত পাওয়া যেত। ধরুন, কেউ ২ লক্ষ টাকার প্রিমিয়াম জমা করেছেন, ৪ বছরের মধ্যে পলিসি সারেন্ডার করলে তিনি ১.২ লক্ষ টাকা ফেরত পেতেন। কিন্তু নতুন নিয়ম অনুসারে এখন একই পরিস্থিতিতে ১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যাবে।

আরও পড়ুন,

gamezop ad

যেকোন ব্যাংক একাউন্ট থাকলেই, এই মাসে টাকা পাবেন। সরকারের নতুন ঘোষণা।

স্পেশাল সারেন্ডার ভ্যালু বাড়ানো হয়েছে

নতুন নিয়মে স্পেশাল সারেন্ডার ভ্যালু নিয়মিতভাবে রিভিউ করা হবে এবং গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা দেওয়া হবে। IRDAI-এর নির্দেশ অনুযায়ী, বিমা সংস্থাগুলিকে প্রথম বছরেই গ্রাহকদের সারেন্ডার ভ্যালু সম্পর্কে জানাতে হবে। যেমন, কোনও গ্রাহক যদি ৫০,০০০ টাকার প্রিমিয়াম দিয়ে ১০ বছরের একটি পলিসি কেনেন এবং তা প্রথম বছরেই বন্ধ করতে চান, তাহলে এখন থেকে ৩১,২৯৫ টাকা পর্যন্ত রিফান্ড পাওয়া সম্ভব।

আরও পড়ুন, পুজো উপলক্ষ্যে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে রাজ্য সরকার। এইভাবে আবেদন করুন।

আগের নিয়ম ও বর্তমান নিয়ম

এর আগে এমন অবস্থায় প্রথম বছরের প্রিমিয়ামের পুরো অর্থই নষ্ট হত। তবে নতুন নিয়মে, গ্রাহকরা তাদের পলিসি নিয়ে আরও বেশি ফ্লেক্সিবল হবেন এবং প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা বদল করতে পারবেন। অর্থাৎ এখন যেকোনো জীবন বীমা পলিসি চালু করলে ৩ বছর না চালালেও কিছুটা টাকা ফেরত পাবেন। এবং ৬ বছর পর বন্ধ করলে সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে।

গ্রাহকদের জন্য সুবিধা

How To Surrender LIC Policy

অনেকেই নিজের প্রয়োজনে বা LIC Agent দের চাপাচাপিতে LIC Policy করে থাকেন। তবে কিছুদিন পর আর্থিক কারনে বা ব্যাক্তিগত অন্য কারনে পলিসি বন্ধ করতে চাইলে টাকা ফেরত পাওয়া যেত না। তবে এবার থেকে নির্দিষ্ট পরিমান টাকা ফেরত পাবেন। এর ফলে যারা পলিসি বন্ধ করতে চাইবেন, তাঁদের আর পুরো টাকা লস হবে না। যারা ব্যাক্তিগত কারনে এলআইসি পলিসি সমর্পণ করতে চান তারা নিকটস্থ অফিসে বা এজেন্টের সাথে জগাজোগ করতে পারেন। অথবা অনলাইনে আবেদন করতে পারেন।

আরও পড়ুন, পুজোর সময় দেশের 40 কোটি একাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কারা যোগ্য, কিভাবে পাবেন?

এই নতুন নিয়ম গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে, কারণ জীবন বিমার পলিসি বন্ধ করলে বা এলআইসি পলিসি সমর্পণ করলে অনেকেই আগের নিয়মে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। কিন্তু এখন থেকে, বিশেষ করে প্রথম বছরেই পলিসি বন্ধ করার প্রয়োজন হলে, কিছু টাকা ফেরত পাওয়া যাবে। বিমা সংস্থাগুলি এই সুবিধার কথা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেবে, ফলে পলিসি কেনার সময় গ্রাহকরা আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সুতরাং যেসমস্ত গ্রাহক এখন হটাত করে পলিসি বন্ধ করবেন, তাঁদের লস হবে না, বরং আগের চেয়ে রিটার্ন বেশি পাবেন। প্রতিবেদন টি সকলকে শেয়ার করার অনুরোধ রইলো। এবং নিয়মিত অর্থনৈতিক পোস্ট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button