PM Kisan Status: বাংলার কৃষক বন্ধুদের সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ঢুকছে। পিএম কিষান পেমেন্ট স্টেটাস চেক?

PM Kisan Yojana Payment Status Check

বাংলার সমস্ত কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা PM Kisan Yojana এর টাকা ব্যাঙ্ক একাউন্টে ঢোকা শুরু হয়েছে। কারা এই টাকা পাবেন, কারা টাকা পাবেন না, পিএম কিষান পেমেন্ট স্টেটাস চেক কিভাবে করবেন? বিস্তারিত জেনে নিন।

PM Kisan Yojana

কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই চেষ্টা করে কৃষকদের অর্থনৈতিক দিক থেকে নিরাপত্তা দিতে নিয়ে আসলো এই প্রকল্প PM Kisan Yojana. পিএম কিসান স্ট্যাটাস চেক! পিএম কিষান বেনিফিশিয়ারি স্টেটাস, pm-kisan নতুন আপডেট এই কাজ না করলে টাকা পাবেনা একাউন্টে। দেশের দরিদ্র এবং প্রান্তিক কৃষকদের কাছে পিএম কিষান সম্মাননিধি প্রকল্প দারুন জনপ্রিয় হয়ে উঠেছে।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো, কৃষি কাজের খরচ কমানোর পাশাপাশি দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক দিক থেকে সহায়তা প্রদান। একই সঙ্গে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। কিষাণ সম্মান নিধি প্রকল্পে বিভিন্ন ধরনের পরিবর্তন এনে প্রকল্পটিকে আরো উন্নত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

এবার প্রধানমন্ত্রী কিষান যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলো। সেখানে জানানো হয়েছে, একটি মোবাইল নম্বর থেকে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকা কৃষকরা কিন্তু কিষান সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। যদি কোন কৃষক নিজের একটি মোবাইল নম্বর থেকে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে খুব দ্রুত সেই নম্বর পরিবর্তন করা উচিত।

পিএম কিষান সম্মান নিধি যোজনা

কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে জানানো হয়েছে, আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে মোবাইল নম্বর আপডেটের জন্য। শেষ তারিখের আগে পোর্টালের হোমপেজে থাকা “আপডেট মোবাইল নম্বর” অপশন এর মাধ্যমে ফোন নম্বর আপডেট করা যাবে।

gamezop ad

বাড়ি বানাতে টাকা দিচ্ছে। টাকার দরকার হলে এইভাবে আবেদন করুন।

পাশাপাশি, এই প্রকল্পের (Scheme) সুবিধা পাবেন না একই মোবাইল থেকে একাধিক রেজিস্টেশন করা কৃষকরা। তাই দ্রুত মোবাইল নম্বর আপডেট করে নিতে হবে কৃষকদের। এই কাজ না করলে কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা কোন ভাবেই পাবেন না।

পিএম কিসান স্ট্যাটাস চেক

যারা প্রধানমন্ত্রী কিসান যোজনায় আবেদন করেছেন তারা PM Kisan Status Check করতে পারবেন। কিষাণ যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
এরপর আপনার আধার নম্বর দিয়ে লগিন করুন।
এবং সেখান থেকে আপনার পিএম কিষান পেমেন্ট স্টেটাস চেক করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য পেতে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। তবে নিশ্চিত থাকবেন, আপনি জগ্য হলে টাকা অবশ্যই পাবেন। তবে ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না। সেক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে। নিয়মিত এই ধরনের প্রয়োজনীয় খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button