Dearness Allowance: পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের 4% DA বৃদ্ধির ঘোষণা। কত টাকা বেতন বাড়লো? কাদের জন্য এই অর্ডার?
DA Hike for Government Employees
ইতিমধ্যেই কেন্দ্র সরকার সমস্ত সরকারি কর্মচারীদের DA ঘোষণার ইঙ্গিত দিয়েছে। আর তারপরই একাধিক রাজ্য সরকার আলাদাভাবে Dearness Allowance তথা মহার্ঘ ভাতা ঘোষণা করতে শুরু করেছে। যার ফলে দুর্গা পুজো, ভাইফোঁটা, ও দিওয়ালীর শুভক্ষণে সরকারি কর্মীদের (Government Employees) উৎসাহ ও আনন্দ দ্বিগুণ বাড়তে চলেছে। আর হাত খুলে খরচ করবেন এই উৎসবের সময়ে। জানা গেছে, কেন্দ্র সরকারের সিদ্ধান্তের পর, এবার আরো এক রাজ্য সরকার সপ্তমীর সন্ধ্যাতেই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করল। কাদের জন্য এই ঘোষণা ও কতটা বাড়লো সরকারি কর্মীদের বেতন?
Dearness Allowance Announcement
চলছে দুর্গাপুজো। তার মাঝেই কেন্দ্র সরকারি কর্মী সহ একাধিক রাজ্যের সরকারি কর্মীদের উৎসবের আনন্দ দ্বিগুণ করে দেবার মতো খবর এলো। গত ৯ অক্টোবর ২০২৪, পুজোর সন্ধ্যাতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরো একবার বৃদ্ধি করার। আর ঘোষণার পরদিনই অর্থাৎ গতকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যতদূর জানা যাচ্ছে এক্ষেত্রে ফের ৪ শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা। তাহলে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কত হবে? কবে থেকেই বা পাওয়া যাবে এই বর্ধিত DA? বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে
রাজ্য সরকারি কর্মীদের DA ঘোষণা
চলতি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হবার কথা ছিল। প্রতিবছর জানুয়ারি এবং জুলাইতে বাড়ানো হয় কেন্দ্রের মহার্ঘ ভাতা। সেই অনুযায়ী এ বছর জুলাইয়ের ডিএ দেওয়ার কথা ছিল অক্টোবর মাসে। কিন্তু সেই নিয়ে আপাতত ইঙ্গিত মিললেও কোন আনুষ্ঠানিক ঘোষণাই হলো না এখনো পর্যন্ত। এদিকে বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে টানাপড়েন চলছিল একাধিক রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। এবার কেন্দ্রের আগেই সেই ডিএ ঘোষণা করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে উড়িষ্যা রাজ্য সরকার।
কোন রাজ্যে DA ঘোষণা হলো?
গত বুধবার ৯ অক্টোবর, ওড়িশা সরকারের তরফে ঘোষণার পর গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়। সেখানকার সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে তার কর্মচারীদের ডিএ আরো ৪ শতাংশ বাড়ানোর। বর্তমানে সেই রাজ্যের কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পান। যদি আরো ৪ শতাংশ বাড়ে তবে ৫৪ শতাংশ ডিএ পাবেন তারা এরপর থেকে। ২০২৪ এর পহেলা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই মহার্ঘ ভাতা। আগামী মাস থেকেই বর্ধিত হারে DA সকলের বেতনের সাথে যুক্ত হবে।
তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে ওড়িশা সরকার। প্রতিটি দিক আলাদা আলাদা ভাবে রাজ্য সরকারের তরফে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। যেমন বলা হয়েছে রাজ্যের মধ্যে থাকা যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলির মুনাফা বেশি কেবল তারাই তাদের কর্মচারীদের বর্ধিত হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রদান করতে পারবে। অর্থাৎ সকল রাজ্য সরকারি কর্মীরা কিন্তু এই বর্ধিত মহার্ঘ ভাতার যোগ্য নন।
আরও পড়ুন, আগামী বছরের দুর্গা পূজার প্রচুর ছুটি মার গেল! পুজোর দিন তারিখ ও সম্ভাব্য ছুটির তালিকা দেখে নিন।
এদিকে কেন্দ্রীয় সরকার রেল কর্মীদের বোনাস ইতিমধ্যেই ঘোষণা করেছে, কিন্তু তাদের ডিএ বাড়ানোর কথা কোথাও বলা হয়নি। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ৫০ শতাংশ হারে ডিএ পান। প্রবল আশা ছিল যে অক্টোবরে ডিএ আরো ৩-৪ শতাংশ বাড়তে পারে। ফলে তা ৫৩ থেকে ৫৪ শতাংশ হত, যা নতুন অষ্টম বেতন কমিশন গঠনের ইঙ্গিত ছিল কেন্দ্রের কর্মীদের কাছে। কিন্তু সেই নিয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। দেখার পালা, ওড়িশা সরকারের পর এবার কেন্দ্রের সরকার কখন বাড়ায় তার কর্মীদের ডিএ।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের
যদিও কেন্দ্র সরকার বছরে ২ বার করেই নিয়ম করে ডিএ দিয়ে থাকে। আর কোন কারনে ডিএ ঘোষণায় দেরী হলেও, আগের মাসের বকেয়া মিটিয়ে দেয়। তাই পুজোর আগে বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও সেপ্টেম্বর থেকেই নতুন ডিএ কার্যকর হবে। সে যখনই ঘোষণা হোক না কেন। এদিকে পুজোর আগেই ডিএ ঘোষণা করেছে, ঝাড়খন্ড, মেঘালয়, উত্তর প্রদেশ ও কেরল। তাই বাংলায় ডিএ ঘোষণা না হলেও বিভিন্ন রাজ্যে এই ডিএ ঘোষণায় তাঁদের জন্য সুখবর বয়ে এনেছে। তবে পশ্চিমবঙ্গের কর্মীদের ও নিরাশ করেনি নবান্ন। ইতিমধ্যেই বোনাস বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের ও বোনাস বাড়ানো হয়েছে। তাই এবারের পুজো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য একদমই নিষ্ফলা যায়নি।