WB Teacher Recruitment: ব্রাত্য বসুর নতুন পদক্ষেপ, এবার কি তবে হবু শিক্ষকদের কপালের ভাঁজ ঘুচবে?

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বারংবার প্রশ্নের সম্মুখে দাঁড়াতে হয়েছে রাজ্য সরকারকে। এখনও পর্যন্ত চাকরি পাবার আশা নিয়ে ধর্ণা মঞ্চে বসে রয়েছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। আর তাতেই রাজ্য সরকারের তরফে গৃহীত শিক্ষক নিয়োগ নীতি নিয়ে বারংবার জলঘোলা হচ্ছে, এমনকি রাজ্যে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তার অন্ত নেই। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমগ্র রাজ্যবাসীর প্রশ্নবাণের পাশাপাশি বিরোধীদের কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছে রাজ্য সরকারকে।

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment)

ইতিমধ্যেই রাজ্যের বিরোধীদলের তরফে অভিযোগ তোলা হয়েছে যে, চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে রাজি নন রাজ্যের শাসক দলের কর্মকর্তারা, তাদের মতে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করেছে রাজ্য সরকার। তবে বিরোধীদলের এই অভিযোগ মানতে নারাজ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, রাজ্যের চাকরিপ্রার্থীদের নিয়োগ দিতে উদ্যোগী রাজ্য সরকার, আর তাই তাদের জন্য নতুন পদ পর্যন্ত তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।

চলতি মাসে টানা তিন দিনের ছুটি পেতে চলেছেন সরকারি কর্মী সহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

বিগত মঙ্গলবার বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, আর এই সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিরোধী দলের করা সমালোচনার পাশাপাশি সমগ্র রাজ্যব্যাপী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত শূন্যপদ রয়েছে তা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিধানসভার সাংবাদিক সম্মেলনে শিক্ষা সংক্রান্ত প্রশ্নের উত্তরে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে মোট ৭৮১ টি শিক্ষক পদ শূন্য রয়েছে। এর মধ্যে উচ্চমাধ্যমিক স্কুলে ১৩টি শূন্যপদ, মাধ্যমিক স্কুলগুলিতে ২৮টি শূন্যপদ, উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে ৪৭৩টি শূন্যপদ এবং প্রাথমিক স্কুলগুলিতে ২৬৭টি শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি এদিন তিনি আরো জানিয়েছেন যে, বিজেপির পক্ষ থেকে সমগ্র রাজ্যে ৩ লক্ষেরও বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে দাবি করা হয়েছে, তবে এই দাবি সম্পূর্ণভাবে ভ্রান্ত।

গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন।

gamezop ad

এর পাশাপাশি এদিন তিনি আরও জানিয়েছেন যে, তিনি বিধানসভায় বলেছিলেন পুরোনো মোট পদের সংখ্যা ৩ লক্ষ। তার মতে বিজেপি এই পরিসংখ্যানকে শূন্যপদের সংখ্যার সঙ্গে গুলিয়ে ফেলেছে, যার জেরে বারংবার রাজ্য সরকারের বিরুদ্ধে আঙ্গুল তোলা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, এদিকে সাংবাদিক সম্মেলনে সংবাদমাধ্যমকে তিনি আরো জানান যে, রাজ্য সরকার চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে আগ্রহী। আদালতের বাধা কাটলে সমগ্র রাজ্যব্যাপী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কার্যকরী করা হবে।

এবারে লক্ষ্মীর ভান্ডারের আওতায় মিলবে ডবল টাকা, কারা পাবেন জেনে নিন।

এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য নতুন পদ সৃষ্টি করা হবে বলেই জানিয়েছেন তিনি। এদিন তিনি রাজ্যের চাকরিপ্রার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের উদ্দেশ্যে আরও জানিয়েছেন যে, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ পূরণে উদ্যোগী রাজ্য সরকার। বর্তমানে আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করার পাশাপাশি সমস্ত পর্ষদগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Related Articles

Back to top button