India Safest Bank: এই তিন ব্যাংকে টাকা থাকলে জীবনেও মার যাবে না। ভারতের 3 টি নিরাপদ ব্যাংকের তালিকা প্রকাশ করলো রিজার্ভ ব্যাংক

Top 3 Safest Bank in India

ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) সম্প্রতি দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংকের তালিকা প্রকাশ (India Safest Bank) করেছে, যা আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই তালিকা “Domestic Systemically Important Banks” বা D-SIB নামে পরিচিত। এই তালিকায় অন্তর্ভুক্ত ব্যাংকগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে, দেশের অর্থনৈতিক সংকটের সময়েও এগুলো বন্ধ হবে না। ফলে এই সব ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের চিন্তারও কোনো কারণ নেই, কেননা তাদের টাকা পয়সা কখনোই মার যাবে না। এরকম তিনটি ব্যাংকের কথা বলেছে RBI.

Top 3 India Safest Bank Domestic Systemically Important Banks list

D-SIB তালিকা এবং এর গুরুত্ব

RBI প্রথমবার ২০১৪ সালে D-SIB তালিকা প্রকাশের নিয়ম চালু করে। ২০১৫ সালে SBI, ২০১৬ সালে ICICI ব্যাংক এবং ২০১৭ সালে HDFC ব্যাংক এই তালিকায় যুক্ত হয়। বার্ষিক ভিত্তিতে এই তালিকা আপডেট করা হয় এবং ব্যাংকের আকার, আর্থিক সংযোগ এবং সিস্টেমে এর ভূমিকা বিবেচনা করে শ্রেণীবদ্ধ করা হয়।
RBI এর মতে, D SIB তালিকায় থাকা ব্যাংকগুলো দেশের আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করে। এই ব্যাংকগুলো যদি কোনো কারণে অর্থনৈতিক সংকটে পড়ে, তবে দেশের অর্থব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেতে পারে। তাই, RBI এই ব্যাংকগুলোর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো বাড়তি মূলধন বজায় রাখা।

D-SIB তালিকায় থাকার যোগ্যতা

D SIB তালিকাভুক্ত ব্যাংকগুলোকে তাদের ক্যাটেগরির ওপর ভিত্তি করে অতিরিক্ত কমন ইক্যুইটি টায়ার 1 (CET1) মূলধন এবং একটি মূলধন সংরক্ষণ বাফার (CCB) বজায় রাখতে হয়। ব্যাংকগুলিকে তিনটি আলাদা বালতিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা তাদের আর্থিক গুরুত্বের উপর ভিত্তি করে নির্ধারিত।

ভারতের নিরাপদ ব্যাংকের তালিকা

1. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)

SBI ভারতের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এটি D SIB তালিকার সর্বোচ্চ বালতি 4-এ স্থান পেয়েছে। RBI-এর নির্দেশ অনুসারে, SBI-কে তার মোট মূলধনের অতিরিক্ত 0.80% CET1 সংরক্ষণ করতে হবে। এই ব্যাংকটি দেশের আর্থিক ব্যবস্থার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে, এর পতন হলে পুরো অর্থনীতিতে বিশাল প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন, সারা ভারতে বদলে যাচ্ছে মোবাইল ব্যাবহারের নিয়ম। Jio Airtel VI BSNL সকল গ্রাহকদের এই নিয়ম মানতে হবে

2. আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)

ICICI ব্যাংক এই তালিকার বালতি 1-এ রয়েছে। বালতি 1-এ অন্তর্ভুক্ত ব্যাংকগুলিকে তুলনামূলক কম CET1 মূলধন বজায় রাখতে হয়, যা 0.20%। এটি ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাংক এবং অনেক আর্থিক পরিষেবা প্রদান করে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের প্রত্যেক এলাকায় ফের চালু হচ্ছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট দেখে নিন

3. এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)

HDFC ব্যাংক, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, তালিকার বালতি 2-এ রয়েছে। এর জন্য অতিরিক্ত 0.40% CET1 মূলধন সংরক্ষণ প্রয়োজন। এই ব্যাংকটি গ্রাহক পরিষেবার মান এবং প্রযুক্তিগত দক্ষতার জন্য সুপরিচিত।

২০২৫ সালের ১ এপ্রিল থেকে RBI D SIB তালিকাভুক্ত ব্যাংকগুলির উপর আরও বেশি সারচার্জ আরোপ করবে। SBI এবং HDFC ব্যাংকের ক্ষেত্রে এই সারচার্জ বৃদ্ধি পাবে। SBI-কে 0.60% এবং HDFC ব্যাংককে 0.20% সারচার্জ প্রদান করতে হবে। এই উদ্যোগ ব্যাংকগুলির স্থিতিশীলতা এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও মজবুত করবে।

Related Articles

Back to top button