Guardians demonstration: টেস্টে বসতে না দেওয়ায় স্কুলে তাণ্ডব চালালো ছাত্রী এবং অভিভাবকেরা।
খুব শীঘ্রই সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, ফলত রাজ্যের নানা ক্ষেত্রের সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীদের টেস্ট পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে টেস্ট পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে না হতেই দক্ষিণেশ্বরের এক স্কুলে এমন এক কাণ্ড ঘটেছে, যা নিয়ে সমগ্র রাজ্যের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এমনকী শিক্ষক মহলেও রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। বিগত মঙ্গলবার সোশ্যাল মিডিয়া মাধ্যমে এক বিশেষ ভিডিও ভাইরাল হয়, আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের স্কুল কর্তৃপক্ষের চোখ কপালে উঠেছে।
বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, কম উপস্থিতির কারণে কামারহাটির দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদাদেবী বালিকা বিদ্যামন্দির -এর ৬ জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসার অনুমতি দেয়নি স্কুল কর্তৃপক্ষ, আর এই বিষয়টি মানতে নারাজ ছাত্রীদের অভিভাবকেরা। যার জেরে বিগত সোমবার উক্ত বিদ্যালয়ে ঢুকে এই ৬ জন ছাত্রীর অভিভাবক রীতিমতো তান্ডব চালিয়েছে। এমনকী স্কুলে ঢুকে স্কুলের প্রধান শিক্ষিকার চেয়ারে বসে তাকে হুমকি দিয়েছেন এক ছাত্রীর অভিভাবক এমনটাই অভিযোগ তোলা হয়েছে কামারহাটির দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদাদেবী বালিকা বিদ্যামন্দির -এর কর্তৃপক্ষের তরফে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হওয়া এই ভিডিওতে স্কুলের মধ্যে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন একাদশ শ্রেণীর এক ছাত্রী।
বন্ধ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। কিভাবে আবেদন করবেন জেনে নিন।
বিশেষ সূত্র মারফত প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, কামারহাটির দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদাদেবী বালিকা বিদ্যামন্দির -এর কর্তৃপক্ষের তরফে স্কুলের একাদশ শ্রেণির ছয় জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় না বসতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ ছিল ছাত্র-ছাত্রীদের পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি না থাকা। তবে এই বিষয়টি কোনোভাবেই মানতে পারেনি একাদশ শ্রেণীর ওই ৬ জন ছাত্রী এবং তাদের অভিভাবক। স্কুলের তরফে এই সিদ্ধান্ত জানানোর পরই ছাত্রীরা তাদের অভিভাবক সহ স্কুলে উপস্থিত হয় এবং স্কুলে রীতিমতো তান্ডব চালায়। এই বিশেষ সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, বিগত সোমবার অভিভাবকেরা স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং তর্ক বিতর্কের মধ্যেই তারা স্কুলের প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে পড়ে। এরপর এক অভিভাবক প্রধান শিক্ষিকাকে তার চেয়ার থেকে তুলে নিজে প্রধান শিক্ষিকার চেয়ারে বসে পড়েন এবং টেবিলে চাপড় মেরে প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং স্কুলের কর্মীদের হুমকি দেন।
পুরো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় রীতিমতো হুলস্থূল পড়ে যায়। শেষ পর্যন্ত ঘটনা এমন দিকে গড়ায় যে পরিস্থিতি সামাল দিতে দক্ষিণেশ্বর থানার পুলিশকে হাজির হতে হয় স্কুলে। আর গতকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদাদেবী বালিকা বিদ্যামন্দির ঘটে যাওয়া এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে, যদিও এই ভিডিওটি নিয়ে কোনোরূপ তথ্য প্রকাশ করতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এই ভিডিওটি নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনোরূপ তথ্য প্রকাশ করা না হলেও ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোড়ন ফেলেছে, এমনকী বর্তমান সময়ের ছাত্র সমাজের রীতিনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু বয়ঃজ্যেষ্ঠ মানুষ। অন্যদিকে এই ৬ জন ছাত্রীর ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।