E Mudra Loan: পুজোর সময় দেশের 40 কোটি একাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কারা যোগ্য, কিভাবে পাবেন?

PM e Mudra Loan

ব্যাবসা করার জন্য টাকা দিচ্ছে সরকার। আজই PM e Mudra Loan প্রকল্পে আবেদন করুন। কারন পুজোর সময় যেকোনো ব্যাবসায় আয় রোজগার বেশি হয়। আর এই সময়ে যদি ব্যাবসা দাড় করানো যায়, তবে লাভ ও প্রচার দুটোই বেশি হবে। আর আপনার ব্যাবসা করার জন্য সরকারি এই প্রকল্পে আবেদন করলে টাকা পয়সার জন্য ব্যাবসা আটকে থাকবে না। কারা যোগ্য ও কিভাবে আবেদন করবেন জেনে নিন।

PM e Mudra Loan for Startup Business

বর্তমান সময়ে নিজের পছন্দমতো ব্যবসা শুরু করা অনেকেরই স্বপ্ন। কিন্তু, সেই স্বপ্ন পূরণ করতে গেলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মূলধনের অভাব। শুধুমাত্র ব্যক্তিগত সঞ্চয় বা আর্থিক সম্পদ দিয়ে ব্যবসা শুরু করা বেশ কঠিন হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে PM Mudra Yojana, একটি বিশেষ ঋণ প্রকল্প, যা মূলত ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য তৈরি। আর কমবেশি মোট ৪০ কোটি জনগণকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাই চাইলেই সহজেই আপনি লোন পেতে পারেন।

PM Mudra Loan কী?

প্রধানমন্ত্রী মুদ্রা লোন হলো একটি কেন্দ্র-সরকার পরিচালিত ঋণ প্রকল্প, যা নতুন বা ছোট ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। এই ঋণ নেওয়া যেতে পারে ছোট থেকে মাঝারি ব্যবসার জন্য, এবং এটি ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণের জন্য একটি দুর্দান্ত সুযোগ। যারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর সহায়ক প্রকল্প।

মুদ্রা ঋণের প্রধান সুবিধা

PM Mudra Yojana র প্রধান সুবিধা হলো প্রসেসিং ফি মুক্ত ঋণ। অর্থাৎ, ঋণ নেওয়ার জন্য কোনো অতিরিক্ত খরচ বা ফি দিতে হবে না। এছাড়াও, ঋণের উপর সুদের হার তুলনামূলকভাবে কম, যা ঋণগ্রহীতাদের আর্থিকভাবে অনেকটা সুরক্ষা দেয়। কোনো প্রকার জামানত ছাড়াই এই ঋণ পাওয়া যায়, যা ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা। ঋণ শোধের জন্য নির্দিষ্ট সময়সীমা হলো পাঁচ বছর, এবং প্রয়োজন হলে তা আরও পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

মুদ্রা লোনর তিনটি প্রধান বিভাগ

PM Mudra Loan এ তিনটি প্রধান বিভাগ রয়েছে—
শিশু ঋণ,
কিশোর ঋণ,
এবং তরুণ ঋণ।
শিশু ঋণের আওতায় ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, কিশোর ঋণে সর্বাধিক ৫ লক্ষ টাকা এবং তরুণ ঋণে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এই তিনটি ভিন্ন বিভাগ, বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ঋণ নিতে সহায়ক।

gamezop ad

টাকা পেতে এখানে আবেদন করুন

প্রধানমন্ত্রী ব্যাবসা লোন আবেদনকারীর যোগ্যতা

PM Mudra Yojana এর জন্য আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক এবং আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। কোনো কর্পোরেট ব্যবসার জন্য এই ঋণ প্রযোজ্য নয়।

মুদ্রা লোন কিভাবে পাওয়া যায়

PM e Mudra Loan এ তে আবেদন করার জন্য প্রথমে আপনাকে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনি ‘শিশু’, ‘কিশোর’ বা ‘তরুণ’ বিভাগ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ঋণ নির্বাচন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় নথি যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যবসার ট্রেড লাইসেন্স ইত্যাদি সংযুক্ত করে আপনার ব্যাংকে জমা করতে হবে। আবেদনপত্র যাচাইয়ের পর এক মাসের মধ্যেই আপনার ঋণ মঞ্জুর হয়ে যাবে।

Related Articles

Back to top button