Pharmacist – ফার্মাসিস্ট কি? ফার্মাসিস্ট এর কাজ কি? ফার্মেসি কোর্স করতে কি কি লাগে? ফার্মেসী কোর্সে ভর্তি, যোগ্যতা ও কাজের সুযোগ কেমন?
Pharmacist and Pharmacy Related Questions Answers
বর্তমানে ফার্মাসি বা ফার্মেসি কোর্স বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। Pharmacist ও Pharmacy Course করে সরাসরি ডাক্তার না হতে পারলেও, ঔষধ ও চিকিৎসার সাথে জড়িত থেকে জনগনের সেবা ও তার সাথে উন্নত কেরিয়ার গড়ে তোলা সম্ভব। ফার্মাসিস্ট কোনও সংস্থায় চাকরি ও করতে পারেন, অথবা ওষুধের দোকান, ডায়গোনাস্টিক সেন্টার। প্যাথলজি প্রভৃতি প্রতিষ্ঠান খুলতে ও পারেন। এই কোর্স কথায় করানো হয়, যোগ্যতা কি ও কাজের সুযোগ ও আয় কেমন, একটা সংক্ষিপ্ত ধারনা দেওয়া যাক।
Pharmacist and Pharmacy Course
ফার্মাসিস্ট কারা? ফার্মেসি কোর্স কি?
মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ওষুধের দোকানে গেলেই তাৎক্ষণিক চিকিৎসা মেলে। আর ওষুধের দোকানে থাকা যে মানুষটাকে আমরা ওষুধ বিক্রেতা হিসেবে জানি তাদের ফার্মাসিস্ট (Pharmacist) বলা হয়। ফার্মাসি বা ফার্মেসি নিয়ে ডিগ্রি কোর্স করলে ফার্মাসিস্ট হওয়া যায়।
ফার্মাসি কোর্স করার নিয়ম
যদিও ফার্মাসি পড়ে অন্যান্য পেশাতে যাওয়া সম্ভব। সাধারণ মানুষের জন্য ওষুধ তৈরি ও বিতরণের ক্ষেত্রে ফার্মাসিস্টদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের ওষুধের বিষয়ে পরামর্শ দেন ফার্মাসিস্টরা। অনেক সময় গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাব থাকলে রোগীদের ওষুধ দেন ফার্মাসিস্টরাই। প্রেসক্রিপশন দেখার নিয়ম, খরচের হিসেব, ব্র্যান্ডিং এসব জানা দরকার ফার্মাসিস্টদের।
কলেজে প্রথম বর্ষের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। সব কলেজের রুটিন দেখে নিন
ফার্মাসি স্টাফ, গ্র্যাজুয়েট, শিক্ষানবিশ, বহিরাগত ও মেডিক্যাল প্রফেশনালদের প্রশিক্ষণ দেন তিনি। কেন্দ্রীয় ও রাজ্যের ওষুধ সংক্রান্ত আইন, ড্রাগ এনফোর্সমেন্ট প্রশাসনের সমস্ত আইন ওষুধ তৈরি ও বিতরণের ক্ষেত্রে মানা হচ্ছে কি না সেদিকে নজর রাখেন ফার্মাসিস্টরা (Pharmacist)। ফার্মাসি পড়তে গেলে দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও অঙ্ক থাকার পাশাপাশি ৫০ শতাংশ নম্বর পেতে হয়। তবেই আবেদন জানানো যায়।
ফার্মেসি নিয়ে পড়াশোনা
নিপার জেইই, ইউপিএসইই, জিপাট, নিট, বিটস্যাট এবং এমএইচটি-সিইটি সহ বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় যোগ্য শিক্ষার্থীদের। দ্বাদশ শ্রেণীর পাশ করার পর বি.ফার্মা কোর্সে ভর্তি হওয়ার জন্য জাতীয় ও রাজ্যস্তরের বিভিন্ন এন্ট্রাস পরীক্ষা দিতে হয়।
সরকারি ব্যাংকে চাকরির জন্য কি কি যোগ্যতা লাগে? কিভাবে পড়লে সহজে চাকরি পাবেন?
জাতীয় স্তরের পরীক্ষাটি হল গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট (জিপ্যাট) (Graduate Pharmacy Aptitude Test)। ফার্মেসি (Pharmacy) করার জন্য পশ্চিমবঙ্গের জয়েন্ট পরীক্ষা দিতে হয়। বিভিপি সিইটি, আইপিইউ সিইটি, এমএইচটি সিইটি সহ বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা নেয় সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি।
ফার্মাসিস্ট এর কাজ কি
ফার্মাসি কোর্স পড়লে হাসপাতালের ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল শিল্পক্ষেত্র, ওষুধের দোকানে, উচ্চ শিক্ষাক্ষেত্রে, গবেষণাক্ষেত্রে, ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে, ড্রাগ নিয়ন্ত্রণ কেন্দ্রে পাথলোজিকাল ল্যাবে, চাকরি পেতে পারেন। ফার্মাসিস্ট, ড্রাগ ইন্সপেক্টর, ড্র্যাগ থেরাপিস্ট, বায়োকেমিস্ট, বায়োফিজিসিস্ট, গবেষক, মেডিক্যাল সেলস রিপ্রেসেন্টেটিভ, রেগুলেটরি অফিসার সহ বিভিন্ন পদে চাকরি মেলে।
বছরে চার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন শিক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে ফার্মাসি পড়ানো হয়। এই কোর্স করতে চাইলে অবশ্যই করতে পারেন।