Upper Primary TET – সুপ্রিম কোর্টের নির্দেশে 14 হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হল। চুড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হচ্ছে
WBSSC Upper Primary Teacher Recruitment
পুজোর আগেই স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ তথা Upper Primary Teacher Recruitment নিয়ে বিরাট সুখবর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। গত আট বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া ঝুলে ছিল। তবে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়োগে আর কোনও বাধা রইল না।
Supreme Court Order on Upper Primary Teacher Recruitment
২০১৫ সালে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নানা বিতর্ক ও আইনি জটিলতা তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশনা ছিল, কিন্তু সেগুলিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলাও হয়। বিশেষ করে সংরক্ষণ নীতির কিছু বিষয়ে অভিযোগ উঠেছিল। ফলে ১৪ হাজার পদে নিয়োগ আটকে ছিল দীর্ঘদিন।
তবে আজ অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে তারা কোনও হস্তক্ষেপ করবে না। এর ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া (WBSSC Upper Primary) অবশেষে এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
চাকরিপ্রার্থীদের মতামত
নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়ে অনেকদিন ধরে অপেক্ষায় থাকা প্রার্থীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন। একদিকে যেমন অনেকের মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে চাকরিপ্রার্থীরা এখন দ্রুত নিয়োগ কার্যকর করার দাবি জানাচ্ছেন।
শিক্ষক নিয়োগ কিভাবে হবে?
এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, ২৫শে সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (বিজ্ঞপ্তি ডাউনলোড করুন). অস্থায়ী শিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রেখে বাকি পদগুলির জন্য সাধারণ প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ হবে। তবে চাকরিপ্রার্থীদের একাংশ মনে করেন, শুধু মেধাতালিকা প্রকাশ নয়, বাস্তবে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা উচিত।
Upper Primary Merit List Download
সফল প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের User Id ও Password দিয়ে লগিন করে নিজের রেজাল্ট দেখতে পাবেন। এবং স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রায় ১৪ হাজার সফল প্রার্থীর তালিকা PDF Download করতে পারবেন।
প্রসঙ্গত, গত ২৮শে আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এসএসসিকে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে। সেই মেধাতালিকা অনুযায়ী কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পরেই ১৪,০৫২টি শূন্যপদে নিয়োগের কাজ শুরু হয়েছিল, কিন্তু মামলার কারণে তা থমকে যায়। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া আবারও শুরু হতে চলেছে। যা চাকরিপ্রার্থীদের মনে আনন্দের সঞ্চার করেছে।
এদিকে সংবাদ সুত্র অনুযায়ী জানা গেছে, পুজোর মধ্যেই ফাইনাল নোটিফিকেশন ও পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রসঙ্গত ২০২০ সালে ও অষ্টমী পুজোর দিনে টেট এর রেজাল্ট প্রকাশিত হয়েছিলো। আর এবার ও পুজোর সময়ে চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে পারে বলে মনে করছেন সংস্লিস্ট মহল। পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।