আবারো রাজ্যব্যাপী সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার খবর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য এবারে আরো এক সুখবর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত ২৫ শে জুলাই ২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ ব্যাপী একগুচ্ছ ভলেন্টিয়ার নিয়োগের এক নতুন বার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের নানাবিধ সরকারি ক্ষেত্রেগুলিতে নিয়োগ প্রক্রিয়ার স্থগিত রাখা হলেও এবারে সমগ্র রাজ্যের নানাবিধ সরকারি ক্ষেত্রগুলিতে যত দ্রুত সম্ভব যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে আগ্রহী রাজ্য সরকার। যার জেরে বিগত মন্ত্রিসভার বৈঠকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ২৫০০ পদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে শুধু তাই নয়, খুব শীঘ্রই দমকল বিভাগ লোয়ার ডিভিশন ক্লার্ক জেল পুলিশ সহ রাজ্য সরকারের অধীনস্থ একাধিক পদে ৮৫১২ টি শূন্যপদে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করার সিদ্ধান্ত কার্যকর করা হতে চলেছে, এমনটাই জানা গিয়েছি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের নিয়োগ করার ঘোষণা যথেষ্ট খুশি হয়েছেন সমগ্র রাজ্যের চাকরিপ্রার্থী তথা সাধারণ জনগণ, আর এমতাবস্থায় রাজ্যের জনগণের জন্য আরও একবার খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বর্তমানে নবীন প্রজন্ম শুধুমাত্র ইনডোর গেমসেই আবদ্ধ রয়েছে। আর তাই নবীন প্রজন্মের শিক্ষার্থীদের খেলাধুলার ক্ষেত্রে আগ্রহ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ৫৮ জন কৃতি ক্রীড়াবিদকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিগত ২৫ শে জুলাই ২০২৩ তারিখে এক টুইটের মাধ্যমে সমগ্র রাজ্যের সাধারণ জনগণের উদ্দেশ্যে এই ৫৮ জন ক্রীড়াবিদকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করার খবরটি সমগ্র রাজ্যের সাধারণ জনগণের সাথে শেয়ার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বিশিষ্ট ক্রীড়াবিদদের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ এই ২০২৩ সালে প্রথম ঘটেছে তা নয়, ইতিপূর্বেও রাজ্যের ছাত্র-ছাত্রীদের ক্রীড়াক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কৃতি ক্রীড়াবিদদের ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন:- এবার থেকে টানা এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন রাজ্যের মহিলা কর্মীরা। বিশদে জেনে নিন।

এই বিশেষ টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী সমগ্র দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানিয়েছেন যে, চলতি বছরে জঙ্গলমহল কাপ, রাঙ্গামাটি ক্রীড়া উৎসব, সৈকত কাপ সহ নানাবিধ প্রতিযোগিতায় প্রথম এবং রানার্স আপ স্থানাধিকারীদের বিশেষ ক্যাটাগরির সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই টুইটে তিনি আরো জানিয়েছেন যে, মূলত নবীন ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানের জন্যই তিনি এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে রাজ্য সরকারের তরফে অনুমোদন প্রদান করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বর্তমানে সমগ্র রাজ্যজুড়ে তরুণ ক্রীড়াবিদ ভলেন্টিয়ারের সংখ্যা ৪৪৩২ জন। রাজ্য সরকারের তরফে প্রকাশিত এই পরিসংখ্যান আগামী দিনে সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে গৃহীত এই বিশেষ উদ্যোগ সমগ্র রাজ্যের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ক্রীড়া মহলের কর্তা ব্যক্তিদের কাছেও যথেষ্টভাবে প্রশংসিত হয়েছে। মুখ্যমন্ত্রীর গৃহীত এই সিদ্ধান্তের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে উন্নতি সাধনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নতি সাধন সম্ভব হবে, এমনটাই মনে করছেন প্রশাসনিক মহলের কর্তা ব্যক্তিরাও।

gamezop ad

Related Articles

Back to top button