এগিয়ে এলো মাধ্যমিক পরীক্ষা, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ জেনে নিন।
পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষাই তাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। আর তাই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে রাজ্যের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে যথেষ্ট আশা, আকাঙ্ক্ষা কাজ করে। তবে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থী কিংবা তাদের অভিভাবকই নয় সমগ্র রাজ্যের সাধারণ জনগণের মধ্যেও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে যথেষ্ট উন্মাদনা দেখা যায়। আর তাতেই ছাত্র-ছাত্রীদের সুবিধার খাতিরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হওয়ার প্রায় ১ বছর আগে থেকে এই পরীক্ষা সংক্রান্ত নানা ধরনের তথ্য এবং নির্দেশিকা একের পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়ে থাকে।
প্রতিবছরের ধারা বজায় রেখে এবারেও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরই আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কবে মাধ্যমিক আয়োজিত হবে তার বিস্তারিত রুটিন প্রকাশ্যে আনা হয়েছে। এর পাশাপাশি পর্ষদের তরফে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে যে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন এগিয়ে আনা হয়েছে। আজকের এই পোস্টে আমরা ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন সহ কেন মাধ্যমিক পরীক্ষার রুটিন এগিয়ে আনা হয়েছে তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি।
মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত রুটিন:-
পর্ষদের তরকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ২০২৪ সালের ২ রা ফেব্রুয়ারি তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আর তার শেষ হবে ১২ ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। পর্ষদের তরফে প্রকাশিত নির্দেশিকায় আরো জানানো হয়েছে যে, প্রতিদিন একটি করে পেপারের পরীক্ষা হবে এবং সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে শুরু করে ৩ টে পর্যন্ত পরীক্ষা চলবে। সুতরাং মাধ্যমিক পরীক্ষার্থীরা ৩ ঘন্টা ১৫ মিনিট সময় পাবেন, যদিও প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য যে তারিখগুলি নির্ধারণ করা হয়েছে তা হলো:
২ রা ফেব্রুয়ারি, ২০২৪:- ২ ফেব্রুয়ারি, ২০২৪, শুক্রবার মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম ভাষার পরীক্ষা নেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, প্রথম ভাষার অধীনে বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতীয়, নেপালি, ওড়িয়া, পঞ্জাবি, তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি ভাষা রয়েছে। এই ভাষাগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অনুসারে ভাষা নির্বাচন করতে পারবেন।
৩ রা ফেব্রুয়ারি, ২০২৪:- ৩ রা ফেব্রুয়ারি, ২০২৪, শনিবার মাধ্যমিক পরীক্ষার্থীদের দ্বিতীয় ভাষার পরীক্ষা রয়েছে। প্রথম ভাষার মতোই দ্বিতীয় ভাষার অধীনেও একাধিক ভাষা রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা ইংরেজি, বাংলা, নেপালি -এর মত ভাষা নির্বাচনের সুযোগ পাবেন।
৫ ই ফেব্রুয়ারি, ২০২৪:- ৫ ই ফেব্রুয়ারি, ২০২৪, সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা রয়েছে বলেই জানা গিয়েছে পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত।
৬ ই ফেব্রুয়ারি, ২০২৪:- ৬ ই ফেব্রুয়ারি, ২০২৪, মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল পরীক্ষা আয়োজিত হতে চলেছে।
৮ ই ফেব্রুয়ারি, ২০২৪:- ৮ ই ফেব্রুয়ারি, ২০২৪, বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার্থীদের অংক পরীক্ষা নেওয়া হবে বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে।
৯ ই ফেব্রুয়ারি, ২০২৪:- ৯ ই ফেব্রুয়ারি, ২০২৪, শুক্রবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা হবে এমনটাই জানানো হয়েছে পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪:- ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪, শনিবার মাধ্যমিক পরীক্ষার্থীদের ভৌত বিজ্ঞান পরীক্ষা আয়োজিত হতে চলেছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪:- ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪, সোমবার মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে।
তবে সমস্ত বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় ফিজিক্যাল এডুকেশন এন্ড সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার তারিখ সম্পর্কে স্পষ্টভাবে কোন তথ্য জানানো হয়নি। আগামী দিনে এই দুটি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে, এমনটাই উল্লেখ করা হয়েছে পর্ষদের তরফে প্রকাশিত নির্দেশিকায়।
আরও পড়ুন:- নিজের মোবাইলের মাধ্যমে ঘরে বসে আবেদন করুন কাস্ট সার্টিফিকেটের জন্য। রইলো বিস্তারিত পদ্ধতি।
মাধ্যমিক পরীক্ষার সময় কেন এগিয়ে আনা হয়েছে?
চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালের ২৩ শে ফেব্রুয়ারি তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, অন্যদিকে আগত বছরে অর্থাৎ ২০১৪ সালের ২ রা ফেব্রুয়ারি তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। সুতরাং আগামী বছর প্রায় ২১ দিন অর্থাৎ ৩ সপ্তাহের জন্য মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসতে চলেছে। আর এই বিষয়টি নিয়েই রাজ্যের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পর্ষদের তরফে স্পষ্টভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফে জানানো হয়েছে যে, লোকসভা নির্বাচনের কারণে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।
আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে তবেই লোকসভা নির্বাচনের আয়োজন করতে উদ্যোগী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্যে। চলতি বছরেও সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষার ঠিক পূর্বে পরীক্ষার রুটিনে পরিবর্তন করা হয়েছিল। আগামী বছর লোকসভা নির্বাচনের কারণে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনরূপ সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্যই পশ্চিমবঙ্গের সরকার তরফে এরূপ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এমনটাই মনে করছেন রাজ্যের নাগরিকরা। তবে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার কারণে শিক্ষার্থীদের রেজাল্টে কোনরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। তাদের মতে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হলেও পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সময় পাবেন পরীক্ষার্থীরা। সুতরাং এর জন্য কোনোরকম সমস্যা হওয়া উচিত নয় বলেই মনে করছেন শিক্ষা মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা।