SBI: সমস্ত স্টেট ব্যাংক গ্রাহকদের পুজোর উপহার। সাধারন মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত
State Bank of India
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI State Bank of India). কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংকে। এই বিশাল গ্ৰাহক সংখ্যার সুবিধার কথা চিন্তা করে আগেও অনেক উদ্যোগ নিয়েছে ব্যাংক। এবার আরও একবার সেই নজির অক্ষুন্ন রাখলো ভারতীয় স্টেট ব্যাংক।
SBI Plans to open 600 New Branches
স্টেট ব্যাংকের পরিষেবা, নিয়ম কানুন ও বিভিন্ন স্কীম সকলের জন্য সুবিধাজনক এবং যুগোপযোগী। আর সেই কারনেই SBI এর প্রতিটি শাখায় গ্রাহকের সংখ্যা চোখে পড়ার মতো। এমনকি বেশিরভাগ ব্রাঞ্চে গ্রাহক সংখ্যা উপচে পড়েছে। এছাড়া দেশের এমন অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে এখন ভারতীয় স্টেট ব্যাংক এর শাখা নেই। এবং অনেক এলাকার বিভিন্ন শাখায় গ্রাহকের চাপ এতোটাই যে ব্যাংকের কর্মী বাড়িয়েও সেই চাপ সামলানো যাচ্ছে না। আর সেই কথা মাথায় রেখেই আগামী অর্থবর্ষে আরো ৬০০ টি নতুন শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে State Bank of India.
৬০০টি নতুন শাখা খুলবে SBI
২০২৪-২৫ অর্থবছরে ৬০০টি নতুন শাখা খুলবে SBI, যা বিশেষত উন্নয়নশীল আবাসিক এলাকা এবং গ্রামীণ অঞ্চলে গ্রাহকদের সহজে ব্যাংকিং সুবিধা দিতে সহায়ক হবে। দেশের প্রত্যন্ত এবং আবাসিক এলাকাগুলিতে এখনও অনেক ক্ষেত্রেই ব্যাংকিং সেবার অভাব রয়েছে। তাই এই উদ্যোগের মূল লক্ষ্য হল গ্ৰাহকদের জন্য পরিষেবা আরো সহজলভ্য করা।
আরও পড়ুন, এবার ২০০ টাকার নোট বাতিল করছে RBI? কেন্দ্র সরকারের নয়া সিদ্ধান্তে চিন্তায় দেশবাসী
SBI এর চেয়ারম্যান শ্রীনিবাসুলু শেট্টি জানিয়েছেন যে, ভারতের বিভিন্ন অঞ্চলে যেখানে ব্যাংকিং পরিষেবার অভাব রয়েছে, সেখানে নতুন শাখা স্থাপনের মাধ্যমে এই শূন্যতা পূরণ করা হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আরও কাছে পৌঁছে যেতে পারবে ব্যাংক, এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটবে।
বর্তমানে স্টেট ব্যাংকের শাখা ও ATM সংখ্যা
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শুধুমাত্র দেশের বৃহত্তম ব্যাংক নয়, লাভজনকতার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকটি ৬১,০৭৭ কোটি টাকার মুনাফা অর্জন করেছে। পাশাপাশি, গত আর্থিক বছরে ব্যাংকটি ১৩৭টি নতুন শাখা খুলেছে, যার মধ্যে ৫৯টি গ্রামীণ এলাকায়। মার্চ ২০২৪ এর মধ্যে, এসবিআই ৬৫,০০০ টি এটিএম এবং ৮৫,০০০ ব্যবসায়িক সংবাদদাতা নিয়ে একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনা করছে, যার মাধ্যমে দেশের প্রায় ৫০ কোটিরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে।
স্টেট ব্যাংকের নতুন স্কীম
বর্তমানে সিনিয়র সিটিজেন এর সুদের হার সবচেয়ে বেশি। তবে এরই মধ্যে ৪৪৪ দিনের নতুন একটি ফিক্সড ডিপজিট স্কীম চালু হলো যেখানে ৭.২৫% থেকে ৭.৭৫% পর্যন্ত সুদ পাওয়া যাবে। ভারতীয় স্টেট ব্যাংকের এই স্কীমের নাম (SBI Amrit Vrishti Scheme বা অমৃত বৃষ্টি স্কীম। এই সমন্ধে আরো জানতে নিকটস্থ স্টেট ব্যাংকের শাখায় যোগাযোগ করুন। এই ধরনের আরো তথ্য পেতে বাংলা একাডেমী ফলো করুন।