কোচিং ছাড়াই প্রথম বারের চেষ্টায় UPSC তে উত্তীর্ণ হলেন দিল্লির আয়ুষ গোয়েল।

দেশের কঠিনতম পরীক্ষা আর তাতে উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের সফলতা ঘিরে নানা ধরনের গল্প শোনা যায়। UPSC পরীক্ষাকে ঘিরে যেমনভাবে সফলতার গল্প রয়েছে ঠিক তেমন ভাবেই রয়েছে ব্যর্থতার গল্পও। এমন বহু শিক্ষার্থী রয়েছেন যারা বহুবারের চেষ্টাতেও UPSC পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, আবার বহু এমন পরীক্ষার্থীও রয়েছেন যারা একবারের চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির স্থাপন করেছেন। আর আজ আমরা এমনই এক পরীক্ষার্থীর নজরকাড়া সাফল্যকে তুলে ধরতে চলেছি, যিনি মাত্র একবারের পরীক্ষায় ভারতের কঠিনতম পরীক্ষা ইউপিএসসিতে উত্তীর্ণ হয়েছেন।

আজকের এই পোস্টে আমরা দিল্লির আয়ুষ গোয়েলের কাহিনী তুলে ধরতে চলেছি ,যিনি মাত্র একবারের প্রচেষ্টায় UPSC তে উত্তীর্ণ হয়েছেন এবং UPSC -এর জন্য তিনি ২৮ লাখ টাকা প্যাকেজের চাকরিও ছেড়ে দিয়েছেন। আজ্ঞে হ্যাঁ, আয়ুষের এই সিদ্ধান্তে সমগ্র দেশবাসীর চর্চার বিষয় হয়ে উঠেছেন তিনি নিজেই। তবে এতটুকু বললেই তার কঠিন সংগ্রামের গল্প শেষ হয়ে যায় না। আয়ুষ গোয়েল আমাদের দেশের আর পাঁচটি নিতান্ত সাধারণ ছেলের মতই এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সুভাষ চন্দ্র গোয়েলের একটি মুদি দোকান রয়েছে এবং তার মা মীরা গোয়েল একজন সাধারণ গৃহিণী। রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের পর আয়ুষ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

আরও পড়ুন:- জ্যোতি প্রকাশ স্কলারশিপে আবেদন করলেই মিলবে ২৪,০০০ টাকার অনুদান।

স্নাতক শেষ করার পরই তিনি CAT পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন এবং CAT পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেরালার IIM কোঝিকোড়ে ভর্তি হন। আয়ুষের পড়াশোনার জন্য ২০ লক্ষ টাকার এডুকেশন লোনও নিতে হয়েছিল তার পরিবারকে। MBA সম্পন্ন করার পর আয়ুষ জেপি মর্গ্যান কোম্পানির অধীনে ২৮ লক্ষ টাকার প্যাকেজের চাকরি পান। কিন্তু আয়ুষের লক্ষ্য ছিল অন্য, তিনি UPSC পরীক্ষা জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলেন। ২৮ লক্ষ টাকা প্যাকেজের চাকরিও তাই তাকে সন্তুষ্ট করতে পারেনি। মাত্র সাত মাস চাকরি করে তিনি এই চাকরি ছেড়ে দেন এবং UPSC -এর প্রস্তুতি নিতে শুরু করেন। যদিও ছেলের চাকরি ছাড়া এবং UPSC -এর জন্য প্রস্তুতি নেওয়া সমস্ত ক্ষেত্রেই আয়ুষের বাবা-মার সম্মতি ছিল। বরাবরই ছেলের পাশে দাঁড়িয়ে ছিলেন তারা।

আর এরপরই কোনরকম কোচিং ছাড়াই ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষায় ১৭১ তম স্থান দখল করে দিল্লির আয়ুষ গোয়েল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে যে, প্রত্যেকদিন আয়ুষ গোয়েল ৮ ঘন্টা থেকে ১০ ঘণ্টা পর্যন্ত পড়াশোনা করতেন আর এভাবেই তিনি নিজের চেষ্টায় প্রথমবারেই দেশের কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আয়ুষের এই গল্প শুধু যে সমগ্র দেশবাসীকে অবাক করেছে তা নয়, দেশের যুবকদের স্বপ্ন দেখার ও স্বপ্নপূরণের সাহস দিয়েছে। সমগ্র দেশজুড়ে হাজার হাজার প্রার্থী ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আশায় প্রতিনিয়ত স্বপ্ন বোনে, তাদের জন্য আয়ুষের গল্প এক নতুন আশার আলো নিয়ে হাজির হয়েছে।

gamezop ad

Related Articles

Back to top button