Online Classes – পশ্চিমবঙ্গে পুজোর ছুটির মধ্যে স্কুল পড়ুয়াদের অনলাইন ক্লাস হবে। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

Online Class during Puja Vacation

দীর্ঘ গরমের ছুটিতে সিলেবাস শেষ না হওয়ায় এবার পুজোর ছুটিতে (Durga Puja Vacation) স্কুল পড়ুয়াদের অনলাইন ক্লাস (Online Classes) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তথা শিক্ষা সংসদ (WBCHSE). দুর্গোৎসবেও মিলবে না পড়াশোনা থেকে রেহাই। কাদের দুর্গা পুজোর ছুটির মধ্যে ক্লাস হবে? কখন হবে, বিজ্ঞপ্তিতে কি বলা আছে, জেনে নিন বিস্তারিত।

Online Class during Puja Vacation in West bengal

পশ্চিমবঙ্গে পুজোর সময়ে স্কুল ছুটি থাকলেও ঘরে বসেই অনলাইন ক্লাস করতে হবে ছাত্রছাত্রীদের। কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Board of Higher Secondary Education). এ সম্পর্কে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ইতিমধ্যেই। সংসদ জানিয়েছে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই এই পদক্ষেপ। কেন এই সিদ্ধান্ত? কবে থেকে শুরু হচ্ছে অনলাইন ক্লাস?

কেন পুজোর মধ্যে অনলাইন ক্লাস?

এ বছর থেকে স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। প্রথম সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যেখানে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQ) মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল। এখন দ্বিতীয় সেমিস্টারের জন্য লেখার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা নতুন প্যাটার্ন অনুযায়ী অনুষ্ঠিত হবে। এর ফলে সংসদ চায় যে ছাত্র-ছাত্রীরা যাতে আগে থেকেই পড়াশোনা শুরু করে, যাতে তারা সিলেবাস সম্পূর্ণ করতে কোনো অসুবিধার মুখোমুখি না হয়। সেজন্যই এই বিশেষ অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত।

কবে থেকে শুরু হচ্ছে?

এই অনলাইন পড়াশোনা বিশেষভাবে লক্ষ্মীপুজোর পরে থেকে দীপাবলীর আগে, অর্থাৎ ২১শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবরের মধ্যে কার্যকর হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় ধারাবাহিকতা রক্ষা করা এবং দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে তাদের উদ্বেগ কমানো।

কিভাবে নেওয়া হবে ক্লাস?

দ্বিতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে “Taruner Swapna Scheme” চালু করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য ট্যাব বা মোবাইল স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এতে করে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করতে কোনো অসুবিধা হবে না। ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ অত্যন্ত সহায়ক হবে।

gamezop ad

আরও পড়ুন, প্রতিমাসে একাউন্টে টাকা ঢুকবে। পশ্চিমবঙ্গের ছাত্রীদের।

শিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী, অনলাইনে পঠন পাঠনের আয়োজনের ক্ষেত্রে প্রধান শিক্ষকদের সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। প্রত্যেক স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের যৌথ বোঝাপড়ার মাধ্যমে এই ক্লাসগুলি পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা পুজোর ছুটিতে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে সক্ষম হবে।

ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গের কর্মীদের এক ধাক্কায় 6 হাজার টাকা বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। কবে থেকে চালু হবে?

অনলাইনে ক্লাসের (Online Classes) পাশাপাশি, সংসদ জানিয়েছে যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য সমস্ত আপডেট ও প্রস্তুতির সাজেশন নোটও প্রদান করা হবে। ছাত্র-ছাত্রীদের কাছে প্রত্যাশা করা হয়েছে যে, তারা নিজেদের পড়াশোনার প্রতি সচেতন থাকবেন এবং যথাসময়ে প্রস্তুতি গ্রহণ করবেন। স্কুলগুলোর জন্য নির্দেশিত সিলেবাস (Syllabus). এবং প্রস্তুতির সম্পূর্ণ পরিকল্পনা ছাত্র-ছাত্রীদের হাতে পৌছানোর জন্য শিক্ষকরা কাজ করবেন। এদিকে ছুটির মধ্যে সিলেবাস শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা সংসদ। এই ব্যাপারে আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button