Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024. কারা ঘরের টাকা পাবেন? নতুন আবেদন কিভাবে করবেন?
PM Bangla Awas Yojana
কেন্দ্রীয় সরকারের একটি অভিনব প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পেয়ে থাকেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের নিম্ন ও দরিদ্র মানুষ মাথার ওপর ছাদ পেয়েছেন। কিন্ত সম্প্রতি কিছু মাস ধরে এই প্রকল্পের সুযোগ নিয়ে কারচুপির অভিযোগে ওঠে বাংলায়। এমন অনেকেই রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়, তবুও তাদের নাম আবাস যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা রয়েছে। তাই কেন্দ্রীয় সরকার বাংলার জন্য আপাতত বন্ধ রেখেছে এই প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া।
PM Bangla Awas Yojana list 2024
এমন অনেক গ্রাম্য এলাকা রয়েছে যাদের সত্যিই এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য কিন্ত তাঁরা অর্থের অভাবে বাড়িটি সম্পূর্ণ করতে পারছেনা। তাই একাধিক জায়গায় এই নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল এলাকাবাসীরা। মুখ্যমন্ত্রী এই অবস্থায় সেই সমস্ত উপভোক্তাদের জন্য রাজ্যের রাজকোষ থেকে অর্থ দেওয়ার কথা চিন্তা করেছিলেন। সেই ভাবেই রাজ্যের সরকারি আধিকারিকদের আবাস যোজনা প্রকল্পের লিস্ট ধরে প্রত্যেকের বাড়ি সার্ভে করার জন্য পাঠিয়েছেন। সার্ভে করা কমপ্লিট করার কথা ছিল ১৩ ডিসেম্বরের মধ্যে, কারণ ২০ ডিসেম্বর থেকে গ্রাহকদের ব্যাংক একাউন্টে প্রথম ধাপের টাকা দিয়ে দেওয়ার কথা ছিল কিন্ত সেখানেও শেষ পর্যন্ত দেখা মিলল অন্য রূপ।
বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024
আগের থেকেই গ্রামের বাসিন্দারা যাদের সত্যি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য তাঁরা জানিয়েছিলেন এমন অনেক ব্যক্তি এই লিস্টে আছেন যাঁরা যোগ্য নয়। যেমন কথা তেমন কাজ। এরপরই গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী নির্দেশ দেন গ্রামের বাসিন্দাদের যাদের সত্যি বাড়ি দরকার তাদের নাম ছাড়া অন্যদের নাম রাখা চলবেনা। এরপরই নবান্ন থেকে সিদ্ধান্ত গৃহীত হয়, বিভিন্ন জেলা পরিদর্শন করে লিস্টে থাকা উপভোক্তাদের বাড়ি সার্ভে করে কয়েক লক্ষ ব্যক্তির নাম বাদ পড়ল লিস্ট থেকে।
আরও পড়ুন, নভেম্বর মাসে বেশি রেশন দেওয়ার ঘোষণা। রেশনে কি কি দেবে, কোন কার্ডে কি কি রেশন সামগ্রী পাবেন, দেখে নিন
বাংলা আবাস যোজনা সার্ভে
আবার যোজনা প্রকল্পে মোট ১৬ লক্ষ ব্যক্তির বাড়ি সার্ভে করতে গিয়ে লিস্ট থেকে ভুয়ো নামওয়ালা ৩.৫ লক্ষ ব্যক্তির নাম বাদ গেলো। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে যেসব জেলা সেগুলো হলো মালদা, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা। এই নির্দেশিকার পরপরই লিস্ট থেকে বাদ যাওয়া ব্যক্তিরা গর্জে ওঠে সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুন, কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু লিস্ট, কৃষক বন্ধু ফর্ম 2024
তাই রাজ্য সরকার আরও একবার বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট থেকে বাদ যাওয়া ব্যক্তিদের বাড়ি সার্ভে করার জন্য নির্দেশিকা দিয়েছেন, সেইসাথে নাম বাদ পড়ার উপযুক্ত কারণ স্পষ্ট করার জন্য নির্দেশ দিয়েছেন।
এদিকে বাংলা আবাস যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েও শেষপর্যন্ত নাম বাদ পড়ায় অনেকটাই উত্তেজিত ও দিশেহারা এই প্রকল্পের উপভোক্তারা।