দুটি বাল্ব জ্বালিয়েই বিদ্যুৎ বিল পৌঁছালো ১ লাখে। বিস্তারিত পড়ুন।

বিদ্যুৎ ছাড়া জীবন অচল হলেও বিদ্যুৎ বিল নিয়ে বরাবরই সাধারণ নাগরিকদের চিন্তিত হতে দেখা যায়। তবে এবারে বিদ্যুৎ বিল নিয়ে এমন এক ঘটনার নজির সামনে এসেছে যার ফলে সমগ্র ভারতের সাধারণ মানুষের মাথায় রীতিমতো হাত পড়েছে। এমনিতেই বিদ্যুৎ বিল নিয়ে নানারকম সমস্যা এবং বর্ধিত বিদ্যুৎ বিলের কারণে গ্রাহকের হয়রানির খবর সামনে আসে, কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিল সংক্রান্ত যে নজির সামনে এসেছে তাতে মাত্র দুটি বাল্ব জ্বালিয়ে এক বৃদ্ধার বাড়িতে এক লক্ষ টাকার বিদ্যুৎ বিল এসেছে। আজ্ঞে হ্যাঁ, সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন প্রায় ৯০ বছর বয়সি বৃদ্ধা গিরিজাম্মা।

গিরিজাম্মা কর্ণাটকের ভাগ্যনগরে একটি অত্যন্ত ছোট ঘরে বসবাস করেন। ইতিপূর্বে রাজ্য সরকারের তরফে পরিচালিত ভাগ্য জ্যোতি প্রকল্পের অধীনে তার বাড়িতেও বিদ্যুত এসে পৌঁছেছে। মূলত দরিদ্র সীমার নিচে বসবাসকারী বিপিএল কার্ডধারী সাধারণ নাগরিকদের ন্যূনতম মূল্যে বিদ্যুৎ প্রদানের জন্য কর্ণাটকের রাজ্য সরকারের তরফে এই ভাগ্য জ্যোতি প্রকল্প কার্যকর করা হয়েছিল। আর তার দৌলতেই কর্ণাটকের বহু সংখ্যক সাধারণ মানুষের বাড়িতে ন্যূনতম মূল্যে বিদ্যুৎ পৌঁছায়। শুধু তাই নয় ভাগ্য জ্যোতি প্রকল্প অনুসারে বিপিএল কার্ডধারী সাধারণ নাগরিকদের ১৮ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে এখানেই শেষ নয়, বিধানসভা নির্বাচনের পূর্বে কর্ণাটকের নেতৃত্বদের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, বিধানসভা নির্বাচনের পর যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন বিপিএল তালিকায় থাকা দরিদ্র সাধারণ নাগরিকরা। কিন্তু যা ঘটলো তাতে বিনামূল্যের বিদ্যুৎ তো দূরে থাক মাত্র দুটি বাল্ব জ্বালানোর বদলে এক লক্ষ তিন হাজার টাকার বিদ্যুৎ বিল হাতে পেলেন গিরিজাম্মা। আর এক মাসে এক লক্ষ টাকার বিদ্যুৎ বিল পেয়ে রীতিমতো মাথায় হাত পড়েছে গিরিজাম্মার। নব্বই ছুঁই ছুঁই এই বৃদ্ধা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তার ঘরে মাত্র দুটি বাল্ব জ্বলে। তার বাড়িতে কোনরূপ মিক্সার গ্রাইন্ডার, টিভি, ফ্রিজ কিংবা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রও নেই। সাধারণত তিনি প্রত্যেক মাসে ৭০ টাকা থেকে ৮০ টাকা বিদ্যুৎ বিল দিয়ে থাকেন। কিন্তু হঠাৎ করে এই মাসে এক লক্ষ টাকা বিদ্যুৎ বিল আসায় বিদ্যুৎ বিলের টাকার পরিমাণ দেখে তিনি রীতিমতো স্তম্বিত।

আরও পড়ুন:- কোচিং ছাড়াই প্রথম বারের চেষ্টায় UPSC তে উত্তীর্ণ হলেন দিল্লির আয়ুষ গোয়েল।

সংবাদমাধ্যমকে তিনি আরো জানিয়েছেন যে, বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যায় জেরবার হয়ে তিনি গুলবর্গা বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে আরেক বিপত্তি ঘটে। নিজের সমস্যার কথা জানাতে গেলে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তাকে জানিয়েছেন যে, বিদ্যুৎ বিলে যে পরিমাণ টাকা এসেছে তা মেটাতে হবে। বিদ্যুৎ দপ্তরের এই দাবিতে বৃদ্ধার চোখ রীতিমতো কপালে উঠেছে। তবে এক্ষেত্রে বয়স্কা গিরিজাম্মার সহায় হয়েছেন স্থানীয় মানুষজন। গিরিজাম্মার বিদ্যুৎ বিলের কথা শুনে স্থানীয় মানুষজন গিরিজাম্মার বাড়িতে যান এবং সমস্ত বিষয়টি সরেজমিনে দেখে বিদ্যুৎ বিলের আসল কারণ উদ্ধার করেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন যে, গিরিজাম্মার বাড়িতে যে মিটারটি লাগানো রয়েছে তা অনেকদিনের পুরনো এবং ত্রুটিপূর্ণ।আর এই ত্রুটিপূর্ণ মিটারের কারণেই বেচারি বৃদ্ধার ভোগান্তির শেষ নেই। এরপর তারা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন শুরু করেন। স্থানীয় মানুষজনের রোষের মুখে পড়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদেরও তাদের কথা ফেরাতে হয় এবং জনগণের ক্ষোভের মুখে পড়ে তারা গিরিজাম্মার মিটার বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয় গিরিজাম্মার বাড়িতে যে বিদ্যুৎ বিল গিয়েছে তাও বদলে দেওয়া হবে, এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফে।

Related Articles

Back to top button