PM AASHA Scheme: কৃষকদের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। পিএম আশা প্রকল্পে কি কি সুবিধা পাবেন জেনে নিন
PM AASHA Yojana for Farmers
ভারতের কৃষকদের (Farmers) স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুধুমাত্র কৃষক বন্ধুদের স্বার্থে PM AASHA Scheme চালু হলো। দেশের কৃষিকাজ তথা কৃষকদের উন্নতির কথা চিন্তা করে এই প্রকল্পে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পদক্ষেপটি ভারতের কৃষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্র। কি এই পিএম আশা প্রকল্প? কি কি সুবিধা থাকছে এখানে?
PM AASHA Scheme Components and details
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। প্রধানমন্ত্রী মোদী জানান, “২০২৪ সালের রবি মরশুমে দেশের কৃষকদের সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর জন্য এই প্রকল্পের আওতায় ভর্তুকি অনুমোদিত হয়েছে।” এর ফলে ভারতের কৃষকদের উৎপাদন খরচ কমে যাবে, যা সরাসরি কৃষকদের আয় বৃদ্ধি করবে।
PM-AASHA প্রকল্প কী
PM-AASHA প্রকল্পটির পুরো নাম Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan. এই প্রকল্পটি মূলত একটি সমন্বিত স্কিম, যা মূলত প্রাইস সাপোর্ট স্কিম (PSS) এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড (PSF) স্কিমগুলিকে একত্রিত করেছে। এর মাধ্যমে সরকারের মূল উদ্দেশ্য হলো দেশের কৃষকদের তাদের উৎপাদিত ফসলের জন্য ন্যায্য মূল্য প্রদান করা। এই প্রকল্পের আওতায় ডাল ও তৈলবীজের মতো উচ্চমূল্যের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিশ্চিত করা হবে। এর ফলে দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক মূল্য পাবে এবং কৃষি ক্ষেত্রে বিশেষ করে ডাল ও তৈলবীজের ক্ষেত্রে ভারত স্বনির্ভর হয়ে উঠবে।
এই প্রকল্প কেবল কৃষকদের জন্যই নয়, সাধারণ উপভোক্তাদের জন্যও উপকারী হবে। PM AASHA প্রকল্পের ফলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং মূল্য বৃদ্ধি প্রতিরোধ হবে। ফলস্বরূপ, কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে সক্ষম হবেন।
অন্যান্য সুবিধা
PM-AASHA প্রকল্পের পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিয়েছে। মন্ত্রিসভা অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়েলিটির জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি ভারতের সৃজনশীল ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।
এছাড়াও, মন্ত্রিসভা ভারতের বায়োটেকনোলজি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে “বায়ো-রাইড” প্রকল্পকে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বায়োটেকনোলজি ক্ষেত্রে নতুন নতুন গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। সুতরাং কৃষি ক্ষেত্রে আধুনিকায়নের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় আধুনিক পদ্ধতিতে কম সময় ও পরিশ্রমে ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ সম্ভব হবে। এছাড়া কৃষকেরা উৎপন্ন ফসল বিক্রয় করে যে ন্যায্য মুল্য পান না, এই অভিযোগ বহুদিনের, সেই সমস্যা দূর হবে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে।
কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প
পশ্চিমবঙ্গ তথা সারা দেশের কৃষকদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা বা PM Kisan Scheme এর মাধ্যমে কৃষকেরা প্রতিবছর টাকা পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকেরা আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন। এছাড়া শস্য বীমা যোজনা, ফসল সুরক্ষা যোজনা, কৃষক পেনশন সহ প্রচুর প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহযোগিতা দেওয়া হয়। এই প্রকল্পের বিভিন্ন খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।