NPS Scheme: মাত্র 15000 টাকা বিনিয়োগ করে প্রতিমাসে 50000 টাকা করে পাবেন। কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে আবেদন করুন এই পদ্ধতিতে

National Pension Scheme

অবসর বয়সে নিশ্চিন্তে কাটাতে এবং আর্থিক ভাবে সচ্ছল থাকতে কেন্দ্র সরকারের ন্যাশনাল পেনশন স্কীম তথা NPS Scheme এর জুড়ি মেলা ভার। এমনিতেই ভারত সরকার দেশের জনসাধারণের জন্য নানারকম জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যেগুলির মাধ্যমে দেশের জনসাধারণ আর্থিক সহায়তা পাচ্ছেন। দেশের বয়স্ক নাগরিকদের জন্য তৈরি করা NPS (National Pension Scheme) প্রকল্পের মাধ্যমে বয়স্ক নাগরিকদের শেষ জীবনের আর্থিক সম্বলের একটি জায়গা তৈরি করে দিচ্ছে ভারত সরকার।

NPS Scheme benefits and interest rates

একজন যুবক বা যুবতী কর্মজীবনে যে পরিমাণ কায়িক পরিশ্রম করতে পারেন এবং যে পরিমাণ অর্থ উপার্জন করেন, তার বেশিরভাগ টাই ইয়ং বয়সেই খরচা করে দেন। বিশেষ করে যে সমস্ত ব্যক্তি বেসরকারি কোন কর্মসংস্থানে কিংবা ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, তাদের পক্ষে বয়স্ক কালে ইয়ং বয়সের মতন খাটনি করা সম্ভবপর হয় না এছাড়া তাদের কোন পেনশন পাওয়ার স্কোপ থাকেনা।

অন্যদিকে অল্প বয়সের পরিশ্রমের টাকা জমিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবে বৃদ্ধ বয়সে চলাও সম্ভবপর নয়। বয়স কালে সুষম খাদ্যের পাশাপাশি রোগ ব্যাধির জন্য একটা টাকা তুলে রাখাটা সব সময় জরুরী। এই সমস্ত বিচার বিবেচনা করে ভারত সরকার বয়স্কদের নাগরিকদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পের সূচনা করেন।

NPS Scheme Benefits

NPS Scheme প্রকল্পের সুবিধা হল আপনি যদি আপনার কর্মজীবনে এই প্রকল্পের জন্য মাসিক ১৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ৫০ হাজার টাকা পেনশন পাবেন সেই সাথে আপনার জমানো টাকার সুদ মাসিক হিসেবে পেয়ে যাবেন।
আরও বিস্তারিতভাবে এই প্রকল্প সম্পর্কে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

NPS Scheme Calculator

আপনি যদি ১৫০০০ টাকা জমা করেন এই প্রকল্পে, তাহলে ৬০ বছর পর আপনি ৫০ হাজার টাকার পেনশন পাবেন, এরসাথে যে টাকাটা জমা করবেন তার থেকে আপনি প্রাপ্ত সুদ পেয়ে যাবেন প্রত্যেক মাসে।
এছাড়া আপনার জমা করা টাকার ৬০ শতাংশ আপনি তুলে নিতে পারেন বাকি ৪০ শতাংশ টাকা পেনশন হিসেবে আপনাদেরকে দেওয়া হবে। আপনি কত শতাংশ পেনশন পাবেন সেটা নির্ভর করবে আপনি কত পরিমান বিনিয়োগ করছেন তার ওপরে।

ন্যাশনাল পেনশন সিস্টেম

আপনি যদি প্রত্যেক মাসে ১৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন, এভাবে বিনিয়োগ যদি ২৫ বছর ধরে করেন, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৪,৫০,০০০ টাকা। আপনাকে যদি ১০% সুদ দেওয়া হয় বিনিয়োগের উপর, তাহলে এই বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদের পরিমাণ হবে ১,৫৫,৬৮,৩৫৬ টাকা। এক্ষেত্রে আপনার সুদ সমেত মোট টাকা হবে ২,০০,৬৮,৩৫৬ টাকা। এখান থেকে ৪০% টাকা অর্থাৎ ৮০,২৭,৩৪২ টাকা আপনি একটি ফান্ড করে জমিয়ে রাখতে পারেন, অন্যদিকে আপনাকে প্রত্যেক মাসে ৮ শতাংশ সুদের হারে ৫৩,৫১৬ টাকা পেনশন হিসেবে দেওয়া হবে।

আরও পড়ুন, সবাইকে 10 লাখ টাকা দিচ্ছে সরকার! চালু হল নতুন প্রকল্প। কিভাবে আবেদন করবেন?

আপনি যখন কর্মক্ষম থাকবেন অর্থাৎ কোন চাকরি ও ব্যবসা করবেন তখন যদি কষ্ট করে প্রত্যেক মাসে একটা মোটা অংকের বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার অবসর গ্রহণের পরে এর থেকে যে টাকা আপনি পাচ্ছেন সেটা কিছুটা আপনি প্রত্যেক মাসে পেনশন হিসেবে পাচ্ছেন, কিছু টাকা আপনি একটা ফান্ডে জমা করতে পারছেন অর্থাৎ দুই ভাবে আপনি লাভবান হচ্ছেন।

এতে করে আপনার বয়স্ক কালে কোনরকম আর্থিক চিন্তা থাকবে না। একটা সুন্দর চিন্তবিহীন জীবন আপনি পেতে পারেন এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে।
এছাড়া এইটি যেহেতু সরকারি একটি প্রকল্প, তার জন্য কোন রকম টাকা খোয়ানোর কোন সম্ভাবনা নেই। এই প্রকল্পে আপনার টাকা বিনিয়োগ করাতে যথেষ্ট নিরাপত্তা রয়েছে।

আরও পড়ুন, প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কারা পাবেন? কিভাবে পাবেন?

ন্যাশনাল পেনশন স্কিম প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

NPS Scheme এ আবেদনের জন্য আপনাকে আপনার নিকটবর্তী কোনো ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গেলেই এনপিএস প্রকল্পের ফর্ম চাইলে ব্যাংক আধিকারিকরা আপনাকে ফর্মটি দেবে। ফর্মটি ভালো করে পড়ে নিয়ে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে আধার কার্ড, আই কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড, ব্যাংকের পাসবুকের কপি জমা করতে হবে।

আপনি যদি প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তি হন তাহলে আবেদন করার কিছু দিনের মধ্যেই এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারবেন এবং বয়সকালে এই বিনিয়োগের থেকেই সুদ এবং পেনশন এই দুই ধরনের সুবিধাই আপনি পাবেন।

Related Articles

Back to top button