কন্যার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা নেই! মেয়ের বাবাদের দিশা দেখাচ্ছে কেন্দ্রের এই প্রকল্প
Sukanya Samriddhi Yojana
বাংলা অ্যাকাডেমি ডেস্ক : (Sukanya Samriddhi Yojana) মেয়ের বিয়ে হোক কিংবা উচ্চশিক্ষা, এবার আর মেয়ের বাবাকে চিন্তা করতে হবে না। দেশের কন্যা সন্তানদের জন্য বিশেষ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কন্যা সন্তানের নির্দিষ্ট বয়স হওয়ার পর মোটা অংকের টাকা যাতে তার একাউন্টে জমা হয়ে যায় সেই উদ্দেশ্যেই দুর্দান্ত প্রকল্প এনেছে কেন্দ্র। এই প্রকল্পের নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)।
সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) বিবরণ
সুশিক্ষা হোক কিংবা বিয়ে যে কোন কাজে ব্যবহার করা যাবে এই অর্থ। ব্যাংক কিংবা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) জন্য অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেক্ষেত্রে কন্যা সন্তানের নামে ওই অ্যাকাউন্ট খুলতে হবে। তার সঙ্গে বার্থ সার্টিফিকেটের জেরক্স, যিনি ওই অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ মা-বাবার প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্টের মেয়াদ ২১ বছর। বার্থ সার্টিফিকেটের জেরক্স এবং পিতা-মাতার মধ্যে যিনি এই অ্যাকাউন্ট খুলবেন, তার নির্ধারিত ডকুমেন্টস জমা দিতে হবে।
কন্যা সন্তানের বয়স ১০ বছর হলেই এই অ্যাকাউন্ট খোলা যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) ১৫ বছর বিনিয়োগ করতে হয়। যে বয়সে কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খোলা হবে সেই বয়স থেকে ২১ বছর পর্যন্ত ধরা হবে। প্রতিবছর আড়াইশো টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে জমা দিতে পারবেন। একুশ বছর বয়স হওয়ার পর কন্যার সন্তানের অ্যাকাউন্টে ১৫ বছর কিংবা যে সময়ের জন্য টাকা বিনিয়োগ করা হয়েছিল সেই টাকার উপর প্রয়োজনীয় সুদ সহ টাকা দেবে কেন্দ্র।
আরোও পড়ুন : Ladli Behna Yojana: আবেদন করুন লাডলি বেহেনা যোজনায় এবং প্রতি মাসে পেয়ে যান ১০০০ টাকা
১৫ বছর টাকা জমা করলে বাকি ৬ বছর টাকা জমা দেবে কেন্দ্রীয় সরকার। কন্যা সন্তানের বয়স ২১ বছর হলে তখন তার উচ্চশিক্ষা হোক কিংবা বিবাহের কারণে যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সেই চাহিদা মেটানোর জন্যই চালু করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। আর এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্টে ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
পোস্ট অফিস হোক কিংবা ব্যাংক, যেখানেই সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলুন না কেন অনলাইন স্টেটমেন্ট বা আপডেট করার কিছু নিয়ম রয়েছে। কোনো ক্ষেত্রেই এসএসওয়াই অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে টাকা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা জানার জন্য অফলাইনে আপডেট করলেই অ্যাকাউন্টের বৃত্তান্ত মিলবে। অনলাইনে আপডেট করার ক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিস দুই জায়গায় আলাদা নিয়ম আছে।
ব্যাংকের ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনার অনলাইন স্টেটমেন্ট দেখতে ইন্টারনেট ব্যাংকিং সিস্টেমে লগইন করতে হবে। হোমপেজে SSY অ্যাকাউন্টের সমস্ত বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করলেই স্টেটমেন্ট বা আপডেট দেখতে পাবেন। পোস্ট অফিস এর ক্ষেত্রে এসএসওয়াই অ্যাকাউন্ট আপডেট করতে চাইলে পোস্ট অফিসের এই অফিশিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in তে নিজের সমস্ত তথ্য দিয়ে সাবমিট করলে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখা যাবে।