এবার থেকে শনিবারেও পূর্ণদিবস পঠন-পাঠন চলবে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।

পশ্চিমবঙ্গের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য এবারে আরও এক বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হলো শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। ইতিপূর্বেই ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মাথায় রীতিমত হাত পড়েছিল। তবে এবারে শিক্ষা দপ্তরের তরফে জারি করা এই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে খানিকটা হলেও চিন্তা কমতে চলেছে রাজ্যের শিক্ষার্থী, শিক্ষক সহ অভিভাবকদের।

কি বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে?

ইতিপূর্বে শিক্ষা দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে সমগ্র রাজ্যের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, আগস্ট মাসের ১ তারিখ থেকে শুরু করে ৮ তারিখের মধ্যে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণরূপে সম্পন্ন করতে হবে। আর শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিতেই যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছিলেন রাজ্যের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকরা। অত্যন্ত তাপপ্রবাহ এবং মাত্রাহীন গরমের কারণে নির্ধারিত সময়ের পূর্বেই গরমের ছুটি কার্যকর করা হয়েছিল, এমনকি গরমের ছুটি কাটিয়ে স্কুল খোলার ঠিক পূর্বে পুনরায় গরমের ছুটি বৃদ্ধি করে শেষ পর্যন্ত ১৫ ই জুন ২০২৩ তারিখ থেকে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে পুনরায় স্বাভাবিকভাবে পঠন-পাঠনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে।

আর এমতাবস্থায় শিক্ষা দপ্তরের তরফে আগস্ট মাসের ১ তারিখ থেকে শুরু করে ৮ তারিখের মধ্যে পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হলে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকেরা। তবে বর্তমানে এই সমস্যার সমাধানও শিক্ষা দপ্তরের তরফেই নির্ধারণ করে দেওয়া হলো। শিক্ষা দপ্তরের তরফে জারি করা এই নতুন নির্দেশিকায় রাজ্যের ছাত্র এবং শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, এবার থেকে আর শনিবারেও হাফ ছুটি নয়। দ্রুততার সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিলেবাস কমপ্লিট করার জন্য এবারে শনিবারেও পূর্ণদিবস পঠন-পাঠন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে জারি করা এই নির্দেশিকায়। সাধারণত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলগুলিতে শনিবার অর্ধদিবসেই ছুটি হয়ে থাকে, কিন্তু বর্তমানে সিলেবাসে শেষ করার তাগিদে শনিবারেও পুরোদমে ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের তরফে।

আরও পড়ুন:- এই পদ্ধতিতে জেনে নিন আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক রয়েছে কিনা।

শিক্ষা দপ্তরের তরফে এই নতুন সিদ্ধান্ত কেন গ্রহণ করা হলো?

রাজ্যব্যাপী তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে ২ রা মে তারিখ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। আর বিগত ১৫ ই জুন অর্থাৎ বৃহস্পতিবার গরমের ছুটি শেষে রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে পুনরায় স্বাভাবিকভাবে গঠন-পাঠনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। অতিরিক্ত গরমে শিশুদের হিট স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি পায়, আর এই সম্ভাবনাকে মাথায় রেখেই শিশুদের সুস্থতার খাতিরে ২ রা মে, ২০২৩ তারিখেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। কিন্তু শিশুদের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে ছুটি ঘোষণা করা হলেও বর্তমানে সেকেন্ড সামেটিভ পরীক্ষার সিলেবাস কমপ্লিট করা যেন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কাছে। আর গরমের ছুটি কাটিয়ে স্কুল খোলার পূর্বে শিক্ষা দপ্তরের তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছিল যে, অতিরিক্ত ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সিলেবাস কমপ্লিট করানো হবে এবং নির্ধারিত সময়েই সেকেন্ড সামেটিভ পরীক্ষা নেওয়া হবে। যার কারণে শনিবার সম্পূর্ণ দিবস ক্লাস করানোর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সিলেবাস শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে, এমনটাই জানা গিয়েছে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের প্রকাশিত তথ্য অনুসারে।

gamezop ad

এগিয়ে আসছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক:-

বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য দাবি করা হয়েছে যে, শুধুমাত্র সেকেন্ড সামেটিভ পরীক্ষা নয়, আগত বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়েও চিন্তা বাড়ছে শিক্ষা দপ্তরের। আর তাতেই শনিবার দিন পূর্ব দিবস পঠন-পাঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল ঘোষণা করার সাথে সাথেই ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়েছিল। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রুটিন প্রকাশের পাশাপাশি শিক্ষা দপ্তরের তরফে আরো জানানো হয়েছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচন থাকার কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় ১ মাস এগিয়ে আসতে চলেছে। অন্যদিকে খুব শীঘ্রই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েত নির্বাচন শুরু হতে চলেছে বলেই জানা যাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে। আর পঞ্চায়েত নির্বাচন শুরু হলে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক স্কুলগুলিকেই ভোটকেন্দ্র রূপে ব্যবহার করা হবে। ফলত আগামী দিনের পুনরায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় খানিকটা ব্যাঘাত ঘটবে।

গরমের ছুটির কারণে অনেকটা সময় ছাত্র-ছাত্রীরা স্কুলের গণ্ডির বাইরে থেকেছে। এরপর পুনরায় পঞ্চায়েত নির্বাচনের কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটলে তাতে পরীক্ষার রেজাল্টও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করছেন শিক্ষা দপ্তরের কর্মকর্তারা। আর পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খারাপ হলে তা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য যথেষ্ট সংকটজনক। যার কারণে আগামী দিনে কিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এত বড় সিলেবাস সম্পন্ন করা সম্ভব তা নিয়েও চিন্তায় ছিলেন রাজ্যের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষা দপ্তরের কর্মকর্তারা। অন্যদিকে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তো রয়েছেই। আর এই সমস্ত সমস্যা থেকে মুক্তির একটিই উপায় ছিল, তা হল অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সিলেবাস কমপ্লিট করানো। যার জেরে শিক্ষা দপ্তরের তরফে শনিবারেও সম্পূর্ণ দিবস স্কুল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে।

Related Articles

Back to top button